আজকের কাগজের সেরা খবর
Last Updated:
প্রতিদিনের ব্যস্ততায় খবর কাগজ খুঁটিয়ে পড়া সম্ভব হয় না ৷ অনেক সময় গুরুত্বপূর্ণ খবর চোখ এড়িয়ে যায় ৷ তাছাড়া একাধিক কাগজও পড়ার মতো সময় কারোর হাতেই নেই ৷ তাই আসুন এক নজরে, একজায়গায় দেখে নিন কলকাতার বিভিন্ন কাগজের সেরা খবর গুলি ৷
প্রতিদিনের ব্যস্ততায় খবর কাগজ খুঁটিয়ে পড়া সম্ভব হয় না ৷ অনেক সময় গুরুত্বপূর্ণ খবর চোখ এড়িয়ে যায় ৷ তাছাড়া একাধিক কাগজও পড়ার মতো সময় কারোর হাতেই নেই ৷ তাই আসুন এক নজরে, একজায়গায় দেখে নিন কলকাতার বিভিন্ন কাগজের সেরা খবর গুলি ৷ মঙ্গবারের গুরুত্বপূর্ণ খবরগুলি হল-
করের স্বর্গে ঘাঁটি ৫০০ ভারতীয়ের, বলছে নথি
‘সুইস লিকস’-এর পরে ‘পানামা পেপারস’। এইচএসবিসি-র ফাঁস হওয়া তালিকায় খোঁজ পাওয়া গিয়েছিল ৫৬৯ জন ভারতীয়ের। পানামার আইনজীবী সংস্থা ‘মোজাক ফঁসেকা’-র তালিকায় এখনও পর্যন্ত ভারতীয়ের সংখ্যা ৫০০। ওই তালিকার তথ্য অনুযায়ী, অমিতাভ বচ্চন, ঐশ্বর্যা রাই বচ্চনের মতো অনেকেই করের নানা স্বর্গরাজ্যে বিদেশি সংস্থার পরিচালক ও শেয়ারহোল্ডার ছিলেন বা আছেন। এই ৫০০ জনের মধ্যে কেউ আইন ভেঙে বিদেশে লগ্নি করেছিলেন কিনা তা নিয়ে তদন্ত করতে নির্দেশ দিয়েছেন নরেন্দ্র মোদী।
advertisement
advertisement
বিক্ষিপ্ত গোলমাল, প্রথম দফায় তবু খুশি সব পক্ষ
নিশ্চিন্ত ও নির্বিঘ্ন ভোটের আশ্বাস দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার নসীম জৈদী। সোমবার রাজ্যের প্রথম দফার ভোট দেখল, কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের উপর কথা রেখেছেন জৈদী। এই পর্বের ভোট নিয়ে শাসক যেমন খুশি, তেমন বিরোধীরাও অন্তত বুঝিয়েদিয়েছেন যে তাঁরা অসন্তুষ্ট নন। বাংলার ভোটচিত্রে যা কিছুটা বিরলই!
