সুর নরম কর্তাদের, মোহনবাগান মাঠে খেলতে রাজী টালিগঞ্জ

Last Updated:

সুর নরম টালিগঞ্জ অগ্রগামীর। প্রতিবাদ জানিয়ে টালিগঞ্জ কর্তারা মোহনবাগান ম্যাচ খেলতে চাইছেন।

#কলকাতা: সুর নরম টালিগঞ্জ অগ্রগামীর। প্রতিবাদ জানিয়ে টালিগঞ্জ কর্তারা মোহনবাগান ম্যাচ খেলতে চাইছেন। অন্যদিকে আইএসএলের ফুটবলার ছাড়াই ম্যাচ খেলবে মোহনবাগান।
প্রতিবাদ থাকছে। আইএফএ এমনকী, স্বরাস্ট্র মন্ত্রকে চিঠিও দেওয়া হচ্ছে। শেষপর্যন্ত অবশ্য মোহনবাগানের বিরুদ্ধে মাঠে নামতে তৈরি হচ্ছে টালিগঞ্জ। আইএফএর পক্ষ থেকেও পাল্টা চিঠি পাঠিয়ে টালিগঞ্জকে জানানো হয়েছে রিপ্লে ম্যাচের ভেন্যু বদল করা সম্ভব নয়।
অন্যদিকে আইএসএলের তিন ফুটবলারকে ছাড়াই টালিগঞ্জ ম্যাচ খেলতে হবে মোহনবাগানকে। প্রবীর দাস, রাজু গায়কোযাড় ও সঞ্জয় বালমুচু ফ্র্যাঞ্চাইজি শিবিরে যোগ দিতে গেছেন। কোচ শঙ্করলাল চক্রবর্তী আগের পরিত্যক্ত টালিগঞ্জ ম্যাচ থেকে শিক্ষা নিয়ে বেশ সতর্ক।
advertisement
advertisement
মোহনবাগান-টালিগঞ্জের রিপ্লে ম্যাচ নিয়ে এমনিতেই আগ্রহের শেষ নেই কলকাতা ময়দানে। বৃহস্পতিবার কল্যানীর মিনি ডার্বির পাশাপাশি মোহনবাগানের ম্যাচের দিকেও নজর থাকবে ময়দানের।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
সুর নরম কর্তাদের, মোহনবাগান মাঠে খেলতে রাজী টালিগঞ্জ
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement