প্রতিপদে চণ্ডীপাঠ, ঠাকুরের ভোগ, ষষ্ঠীতে বোধন, ঘোষাল বাড়ির পুজো চলছে এই নিয়মেই

Last Updated:
#কোন্নগর: জমিদারিতে সময়ের থাবা। ৫৬৩ বছরের পুজো। কিন্তু পুজো প্রথায় প্রলেপ পড়েনি সময়ের। নিয়ম মেনে বিসর্জন দশমীর দিনের বেলায় । রীতিমত পেটপুরে পান্তা ভাত আর ইলিশ মাছ ভাজা খেয়ে বিসর্জনে যান মহিলারা। হুগলির কোন্নগরের ঘোষাল বাড়ির পুজোয় ইতিহাস আর নিয়ম নীতির বাঁধন।
প্রাচীন কিন্তু সমসাময়িক। জমিদারি আজ লুপ্ত। ঘোষাল বাড়ির পাঁজরে লেপটে ক্ষয়। তবুও অটুট বাঁধন। নিয়ম নীতির বেড়াজালে দুর্গার উপাসনা। পাঁচশ তেষট্টি বছরের পুজোর প্রথায় কোনও নড়চড় নেই। জমিদারির জৌলুস নেই। এই পুজোর জাঁক আছে। তবে চারদিনের ঢাক নেই। বদলে আছে ঢোল-কাঁসর। কোন্নগরের ঘোষাল বাড়ির পুজো কিছুটা পারিবারিক, কিছুটা বারোয়ারি।
সম্রাট আকবরের শাসনকালে জমিদারি পায় ঘোষালরা। আর পুজোতে ব্রিটিশ সরকার সাড়ে সাতশো টাকা করে দিত। হাওড়া ও হুগলির বিভিন্ন এলাকা থেকে প্রজারা নিয়ে আসতেন কাঁচা আনাজ, মাছ ও নারকেল নিয়ে। জম্পেশ ভোজের আয়োজন হত ঠাকুর দালানে।
advertisement
advertisement
প্রতিপদে চণ্ডীপাঠ, ঠাকুরের ভোগ। ষষ্ঠীতে বোধন। অষ্টমীতে সন্ধিপুজো। ঘোষাল বাড়ির পুজো চলছে এই নিয়মেই। দশমীর রাতে নয়, উমা বিসর্জন দেওয়া হয় দিনে। পান্তা-ইলিশ মাছ ভাজা খেয়ে মহিলারা যান বিসর্জনে। পুজোর মিষ্টি তৈরি হয় বাড়িতেই।
ঘোষাল বাড়ির প্রতিমা একচালা। প্রতিমার বাহনেও সেই ব্রিটিশ আনুগত্যের প্রভাব। টানা চোখের ঘোড়াদাবা সিংহ। সবুজ রঙের অসুর। উলটো রথের দিন কাঠামো পুজো দিয়ে শুরু মূর্তি তৈরির কাজ। পাঁচপুরুষ ধরে পরম্পরার প্রতিমা বানাচ্ছেন মৃৎশিল্পী।
advertisement
পুজো তো প্রাণের। তাই বারবার ছুটে আসা। উৎসবের দিনে বাড়তি মাত্রা যোগ করে পারিবারিক অনুষ্ঠান। অষ্টমীর দিন নৃত্যনাট্য করবেন বাড়ির মহিলারা। ঠাকুরদালানের দুপুর এখন রিহার্সালে জমজমাট।
প্রজন্মের পর প্রজন্মের হাত ধরাধরিতে চলছে পুজো। হারায়নি ঐতিহ্য। স্মৃতির জাল বুনেছে ঘোষাল বাড়ি। ঠাকুরদালানে কথা বলে ইতিহাস। সাদা-কালোর জাল ছিঁড়ে রঙিন হয়ে ওঠে পুজোর ধুমধাম।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
প্রতিপদে চণ্ডীপাঠ, ঠাকুরের ভোগ, ষষ্ঠীতে বোধন, ঘোষাল বাড়ির পুজো চলছে এই নিয়মেই
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement