এই মুহূর্তের সেরা দশটি খবর

Last Updated:

এই মুহূর্তের সেরা দশটি খবর

১) ফের পদক জেতার স্বপ্ন নিয়ে আশায় ভারত
ব্রিটিশ জুটি অ্যান্ডি মারে ও হেদার ওয়াটসনকে উড়িয়ে দুরন্ত জয় ছিনিয়ে নিলেন সানিয়া-বোপান্না জুটি ৷ একইসঙ্গে মিক্সড ডাবলসের সেমিফাইনালে প্রবেশ করলেন তাঁরা ৷ ভারতের জন্য পদক নিশ্চিত করতে পার করতে হবে আর একটা ধাপ ৷ শনিবার সেমিফাইনালে ভেনাস উইলিয়াম ও রাম রাজীব জুটির মুখোমুখি হবেন তাঁরা ৷ অন্যদিকে, রিও অলিম্পিকে বক্সিং রিংয়ে ভারতের আশা বিকাশ কিষাণ ৷ তুরস্কের ওন্দার সাইপালকে হারিয়ে ৭৫ কেজি মিডলওয়েটের শেষ আটে পৌঁছলেন বিকাশ ৷ বিস্তারিত...
advertisement
২) অসমে থানায় ঢুকে জঙ্গিদের গুলিবৃষ্টি, মৃত ১
advertisement
১২ ঘণ্টার মধ্যে দু’বার জঙ্গি হানায় আক্রান্ত হল অসম ৷ শুক্রবার রাতের পর শনিবার সকালে আবারও জঙ্গি হামলার ঘটনা ঘটল আসামে ৷ এদিন সকালে অসমের কার্বি আংলং থানায় হামলা চালাল জঙ্গিরা ৷ থানায় ঢুকে গুলিবৃষ্টি শুরু করে তারা ৷ শুক্রবার রাতেই অসমের তিনসুকিয়া জেলার ফিলোবাড়ি এলাকায় বাহবন গ্রামে হামলা চালায় জঙ্গিরা ৷ বিস্তারিত...
advertisement
৩) তারাতলায় নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে লরি, মৃত ১
নিবারের সকালে পথদুর্ঘটনার বলি হলেন এক পথচারী ৷ তারাতলা রোডের জি‍ঞ্জিরাবাজার। একটি দিকের রাস্তার বেহাল অবস্থা। নরম কাদায় বসা রাস্তা। শনিবার সকালে এখানে পিছনের চাকা বসে গিয়ে উল্টে যায় একটি কন্টেনারবাহী লরি। সাইকেলে করে যেতে গিয়ে লরিতে পিষে যান রামবচং সিং নামে বাহান্ন বছরের স্থানীয় এক ব্যাক্তি । হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃ্ত্যু হয় তাঁর। আহত হন কানাই বৈদ্য নামে আরও একজন। বিস্তারিত...
advertisement
৪) ফিরছেন মেসি
অবসর ভেঙে ফিরছেন লিওনেল মেসি ৷ দেশকে জার্সি গায়ে দিয়ে ফের মাঠে নামতে চান মেসি ৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, দেশকে ভালবেসেই নিজের অবসরের সিদ্ধান্ত ভেঙে মাঠে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ফুটবলের রাজপুত্র ৷
৫) শনিবার সকালে শহরে ছড়াল বোমাতঙ্ক
শনিবার সাত সকালে শহরে ছড়াল বোমাতঙ্ক ৷ ঘুম ভাঙা চোখের ক্লান্তি নিমেষে দূর হয়ে ভয় ছড়িয়ে পড়ল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বাড়ি সহ গোটা ওল্ড বালিগঞ্জ রোডে ৷ প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুরের বাড়ির সামনে পড়ে থাকা পরিত্যক্ত ব্যাগ ঘিরে আতঙ্ক ছড়ায় ৷ সঙ্গে সঙ্গে খবর যায় পুলিশে ৷ ঘটনাস্থলে পৌঁছায় বম্ব স্কোয়াড ৷ বিস্তারিত...
advertisement
৬) পার্ক স্ট্রিটে মহিলার মৃতদেহ উদ্ধার
শনিবার সকালে পার্ক স্টিটের মতো কলকাতার হাইপ্রোফাইল এলাকা থেকে উদ্ধার হল এক মহিলার মৃতদেহ ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অন্যত্র খুন করে ওখানে দেহ ফেলে যায় দুষ্কৃতীরা ৷ মৃতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে ৷
৭) দুর্গাপুরে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ঘেরাও
advertisement
দুর্গাপুরে গত ২৪ ঘণ্টা ধরে চলছে ঘেরাও ৷ উপস্থিতি-সহ একাধিক বিষয়ে নিয়মবিধি নিয়ে কর্তৃপক্ষের নোটিসের প্রতিবাদে প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল,রেজিস্ট্রারকে ঘেরাও করে রেখেছে পড়ুয়ারা ৷ নিয়ম না মানলে হস্টেল ছাড়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ ৷ নোটিস প্রত্যাহারের দাবিতে ঘেরাও অব্যাহত রয়েছে ৷
৮) সুকান্ত সেতুতে চলবে না বাস-ট্রাক
পোস্তার বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে সাবধানী কলকাতা ৷ সুকান্ত সেতুর ভগ্নদশা প্রশাসনের নজরে আসার পর তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হল ৷ শনিবার রাত থেকে মেরামতি ও সংস্কারের কাজ শুরু হচ্ছে দক্ষিণ কলকাতা থেকে বাইপাসগামী এই সেতুতে ৷ তার জন্য যান চলাচলে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে ৷ বিস্তারিত...
advertisement
৯) বড়বাজারে সোনা সহ ধৃত ১২ জন
বড়বাজারে প্রচুর পরিমাণ সোনা সহ পুলিশের জালে ধরা পড়লেন ১২ জন ৷ ধৃতদের কাছ থেকে ৬৫ কেজি সোনা উদ্ধার করা হয়েছে ৷ ধৃতদের মধ্যে কয়েকজন মায়ানমার ও মণিপুরের বাসিন্দা ৷ তাদের গ্রেফতার করল ডিরেক্টর অফ রেভিনিউ ইন্টালিজেন্স ৷
১০) হাওড়ার একটি কলেজে মিলল ডেঙ্গির লা‍র্ভা
লিলুয়ার অগ্রসেন কলেজে অভিযান চালাল পুরসভা ৷ কলেজ চত্বরে মিলল ডেঙ্গির লার্ভা ৷ হাওড়ায় ডেঙ্গিতে মৃত্যু হয় এক ছাত্রের ৷ মৃত পড়ুয়া অগ্রসেন কলেজের ছাত্র ছিলেন ৷ কলেজ কর্তৃপক্ষকে নোটিস দিয়ে জানিয়েছে পুরসভা ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
এই মুহূর্তের সেরা দশটি খবর
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement