‘‘মোর্চা চাইলে ১০-১২ দিনের মধ্যে বৈঠক হবে’’.....পাহাড়ে শান্তির বার্তা মুখ্যমন্ত্রীর

Last Updated:

দিনের পর দিন পাহাড়ে উত্তেজনা বেড়েই চলায় উদ্বিগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

#দার্জিলিং: পাহাড়ে মোর্চার আন্দোলন গত কয়েকদিন বেশ ঝিমিয়ে পড়েছিল ৷ কিন্তু শনিবার এক জিএনএলএফ সমর্থকের মৃত্যুকে ঘিরে ফের অশান্ত হয়ে উঠল পাহাড় ৷  এই ঘটনার জেরে ফের হিংসার পথে ফিরল মোর্চাও ৷ সোনাদা থানায় আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি আগুন লাগানো হয়ে ট্রাফিক কিয়স্কেও ৷ ভাঙচুর করা হয় পুলিশের গাড়িও ৷
দিনের পর দিন পাহাড়ে উত্তেজনা বেড়েই চলায় উদ্বিগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷  এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে পাহাড়ের উদ্দেশ্যে শান্তির বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘মোর্চা চাইলে ১০-১২ দিনের মধ্যেই বৈঠক হবে ৷ অশান্তির পথ ছাড়লে তবেই আলোচনা ৷ আজকের সোনাদাকাণ্ডে তদন্ত হবে ৷ আইন মেনেই দোষীদের শাস্তি হবে ৷ বনধ প্রত্যাহার করুন ৷ পাহাড়ের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনুন ৷ স্কুল, কলেজ, দোকান-বাজার খুলতে দিন ৷ মোর্চা নেতারা খাবার জোগাড় করে নিচ্ছেন ৷ কিন্তু ভুগতে হচ্ছে পাহাড়ের আমজনতাকে ৷’’
advertisement
পাহাড়ে দিল্লির নেতাদের মদত আছে বলেও এদিন অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ বিজেপি-র প্ররোচনায় সীমান্তে উত্তেজনা ছড়াচ্ছে ৷ অশান্তিতে সরাসরি ইন্ধন বিজেপি-র ৷ অশান্তিতে বিদেশি শক্তির হাত আছে ৷ কেন্দ্রীয় সরকার অসহযোগিতা করছে ৷ ১ মাস ধরে অসহযোগিতা করছে কেন্দ্র ৷ ফেসবুকের নামে ‘ফেকবুক’ চলছে ৷ বাংলার সীমান্ত অশান্ত করার চেষ্টা চলছে ৷ অনেকবার চাওয়া সত্ত্বেও CRPF পাওয়া যায়নি ৷ সময়মতো CRPF পেলে অবস্থা সামলানো যেত ৷ দার্জিলিঙের ঘটনা পূর্ব পরিকল্পিত ৷ একাধিক কেন্দ্রীয় সংস্থা এতে নাক গলাচ্ছে ৷ প্রতিবাদ করলেই সিবিআই দিয়ে ভয় দেখানো হচ্ছে ৷ ’’
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘‘মোর্চা চাইলে ১০-১২ দিনের মধ্যে বৈঠক হবে’’.....পাহাড়ে শান্তির বার্তা মুখ্যমন্ত্রীর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement