Kunal Ghosh vs Locket Chatterjee| প্রকাশ্যে লকেট-কুণালের বিস্ফোরক বাদানুবাদ! রুখাশুখা ভবানীপুর শেষবেলায় জমজমাট
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
Kunal Ghosh vs Locket Chatterjee| হেঁটে নয়, নেটেই কুণাল ঘোষ ও লকেট চট্টোপাধ্যায় শেষবেলায় জমিয়ে দিল ভবানীপুরের প্রচারের ময়দান।
#কলকাতা: তালিকায় থেকেও তিনি সশরীরে নেই। তাই ভবানীপুরের প্রচার এর শেষ দিনে সুযোগটা হাতছাড়া করতে চাননি তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তারকা প্রচারক হিসেবে তালিকার নাম থাকলেও গরহাজির লকেটকে নিয়ে টিপ্পনী কেটেছিলেন তিনি। আর সেখান থেকে শুরু হওয়া বাদানুবাদই শেষবেলায় জমিয়ে দিল ভবানীপুরের প্রচারের ময়দান।
এদিন কুণাল ঘোষ প্রথম ট্যুইট করেন লকেট চট্টোপাধ্যায়কে নিয়ে (Kunal Ghosh vs Locket Chatterjee)। তিনি লেখেন, "ভবানীপুরে প্রচারে না আসার জন্য তারকা প্রচারক লকেট চট্টোপাধ্যায়কে ধন্যবাদ ও শুভেচ্ছা। বিজেপির অনেক মিনতি সত্ত্বেও আপনি প্রচার করেননি। আপনি যেখানেই থাকুন বন্ধু হিসাবে আপনার সাফল্য কামনা করি। এখানেই না থেমে কুণাল আরও লেখেন, এই ছোট্ট পৃথিবীতে আপনার জীবনে রাজনীতির সেই শুরুর দিনগুলো আবার ফিরে আসুক।"
advertisement
ছোট্ট টুইট, কিন্তু নির্বিষ নয়। কুণাল যেন বলতে চাইছিলেন বিজেপিতে লকেটের পথ আদৌ কুসুমাস্তীর্ণ নয়। বরং সেই উত্তরণের দিনগুলি ফিরে আসতে পারে অন্য কোনও সিদ্ধান্ত নিলে। সেই সিদ্ধান্ত কি দলবদল? জল্পনা চাউর হতেই আসরে নামেন লকেট। উত্তরাখণ্ডে সহকারী প্রভারী হিসেবে কাজ করা লকেট পাল্টা লেখেন, "আপনার উচিত মমতা বন্দ্যোপাধ্যায় যাতে ভবানীপুরের না হেরে যায় সে বিষয়ে মনোনিবেশ করা।"
advertisement
advertisement
You should focus on ensuring that Mamata Banerjee doesn’t lose from Bhabanipur. https://t.co/VsDKrGEEjR
— Locket Chatterjee (@me_locket) September 27, 2021
কটাক্ষ আর পাল্টা উত্তরে জমজমাট হয়ে ওঠে নেটদুনিয়া। কুণাল ঘোষ আবার উত্তর ফেরান সেই ট্যুইটের। এবার সরাসরি ফোরহ্যান্ড কুণালের। ট্যুইটারে তিনি লকেটকে লেখেন, "দুর্ভাবনা করবেন না বড় মার্জিনে জয় পাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনিও মনে মনে তাই-ই চান। কিন্তু তবু আপনাকে দলের পক্ষ নিয়ে লিখতে হচ্ছে। তবে তারপরেও আপনি যে বিজেপি প্রার্থীর নামটা উচ্চারণ করলেন না তার জন্য আপনাকে ধন্যবাদ। কাহি পে নিগাহে কাহি পে নিশানা, ওয়েলডান।"
advertisement
Ha Ha! Don't worry. Mamatadi will win with large margin. U want this also. I know that u hv to write in favour of yr party. But still I thank u that even in this reply also u didn't mention the name of the bjp candidate. कहि पे निगाहे, कहि पे निशाना। Well done. https://t.co/3ew8YnUfP4
— Kunal Ghosh (@KunalGhoshAgain) September 27, 2021
advertisement
প্রশ্নটা হল, লকেট নিজেই বলেছিল, শেষ দু দিনের প্রচারে থাকবে। তাহলে মত বদল কেন? আর, এই বদলটা হল, কয়েকদিন আগে, লকেটের তৃণমূলে যোগ দেওয়া নিয়ে জল্পনার পরেই। আজ এই বাদানুবাদের মধ্যে দিল্লিতে বসে লকেটকে সংবাদমাধ্যমকে ডেকে বলতে হয়, এর কোনও ভিত্তি নেই। সূত্রের খবর, এ কথা বলার পরেও, নাড্ডা ডেকে পাঠান লকেটকে। একান্তে কথা বলেন। যদিও, লকেটের দাবি, নাড্ডা ডেকেছিলেন উত্তরাখন্ড নিয়ে কথা বলতে।
advertisement
রাজনৈতিক মহলের একাংশের মনে করে লকেটকে ভবানীপুরে প্রার্থী হতে বলেছিল দল। লকেট শুধু সেই প্রস্তাব সবিনয়ে প্রত্যাখ্যানই করেননি। পাশাপাশি ভবানীপুর নিয়ে বিজেপির একাংশে যেমন উচ্চাশা রয়েছে অন্য আরেকটা অংশ মনে করে এ লড়াইয়ের ফল অনেক আগে থেকেই স্থির হয়ে রয়েছে। কুণাল যেন বুঝিয়ে দিতে চাইছেন লকেট সেই দ্বিতীয় শিবিরের লোক। আর কাটা ঘায়ে নুনের ছিটে দিতে প্রিয়াঙ্কা টিবরেওয়ালের নাম না নেওয়াটাকে সামনে রাখছেন কুণাল ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 27, 2021 2:08 PM IST