শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণ, বন্ধ ফোন-ইন্টারনেট যোগাযোগ, দুশ্চিন্তায় রাজ্যের শ্রীলঙ্কার পড়ুয়ারা
Last Updated:
#কলকাতা: পরপর দু'দিন ধরে ধারাবাহিক বিস্ফোরণ। মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। দেশজুড়ে কারফিউ। বন্ধ ফোন-ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা। পরিবারের সঙ্গে যোগাযোগ করতে না পেরে দুশ্চিন্তায় কলকাতায় পড়তে আসা শ্রীলঙ্কার পড়ুয়ারা।পরিবার কেমন আছে, কী অবস্থায় আছে কিছুই জানেন না তাঁরা। দুশ্চিন্তায় কলকাতায় পড়তে আসা শ্রীলঙ্কার পড়ুয়ারা।ইস্টারের দিন পরপর আটটি বিস্ফোরণে কেঁপে ওঠে শ্রীলঙ্কা। টিভির পর্দায় এ খবর দেখার পর থেকেই পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু ফোন ইন্টারনেট যোগাযোগ বন্ধ থাকায় কিছুই জানতে পারেননি।
কেউ কেউ পরিবারের খোঁজ পেয়েছেন। কিন্তু তা সত্ত্বেও মন ভাল নেই। দেশের এমন অবস্থায় কেউ কেউ দেশে ফিরে যেতে চাইছেন। কিন্তু সে উপায়ও আপাতত বন্ধ।সদ্য গৃহযুদ্ধ থেকে উঠে দাঁড়াতে শুরু করেছিল দেশ। তার মধ্যেই শান্তিপ্রিয় দেশটায় এতবড় হামলা মেনে নিতে পারছেন না কেউই। নিস্পাপ চোখগুলোয় একটাই প্রশ্ন। কবে স্বাভাবিক হবে পরিস্থিতি? কবে শুনতে পাবেন প্রিয়জনের গলার স্বর...অপেক্ষার প্রহর গুনছেন ওরা...
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
April 22, 2019 9:27 PM IST