Kothari medical centre fined: চিকিৎসায় গাফিলতিতে মৃত্য়ু, কলকাতার নামী বেসরকারি হাসপাতালের কোটি টাকা জরিমানা

Last Updated:
কোঠারি মেডিক্য়াল সেন্টারকে বিপুল জরিমানা।
কোঠারি মেডিক্য়াল সেন্টারকে বিপুল জরিমানা।
কলকাতা: চিকিৎসায় গাফিলতির অভিযোগে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় আলিপুরের বেসরকারি হাসপাতাল বিপুল জরিমানা করল জাতীয় ক্রেতা সুরক্ষা আদালত। রোগীর পরিবারকে ১ কোটি ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য় আলিপুরের কোঠারি মেডিক্যাল সেন্টারকে নির্দেশ দিয়েছে জাতীয় ক্রেতা সুরক্ষা আদালত।
মামলার খরচ বাবদ অভিযোগকারীকে আরও ২ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৬ সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণের যাবতীয় টাকা মিটিয়ে দিতে হবে অভিযোগকারীকে।
advertisement
এক ইসঙ্গে কোঠারি মেডিক্যাল সেন্টারের চিকিৎসা পরিকাঠামো খতিয়ে দেখতে বলা হয়েছে রাজ্যের মুখ্যসচিবকে। কোঠারি মেডিক্যাল সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে, রায়ের বিষয়টি জানা নেই,খোঁজ নেওয়া হবে।
advertisement
২০১৪ সালে চিকিৎসক অরুণিমা সেনের মৃত্যু হয়। তাঁর পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম ছিল। ঋতুস্রাব চলাকালীন তলপেটে প্রচণ্ড ব্যথা হওয়ায় হাসপাতালে ভর্তি হন ওই চিকিৎসক। কোঠারির চিকিৎসক তাঁকে ল্যাপ্রোসকপিক ডাই টেস্ট করতে বলেন। অভিযোগ, অরুণিমা এই পরীক্ষা করতে রাজি ছিলেন না। চিকিৎসকের চাপে রাজি হন। শেষ পর্যন্ত, পরীক্ষা চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।
advertisement
এর পরেই আলিপুর থানায় কোঠারি হাসপাতাল কর্তৃপক্ষ এবং সাতজন চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অরুণিমার স্বামী সোমরাজ সেন। পাশাপাশি জাতীয় ক্রেতা সুরক্ষা আদালতেও ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছিলেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kothari medical centre fined: চিকিৎসায় গাফিলতিতে মৃত্য়ু, কলকাতার নামী বেসরকারি হাসপাতালের কোটি টাকা জরিমানা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement