Kothari medical centre fined: চিকিৎসায় গাফিলতিতে মৃত্য়ু, কলকাতার নামী বেসরকারি হাসপাতালের কোটি টাকা জরিমানা
- Published by:Debamoy Ghosh
- Reported by:AVIJIT CHANDA
Last Updated:
কলকাতা: চিকিৎসায় গাফিলতির অভিযোগে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় আলিপুরের বেসরকারি হাসপাতাল বিপুল জরিমানা করল জাতীয় ক্রেতা সুরক্ষা আদালত। রোগীর পরিবারকে ১ কোটি ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য় আলিপুরের কোঠারি মেডিক্যাল সেন্টারকে নির্দেশ দিয়েছে জাতীয় ক্রেতা সুরক্ষা আদালত।
মামলার খরচ বাবদ অভিযোগকারীকে আরও ২ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৬ সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণের যাবতীয় টাকা মিটিয়ে দিতে হবে অভিযোগকারীকে।
আরও পড়ুন: কেন্দ্রীয় দল আসার আগেই মিড ডে মিল নিয়ে আগাম পরিদর্শন সেরে রাখতে চায় রাজ্য, জেলাস্তরে চিঠি
advertisement
এক ইসঙ্গে কোঠারি মেডিক্যাল সেন্টারের চিকিৎসা পরিকাঠামো খতিয়ে দেখতে বলা হয়েছে রাজ্যের মুখ্যসচিবকে। কোঠারি মেডিক্যাল সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে, রায়ের বিষয়টি জানা নেই,খোঁজ নেওয়া হবে।
advertisement
২০১৪ সালে চিকিৎসক অরুণিমা সেনের মৃত্যু হয়। তাঁর পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম ছিল। ঋতুস্রাব চলাকালীন তলপেটে প্রচণ্ড ব্যথা হওয়ায় হাসপাতালে ভর্তি হন ওই চিকিৎসক। কোঠারির চিকিৎসক তাঁকে ল্যাপ্রোসকপিক ডাই টেস্ট করতে বলেন। অভিযোগ, অরুণিমা এই পরীক্ষা করতে রাজি ছিলেন না। চিকিৎসকের চাপে রাজি হন। শেষ পর্যন্ত, পরীক্ষা চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।
advertisement
এর পরেই আলিপুর থানায় কোঠারি হাসপাতাল কর্তৃপক্ষ এবং সাতজন চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অরুণিমার স্বামী সোমরাজ সেন। পাশাপাশি জাতীয় ক্রেতা সুরক্ষা আদালতেও ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছিলেন তিনি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
January 17, 2023 5:01 PM IST