Kolkata news: সংস্কারের জের, সাত দিন বন্ধ থাকবে কলকাতার কাশী মিত্র শ্মশানের বৈদ্যুতিক চুল্লি
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Kolkata news: কাশী মিত্র শ্মশানে একটি কাঠের চুল্লি এবং একটি বৈদ্যুতিক চুল্লি রয়েছে। সংস্কারের কারণে এক সপ্তাহ বন্ধ রাখা হবে কাশী মিত্র শ্মশানের সেই বৈদ্যুতিক চুল্লি।
কলকাতা: কলকাতা পুরসভার অধীনে থাকা ৭টি শ্মশানের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বাগবাজারের কাশী মিত্র শ্মশান। নিমতলা মহাশ্মশানের কাছে অবস্থিত এই শ্মশানে একটি কাঠের চুল্লি এবং একটি বৈদ্যুতিক চুল্লি রয়েছে। সংস্কারের কারণে এক সপ্তাহ বন্ধ রাখা হবে কাশী মিত্র শ্মশানের সেই বৈদ্যুতিক চুল্লি।
১৬ই জুন রবিবার সকাল ৮টা থেকে ২৩ জুন রবিবার সকাল ৮ টা পর্যন্ত বন্ধ থাকবে কাশী মিত্র শ্মশানে বৈদ্যুতিক চুল্লির পরিষেবা। যদিও এই সময়ে কাঠের চুল্লির পরিষেবা স্বাভাবিক থাকবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য কাশী মিত্র শ্মশানে একটি বৈদ্যুতিক চুল্লি ও একটি কাঠের চুল্লি রয়েছে। নিমতলা শ্মশানের পার্শ্ববর্তী এই শ্মশান বেশ পুরনো।
advertisement
advertisement
দীর্ঘ দিন ধরে দাহ হওয়ার ফলে বৈদ্যুতিক চুল্লির সংস্কারের প্রয়োজন পড়েছে। তাই বৈদ্যুতিক চুল্লির মেরামতি- সহ একাধিক সংস্কারের কাজ করতে হবে তাই এক সপ্তাহ সম্পূর্ণ বন্ধ থাকবে কাশী মিত্র শ্মশানঘাট এর বৈদ্যুতিক চুল্লির পরিষেবা। যদিও এই সময়ে কলকাতা পুরসভার বাকি শ্মশানগুলিতে পরিষেবা স্বাভাবিক থাকবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 14, 2024 7:42 PM IST