advertisement
নিয়ম বাঁচিয়েই চাটাই পেতেছে শাসকের দলবল
ইচ্ছে থাকলে উপায় হয়। নিঃশব্দে এবং আইন বাঁচিয়েও শক্তি প্রদর্শন করা যায়। সোমবার দুপুর ১২টা নাগাদ বাঁকুড়ার মেলেড়া গ্রাম পঞ্চায়েতের বড়কলা গ্রামের বটতলায় তাই জনা কুড়ি-পঁচিশ যুবকের ভিড়। কারও বুকে ঘাসফুলের ব্যাজ, কেউ আবার ঘাসফুল ছাপ দেওয়া টি-শার্ট পরা। তাঁদের পাশেই পুলিশের টহলদার ভ্যান। খাকি উর্দিধারীরা খোশগল্প জুড়েছেন যুবকদের সঙ্গে। প্রচণ্ড গরমের মধ্যে ডিউটি দেওয়ার ফাঁকে বটের ছায়ায় একটু জিরিয়ে নেওয়া।
advertisement
ভূত কম, তাই ভোট কম
জল কমলো ঠিকই। কিন্তু দুধ এখনও ট্যালট্যালে। মুখে দেওয়ার দরকার নেই। দেখেই বোঝা যাচ্ছে পানসে। ঘন করতে গেলে আরও জ্বাল দিতে হবে উনুনে।
সোমবার প্রথম দফার ভোট হল জঙ্গলমহলে। দেখা গেল গেরস্তকে সামান্য স্বস্তি দিয়ে দুধে জল কম। কতটা? খুব বেশি নয়, গড়পড়তা জল কমেছে দুই থেকে আড়াই শতাংশ। তিন জেলার যে আঠারোটি আসনে সোমবার ভোট হল, ২০১৪-র লোকসভা নির্বাচনে সেখানে সর্বত্রই ভোট পড়েছিল প্রায় নব্বই শতাংশ। দূর থেকে মনে হয়েছিল বাব্বা এত দুধ! কিন্তু কাছে যেতেই মালুম হয়েছিল, ধুর দুধ কোথায়? জলই বেশি। সুযোগ সুবিধামতো জায়গায় জায়গায় বালতি বালতি জল মেশানো হয়েছে। আজ দেখা গেল, সেই দুধ উনুনে চড়াতেই জল কমতে শুরু করেছে। সব জায়গায় সমান নয়। মেদিনীপুরে জল সাড়ে ৬ শতাংশ কমেছে, তো শালবনিতে চার শতাংশ। আবার বাঁকুড়ার তালড্যাংরা, রানিবাঁধ বা পুরুলিয়ার বান্দোয়ান,বলরামপুরে জল কমার হার তুলনায় কম। টেনেটুনে এক শতাংশ।
advertisement
উৎসবের মেজাজে ভোট জঙ্গলমহলে
রীতিমতো উৎসবের মেজাজেই সোমবার জঙ্গলমহলে ভোট হল। গরম উপেক্ষা করে সকাল থেকেই বুথে বুথে ছিল ভোটারদের লম্বা লাইন। ছোটখাটো বিক্ষিপ্ত দু’একটি ঘটনা ছাড়া ভোট হয়েছে শান্তিপূর্ণ। এবার মাওবাদীদের ভোট বয়কটের হুমকি ছিল না। মাওবাদী আতঙ্ক না থাকায় জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রামের ভোটাররাও লাইনে দাঁড়িয়ে ঢেলে ভোট দেন। এদিন কর্তব্যে গাফিলতির অভিযোগে দু’জন প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হয়। পশ্চিম মেদিনীপুর জেলায় ছ’টি বিধানসভা কেন্দ্রের ভোটে বেশ কিছু অভিযোগ হেল্প লাইন নম্বর এবং ‘সমাধান অ্যাপ’ এর মাধ্যমে জমা পড়ে। জেলা প্রশাসনের দাবি, অধিকাংশ অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হয়েছে। পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক জগদীশপ্রসাদ মিনা বলেন, পুরোপুরি শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে।
advertisement
প্রথম দফায় ভোট পড়ল ৮২ শতাংশ
বুথে বুথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবে। কোনও গোলমাল হবে না। মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জাইদির এই আশ্বাস সোমবার প্রথম দফার ভোটে অনেকটাই বাস্তবয়িত হলেও কিছু জায়গায় কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে অভিযোগ উঠল। দিল্লির নির্বাচন সদন থেকে প্রতি মুহূর্তে সজাগ দৃষ্টি রাখা হয়েছিল। মুখ্য নির্বাচন কমিশনার নিজেও ফোন করে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছ থেকে ভোটের পরিস্থিতি জানতে চাইলেন। প্রতি দু’ঘণ্টায় সংবাদমাধ্যমে দেখানো বিভিন্ন ঘটনার অ্যাকশন টেকেন রিপোর্ট দিল্লিতে পাঠানোর নির্দেশও দিলেন। দিল্লিতে নির্বাচন কমিশনের ডেপুটি কমিশনার বললেন, মোটের উপর শান্তিপূর্ণ ভোট হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, ভোটে বড় কোনও গোলমাল হয়নি। ছোটখাট ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভোট হয়েছে। বুথ দখলের ঘটনা ঘটেনি। গড়ে ভোট পড়েছে ৮২ শতাংশ।
advertisement
অসমে ভোটারদের বিপুল উৎসাহ, লম্বা লাইন ভোটকেন্দ্রে, ভোটের হার ৭৮.০৬ শতাংশ
উৎসবের মেজাজেই অসমে সম্পন্ন হল বিধানসভার প্রথম দফার ভোট। প্রথম পর্বে নির্বাচন হল ৬৫টি আসনে। বাকি ৬১টি বিধানসভা আসনে ভোট হবে ১১ এপ্রিল। ভোটের হার ৭৮.০৬ শতাংশ। সোমবার যাঁদের ভাগ্য নির্ধারণ হল, তাঁদের মধ্যে অন্যতম অসমের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ, বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী সর্বানন্দ সোনওয়াল, বিজেপির জোটসঙ্গী অসম গণ পরিষদের (এজিপি) কার্যকরী সভাপতি অতুল বোরা প্রমুখ। রংবেরংয়ের ব্যানার, ফেস্টুন, বেলুনে সুসজ্জিত বুথের সামনে ছিল উৎসাহী ভোটারদের লম্বা লাইন। এই প্রথম প্রতিটি বুথে সকাল থেকেই মহিলা ভোটারদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো।
গনির আবেগ উসকে মালদহের সভায় ভোট চাইলেন মমতা
অভিজিৎ চৌধুরি, সুজাপুর, সুকান্ত গঙ্গোপাধ্যায়, চাঁচল ও নীহার বিশ্বাস, ভূতনি, বিএনএ: প্রয়াত গনিখান চৌধুরির আবেগকে উসকে দিয়েই সোমবার মালদহে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের প্রার্থীদের জন্য ভোট চাইলেন। একইসঙ্গে কংগ্রেস-সিপিএমকে ‘কংরেড’ আখ্যা দিয়ে জোটের সমালোচনা করতেও সেই আদি অকৃত্রিম গনিখানকেই তিনি হাতিয়ার করলেন।
গনির প্রশস্তি গেয়ে মালদহ জয়ে মরিয়া মমতা
তৃণমূল গঠনের পরেও আবু আতাউল বরকত গনি খান চৌধুরীর স্নেহ থেকে বঞ্চিত হননি মমতা ৷২০০১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে জোটকেই সময়ের প্রয়োজন মনে করে মমতাকে আর্শীবাদ করেছিলেন ৷ মালদহ সফরে সেই ইতিহাসকেই হাতিয়ার করলেন মুখ্যমন্ত্রী ৷
একজন স্বামীকে হারিয়েছেন ছ’বছর আগে ৷ অন্যজনের স্বামী যাবজ্জীবন সাজা খাটছেন ৷ দু’জনেই চেয়েছিলেন, তাঁদের স্বামীরা বিচার পান ৷ রাজ্য সরকার বদলেছে পাঁচ বছর আগে ৷ সেই সরকারের কাছেও আশা রেখেছিলেন দু’জনেই ৷ কিন্তু কেউ কথা রাখেনি ৷
অভিযোগ বিক্ষিপ্ত, দিনভর চুপচাপ ভোট জঙ্গলমহলে
সকাল ৭টা বেজে তিন মিনিট ৷ ঝাড়গ্রাম শহরের আধিবাসী লোকরঞ্জন শাখার বুথে সদ্য ভোটগ্রহণ শুরু হয়েছে ৷ রোদ এড়াতে সকাল সকালই বুথের সামনে লম্বা লাইন ৷
পার্টির খরচ তুলতে দেদার দেহ বিক্রিতে মেডিক্যাল ছাত্রীরা
মা বাবা টাকা পাঠান ৷ কিন্তু তা তো শুধু পড়াশোনার জন্য ৷ রাতে দেদার পার্টি, মদের টাকা জোগাড় করতে তাই দেহ ব্যবসা ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 05, 2016 11:20 AM IST