তাপমাত্রার ওঠা-নামা, শরীর ঠিক আছে তো ?
Last Updated:
কখনও লাগছে গরম, কখনও ঠান্ডা ৷ ঘামছে শরীর ৷ গরম থেকে রেহাই পেতে জোরে ফ্যান, ঠান্ডা জল বা কোল্ড ড্রিংকস ! ব্যস, গলা ব্যথা-মাথা ব্যথা আবার কখনও বা জ্বর-জ্বর ভাব ৷ শরীর কাহিল ৷ ক্যালেন্ডারে শীতকাল, তবে শীত নেই ৷ আর এই সময়েই সবচেয়ে বেশি হয় শরীর খারাপ ৷ তাই সাবধান থাকাটা অত্যন্ত জরুরী ৷
#কলকাতা: কখনও লাগছে গরম, কখনও ঠান্ডা ৷ ঘামছে শরীর ৷ গরম থেকে রেহাই পেতে জোরে ফ্যান, ঠান্ডা জল বা কোল্ড ড্রিংকস ! ব্যস, গলা ব্যথা-মাথা ব্যথা আবার কখনও বা জ্বর-জ্বর ভাব ৷ শরীর কাহিল ৷ ক্যালেন্ডারে শীতকাল, তবে শীত নেই ৷ আর এই সময়েই সবচেয়ে বেশি হয় শরীর খারাপ ৷ তাই সাবধান থাকাটা অত্যন্ত জরুরী ৷ একটু সতর্ক থাকলেই, এড়িয়ে যেতে পারেন সিজন চেঞ্জের এই শরীর খারাপকে ৷ কীভাবে? পড়ে নিন নীচে--
১. যতই গরম লাগুক ৷ বাইরে থেকে ঘরে ঢুকে ফ্রিজের জল একদম নয় ৷ দরকার পড়লে, ঠান্ডা জলের সঙ্গে রুম টেম্পারেচার জল মিশিয়ে খেতে পারেন ৷
২. এই সময়টা ফ্যান বা এসি-কে এড়িয়েই চলুন ৷
advertisement
উষ্ণজলে স্নান করুন ৷
৩. গলা ব্যথা হলে দিনে বেশ কয়েকবার গরম জলে গার্গল করুন ৷ আদা কুচি করে কেটে নুন মিশিয়ে মুখে রাখতে পারেন ৷
advertisement
৪. বাইরে থেকে এসে এসি ঘরে চট করে ঢুকবেন না ৷
৫. কোল্ড ড্রিংক বা আইসক্রিম এড়িয়ে চলুন ৷
৬. জল খান প্রচুর ৷
৭. বেশি শরীর খারাপ হলে ডাক্তারের পরামর্শ নিন ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 04, 2016 11:44 AM IST