এই মুহূর্তের সেরা ১০টি খবর

Last Updated:

এই মুহূর্তের সেরা ১০টি খবর

১. শহরে বহাল  থাকবে অস্বস্তিকর গরম
সকাল থেকেই শহর জুড়ে আংশিক মেঘলা আকাশ ৷ তবে বহাল  থাকবেন অস্বস্তিকর গরম বলে জানিয়েছে আবহাওয়া দফতর ৷ দুপুরে দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা ৷ এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রির কাছাকাছি থাকবে ৷ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রির কাছাকাছি ৷
২. মুর্শিদাবাদে বোমা ফেটে জখম ২
advertisement
মুর্শিদাবাদে বোমা ফেটে আহত হয়েছে ২ জন ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ বরঞা থানার খরজুনা গ্রামের ঘটনা ৷ পুকুরে মাছ ধরার সময় বোমা ফাটে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বরঞা থানার পুলিশ ৷
advertisement
৩. মানিকতলায় ফ্ল্যাটে প্রৌঢ়ের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার
মানিকতলায় ফ্ল্যাটে প্রৌঢ়ের অগ্নিদগ্ধ দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ আগুন লাগার পরও চিৎকার করেননি প্রৌঢ় ৷ পাশের ঘরেই বসেছিলেন তাঁর স্ত্রী ৷ প্রতিবেশীরা চিৎকার করলেও তিনি ছিলেন নিরুত্তাপ ৷ স্বামীকে কেন বাঁচানর চেষ্টা করেননি স্ত্রী ৷ উঠছে সেই প্রশ্ন ৷
advertisement
৪. হ্যাটট্রিকেই জবাব মারাদোনাকে ! কোপায় শুরু মেসি ম্যাজিক
এলএম টেন ও বাকি দশ। এই আর্জেন্টিনাকে এভাবে বললেও হয়তো ভুল হয় না। পানামার বিরুদ্ধে পরিবর্ত হিসেবে মাঠে এসেই ঝড় তুললেন এলএম টেন। মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার জয় পাঁচ গোলে। কোপায় শুরু মেসি ম্যাজিক ! নায়কের প্রত্যাবর্তন হয়তো একেই বলে ৷ প্রত্যাবর্তেনই হ্যাটট্রিক এলএম টেনের। ৬১ মিনিটে মেসির আবির্ভাবেই যেন ইঙ্গিতটা পাওয়া গিয়েছিল। কিংবদন্তী মারাদোনার তাঁকে সমালোচনার যোগ্য জবাব মাঠে নেমেই দিলেন ফুটবলের রাজকুমার।
advertisement
৫. আগামী ৮ অগাস্ট অবসর নিচ্ছেন রিওতে ভারতের পতাকাবাহক অভিনব বিন্দ্রা
কেরিয়ারের শেষলগ্নে এসেও অভিনব বিন্দ্রার মুকুটে যুক্ত হল আরও একটি নতুন পালক। রিও-তে ভারতের পতাকাবাহক নির্বাচিত হয়েছেন অভিনব বিন্দ্রা। অলিম্পিকের উদ্বোধনী মার্চ পাস্টে দেশের পতাকা বইবেন অলিম্পিকে সোনাজয়ী এই শ্যুটার।রিওতে পতাকাবাহক হিসেবে শুক্রবার বিন্দ্রার নাম ঘোষণা করল ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ)। পাশাপাশি ভারতের অলিম্পিক সোনাজয়ী এই শ্যুটার নিজের অবসর ঘোষণার কাজটাও সেরে রাখলেন এদিন ৷ আগামী ৮ অগাস্ট তাঁর দীর্ঘ ২০ বছরের শ্যুটিং কেরিয়ার শেষ হচ্ছে বলে জানিয়েছেন অভিনব ৷
advertisement
৬. হরিয়ানায় রাজ্যসভায় আসন পেতে ভোট
হরিয়ানায় রাজ্যসভার ২টি আসনে  ভোট ৷ হরিয়ানা বিধানসভা চত্বরে হবে ভোটদান ৷ সকাল ৯টা থেকে ৪ টে পর্যন্ত চলবে নির্বাচন প্রক্রিয়া ৷ ভোটগণনা শুরু বিকেল ৫টা ৷আসনের জন্য লড়ছেন বিজেপির চৌধুরি বীরেন্দ্র সিং ৷ লড়ছেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী সুভাষ চন্দ্র ৷ অপর প্রার্থী INLD সমর্থিত নির্দল প্রার্থী আর.কে আনন্দ ৷
advertisement
৭. ৩৭ ঘণ্টা কেটে গেলেও খোঁজ নেই জুডিথ ডিসুজার
জুডিথের খোঁজ না মেলায় উদ্বিগ্ন তাঁর পরিবার ৷ বিপদের সময় সকলকে পাশে দাঁড়ানোর আবেদন ৷ আবেদন জুডিথের দাদা জেরম ডিসুজার ৷ ‘গোটা ঘটনার তদন্ত চলছে ৷ শীঘ্রই সমস্ত তথ্য জানান হবে, ’ ট্যুইটে জানালেন কাবুলে ভারতীয় হাইকমিশনারের ভারতীয় হাইকমিশনার মনপ্রীত ভোরা ৷
advertisement
৮. শ্যামনগরের গুরুদহে ফের বোমা উদ্ধার
শনিবার শ্যামনগরের গুরুদহে থেকে ৪টি তাজা বোমা উদ্ধার করল জগদ্দল থানার পুলিশ ৷ কয়েকদিন আগে একই এলাকায় বোমা উদ্ধার করে পুলিশ ৷
ফের বোমা উদ্ধারের ঘটনায় একালায় আতঙ্ক ৷
৯. মল্লিকবাজারে গুলিকাণ্ডে নয়া তথ্য
মল্লিকবাজারে গুলিকাণ্ডে পুলিশের হাতে উঠে এল নয়া তথ্য ৷ ৫ বছর আগে নুর মহম্মদের সঙ্গে বিবাদ ছিল এলাকারই দুই ব্যক্তির সঙ্গে ৷ নুর মহম্মদকে খুনের হমকিও দেয় তারা ৷ ওই দুই ব্যক্তির খোঁজে চলছে তল্লাশি ৷
১০. বেনিয়াপুকুরে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী
বেনিয়াপুকুরে বাড়ি থেকে ডেকে এনে প্রকাশ্য রাস্তায় গুলি করা হল তৃণমূল কর্মীকে ৷ গুলিবিদ্ধ বন্দরপট্টির বাসিন্দা মহঃ নূর ৷ নূরকে লক্ষ করে ৩ রাউন্ড গুলি চালানেো হয় ৷ মল্লিকবাজার ক্রসিংয়ের ঘটনা ৷ আশঙ্কাজনক অবস্থায় চিত্তরঞ্জনে ভর্তি করা হয় নূরকে ৷ ব্যবসায়িক শত্রুতা কিনা খতিয়ে দেখছে পুলিশ ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
এই মুহূর্তের সেরা ১০টি খবর
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement