২০০০ অভিযোগ জমা পড়ল কমিশনে

Last Updated:

বেলা ৩ টে পর্যন্ত অবধি রেকর্ড অভিযোগ জমা পড়ল কমিশনে৷ অভিযোগ ছাড়াল ১২০০-এর কোটা ৷ নির্বাচনী নির্ঘণ্ট মেনে সোমবার সকাল থেকে রাজ্যে শুরু হয়েছে চতুর্থ দফার ভোট গ্রহণ ৷ কমিশনের কড়া নিরাপত্তা সত্ত্বে ভোট শুরুর আগে থেকেই বিভিন্ন জায়গা থেকে আসছে বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ ৷ ভোট গ্রহণ শুরু হওয়ার দুই ঘণ্টা পেরোতে না পেরোতেই নির্বাচন কমিশনের কাছে দুটি জেলা থেকে ২০০টিরও বেশি অভিযোগ জমা পড়ল ৷ শেষ পাওয়া খবরে ৩ টে পর্যন্ত অবধি ১২০০ অভিযোগ জমা পড়েছে কমিশনে ৷ নির্বাচন কমিশন সূত্রে খবর, হাওড়া জেলার থেকে উত্তর ২৪ পরগণা থেকে আসা অভিযোগের সংখ্যাই বেশি ৷

#কলকাতা: বেলা ৩ টে পর্যন্ত অবধি রেকর্ড অভিযোগ জমা পড়ল কমিশনে৷ অভিযোগ ছাড়াল ১২০০-এর কোটা ৷ নির্বাচনী নির্ঘণ্ট মেনে সোমবার সকাল থেকে রাজ্যে শুরু হয়েছে চতুর্থ দফার ভোট গ্রহণ ৷ কমিশনের কড়া নিরাপত্তা সত্ত্বে ভোট শুরুর আগে থেকেই বিভিন্ন জায়গা থেকে আসছে বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ ৷ ভোট গ্রহণ শুরু হওয়ার দুই ঘণ্টা পেরোতে না পেরোতেই নির্বাচন কমিশনের কাছে দুটি জেলা থেকে ২০০টিরও বেশি অভিযোগ জমা পড়ল ৷ শেষ পাওয়া খবরে ৩ টে পর্যন্ত অবধি ১২০০ অভিযোগ জমা পড়েছে কমিশনে ৷ নির্বাচন কমিশন সূত্রে খবর, হাওড়া জেলার থেকে উত্তর ২৪ পরগণা থেকে আসা অভিযোগের সংখ্যাই বেশি ৷
উল্লেখযোগ্যভাবে অন্যদিনের থেকে এদিন অনলাইনে বেশি অভিযোগ জমা পড়ছে ৷ নির্বাচন কমিশনে ফ্যাক্স এবং অনলাইনের মাধ্যমে অভিযোগ জমা পড়ে ৷
নির্বাচন কমিশন সূত্রে খবর, ভোটে অশান্তির অভিযোগে উত্তর ২৪ পরগনা থেকে গ্রেফতার করা হয়েছে ১৭ জনকে ৷ অন্যদিকে, বারাকপুরের সিপি নীরজ কুমার সিং জানিয়েছেন, অশান্তি ছড়ানোর অভিযোগে বারাকপুরে পুলিশ কমিশনারেট থেকে ১৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে ৷
advertisement
advertisement
২৫ এপ্রিল রাজ্যের দুটি জেলার ৪৯টি আসনে চলছে চতুর্থ দফার ভোট। ভোটগ্রহণ চলবে হাওড়ার ১৬টি এবং উত্তর চব্বিশ পরগনার ৩৩টি আসনে। দুই জেলায় মোট প্রার্থীর সংখ্যা ৩৪৫। এর মধ্যে মহিলা প্রার্থীর সংখ্যা ৪০। ভোটদাতা ১ কোটি ৮ লক্ষ ১৭ হাজার। চতুর্থ দফার ভোটযুদ্ধ নির্বিঘ্নে সম্পন্ন করতে জোরদার নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন।
advertisement
সোমবার দুটি জেলায় অমিত মিত্র, মদন মিত্র, অরুনাভ ঘোষ, অসীম দাশগুপ্ত, ব্রাত্যবসু, সন্তোষ পাঠক, নেপালদেব ভট্টাচার্য জ্যোতিপ্রিয় মল্লিকের মতো হেভিওয়েটের পাশাপাশি ভাগ্য নির্ধারণ হতে চলেছে রূপা গঙ্গোপাধ্যায়, বৈশালি ডালমিয়া, লক্ষ্মীরতন শুক্লার মতো সেলিব্রিটি প্রার্থীদেরও ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
২০০০ অভিযোগ জমা পড়ল কমিশনে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement