কলকাতার প্যাডম্যান: ২১ বছরের কলেজ পড়ুয়ার উদ্যোগে সুলভ শৌচালয়ে স্যানিটারি ন্যাপকিন
Last Updated:
আসুতোষ কলেজের ভূগোলে ছাত্র শোভন চট্টোপাধ্যায় ৷ তবে এখন কলকাতার প্যাডম্যান বলাই চলে তাঁকে ৷
#কলকাতা: আসুতোষ কলেজের ভূগোলে ছাত্র শোভন মুখোপাধ্যায় ৷ তবে এখন কলকাতার প্যাডম্যান বলাই চলে তাঁকে ৷ একদিকে যখন বক্স অফিসে প্যাডম্যান হয়ে ঝড় তুলছেন খিলাড়ি কুমার অক্ষয় ! শোভন কিন্তু ২০১৭ সাল থেকেই লড়ে যাচ্ছেন প্যাড নিয়ে ৷ আর শুধুই কী লড়াই? কলকাতার পাবলিক টয়লেটে টয়লেটে নিজেই তৈরি করে ফেলেছেন ভেন্ডিং মেশিন ! শোভনের এই প্রকল্পের নাম ‘প্রোজেক্ট প্যাডম্যান’ !
শোভন জানিয়েছেন, ‘আমার একটাই লক্ষ্য ঋতুস্রাব, স্যানিটারি প্যাড নিয়ে মানুষের মনে যেধরণের কু-সংস্কার, ভুল তথ্য রয়েছে তা দূর করা ৷ আর বিশেষ করে মহিলাদের স্বাস্থ্য সচেতন করে তোলার জন্য এই পদক্ষেপ নেওয়া’ ৷
ডিলারদের থেকে মাত্র ২ টাকায় প্রত্যেকটি প্যাড কিনে নিজেই দক্ষিণ কলকাতার টয়লেটে প্যাড রাখার ব্যবস্থা করেন শোভন ৷ তবে পরের দিকে সেই প্যাডগুলোর অপব্যবহার হওয়ায়, সামান্য পয়সায় সেই প্যাডের ব্যবহারের সিদ্ধান্ত নেন শোভন৷ বন্ধুর সাহায্য নিয়ে কাগজের বাক্স দিয়ে তৈরি করেন স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন ৷ শোভন সাহায্য পান কলকাতার বেশ কয়েকজন ফিল্ম পরিচালক, কলেজ পড়ুয়া ও কর্মরত ব্যক্তিদের ৷
advertisement
advertisement
শোভন জানিয়েছেন, ‘আমার এক বন্ধুর হঠাৎই প্রয়োজন হয়ে পড়েছিল স্যানিটারি ন্যাপকিনের ৷ কিন্তু সেই সময় কী করে তাঁকে সাহায্য করব বুঝতে পারিনি ৷ সেই ঘটনা থেকেই মাথায় আসে, এই ধরণের পদক্ষেপ নেওয়ার ৷’
এখনও পর্যন্ত প্রায় ৩০০০ টাকা খরচ করে ফেলেছেন শোভন ১০টি টয়লেটে স্যানিটারি ন্যাপকিনের জোগান দিতে ৷ শোভন চান, তাঁর এ প্রকল্পে যেন এগিয়ে আসে সবাই ৷ মাত্র ১০০ টাকা করে অনুদান করলেই, হয়তো শুধু কলকাতার দক্ষিণে নয়, গোটা শহরেই ছড়িয়ে পড়বে শোভনের স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন !
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 15, 2018 4:33 PM IST