আজকের খবরের কাগজের সেরা খবর
Last Updated:
প্রতিদিনের ব্যস্ততায় খবর কাগজ খুঁটিয়ে পড়া সম্ভব হয় না ৷ অনেক সময় গুরুত্বপূর্ণ খবর চোখ এড়িয়ে যায় ৷ তাছাড়া একাধিক কাগজও পড়ার মতো সময় কারোর হাতেই নেই ৷ তাই আসুন এক নজরে, একজায়গায় দেখে নিন কলকাতার বিভিন্ন কাগজের সেরা খবর গুলি ৷
প্রতিদিনের ব্যস্ততায় খবর কাগজ খুঁটিয়ে পড়া সম্ভব হয় না ৷ অনেক সময় গুরুত্বপূর্ণ খবর চোখ এড়িয়ে যায় ৷ তাছাড়া একাধিক কাগজও পড়ার মতো সময় কারোর হাতেই নেই ৷ তাই আসুন এক নজরে, একজায়গায় দেখে নিন কলকাতার বিভিন্ন কাগজের সেরা খবর গুলি ৷ বৃহস্পতিবারের গুরুত্বপূর্ণ খবরগুলি হল-
গণপিটুনির নায়কের খোঁজে হামলা গ্রামে
advertisement
কোথায় তাপস মল্লিক, খুঁজছে গুমকি গ্রাম। তৃণমূল নেতা তাপসকে হাতের সামনে না পেয়ে তার গ্রামে ঢুকে বুধবার দুপুরে তাণ্ডব চালায় জনা চল্লিশ যুবকের একটি দল। ম্যাটাডর ভাড়া করে হাতে লাঠিসোঁটা নিয়ে হইহই করে তারা ঢুকে পড়ে পশ্চিমপাড়া গ্রামে। সেখানেই বন্দর এলাকায় তোলাবাজির টাকায় বিশাল প্রাসাদ হাঁকিয়েছে তাপস, অভিযোগ এমনটাই। একের পর এক পাঁচ-ছ’টি বাড়িতে ভাঙচুর করে জনতা। একটি খড়ের গাদায় আগুন ধরিয়ে দেওয়া হয়। মঙ্গলবার রাত থেকেই গোটা পশ্চিমপাড়া এলাকা কার্যত পুরুষশূন্য। ফলে কোনও প্রতিরোধই ছিল না। বেলাগাম যুবকের দল এক রকম বিনা বাধায় তাণ্ডব চালায়। তবে তাপসের বাড়ি পৌঁছনোর আগেই খবর পেয়ে ডায়মন্ড হারবার থানার পুলিশ গিয়ে উত্তেজিত জনতাকে সামলায়। ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয় বিকাশ মিস্ত্রি এবং অজিত বণিককে। যে গাড়িতে চড়ে গুমকি গ্রাম থেকে এসেছিল যুবকেরা, সেই গাড়িটি চালাচ্ছিল বিকাশ।
advertisement
বন্দরের প্রণামি গুনেই তাপসের এই বাড়বাড়ন্ত
হাত পাকিয়েছিল সাইকেল চুরি দিয়ে। তাপসের তখন নবম শ্রেণি। ১৯৮৬ সালে সেই অভিযোগের পরে আর স্কুলমুখোই হয়নি ছেলেটি। উঠতি বয়সের ছেলের মতিগতি দেখে সামান্য নিরাপত্তারক্ষী বাবার দুশ্চিন্তার সেই শুরু। তিরিশ বছর পরে সেই ছেলের এখন নীল রঙের তিনমহলা বিশাল প্রাসাদ দেখে হাঁ হয়ে যায় গাঁয়ের মানুষ। গোটা তল্লাটে অমন পেল্লায় চেহারার বাড়ি আর চোখে পড়ে না। তাপসের সেই প্রাসাদের গাড়িশালে শোভা পায় সাদা রঙের ইন্ডিকা, কালো মোটর বাইক। বাইক চললে পতপত করে ওড়ে সামনে লাগানো তৃণমূলের পতাকা। গাড়ির সামনে রাখা থাকে তৃণমূলের বিভিন্ন সম্মেলনে যোগ দিয়ে পাওয়া স্বেচ্ছাসেবকের ‘ব্যাজ’। দাপট দেখে চাপে থাকেন পুলিশকর্মীরাও। মোষ-চুরির অপবাদ দিয়ে কলেজছাত্রকে পিটিয়ে খুনের ঘটনায় মূল অভিযুক্ত হওয়া সত্ত্বেও যে কারণে এখনও অধরাই থেকে যায় তৃণমূল নেতা তাপস মল্লিক। হরিণডাঙা পঞ্চায়েতের তৃণমূল সদস্য তাপস এখন এলাকার মুকুটহীন রাজা। অভিযোগ, ডায়মন্ড হারবার বন্দরে ঠিকাকর্মী সরবরাহ থেকে শুরু করে এলাকার তোলাবাজির কলকাঠি তারই হাতে।
advertisement
শিরদাঁড়া নুইয়ে ছুটিতেই গেল শিক্ষা
লালবাজার পেরেছে। বিকাশ ভবন পারল না। উল্টে উঁচুতলার মর্জিতে ঘাড় নেড়ে সরকারি অফিস বা আদালতের মতো ছুটির হাওয়াই বইয়ে দিল স্কুলে–স্কুলে। ঠিক হচ্ছে না বুঝেও। এবং এই বাজারে এ-ও যেন উলটপুরাণ! সম্প্রতি কলকাতা পুলিশ শিরদাঁড়া খাড়া করে ভোটের সন্ত্রাসে লাগাম টেনেছে, যাতে স্বস্তির মুখ দেখেছেন ভোটাররা। তার জন্য পুলিশকর্তাদের অনেককে মুখ্যমন্ত্রীর রোষে পড়তে হলেও লালবাজার পিছিয়ে আসেনি। বিধাননগর-সহ রাজ্যের আরও অনেক জায়গায় নানা পুলিশকর্তার এমন ঋজু মেরুদণ্ড দেখা গিয়েছে। স্কুলশিক্ষা-কর্তারা কিন্তু গুটিয়েই রইলেন। পাছে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী রুষ্ট হন, সেই ভয়ে স্কুলের অনাবশ্যক অবকাশে তাঁরা দাঁড়ি টানতে পারলেন না। পঠনপাঠন শিকেয় তুলে স্কুলগুলো এক মাসের ‘প্রাক্ গ্রীষ্ম’ ছুটিতে মজে রইল।
advertisement
সামনেই বিয়ে, জেনে নিন শ্রাবন্তীর বিয়ের ১০ তথ্য
আবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টলিউড অভিনেত্রী। ডিভোর্সের পর বেশ কিছু দিন কঠিন সময় কাটিয়ে আবার আনন্দের অধ্যায় শুরু হতে চলেছে তাঁর জীবনে। বিয়ে নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করার পাশাপাশি বিয়ের সব আপডেটও দিয়ে চলেছেন হাসিমুখে। যদিও বিয়ের দিন ক্ষণ এখনও ঠিক হয়নি। তবে এই মাসেই সব পাকা করে ফেলতে চান বলে জানিয়েছেন অভিনেত্রী। জেনে নিন শ্রাবন্তীর বিয়ে নিয়ে ১০ তথ্য।
advertisement
ছাত্র খুনের জেরে বাড়ি ভাঙচুর, আগুন, উত্তাল ডায়মন্ডহারবার
ডায়মন্ডহারবারের বাহাদেবপুরের পশ্চিমপাড়ায় ছাত্রকে পিটিয়ে খুনের জেরে বুধবার উত্তাল হয়ে উঠল গোটা এলাকা। এদিন দুপুরে ছাত্রের মৃতদেহ গ্রামে ঢোকার পর দু’টি গাড়ি করে প্রচুর লোক সেখানে যায়। মারমুখী ওইসব লোকজনের হাতে বাঁশ, লাঠি এবং রড ছিল। অভিযোগ, সেই সময় সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায় ওই জায়গায় ছিলেন। গ্রামে ঢুকেই মারমুখী জনতা তৃণমূল পঞ্চায়েত সদস্য তাপস মল্লিককে খুঁজতে থাকে। প্রথমে তার বাড়ি যায়। বাড়ি বাইরে থেকে তালাবন্ধ থাকায় আরও খেপে যায় তারা। জানালায় বাঁশ দিয়ে মারতে থাকে। রাগে ফুঁসতে ফুঁসতে তারা পাশের একটি বাড়ি ও খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয়। এরপর ভাঙচুর চালায় আরও ১০ থেকে ১২টি বাড়িতে। জানালা ও দরজা ভেঙে ভিতরে ঢুকে জিনিসপত্র নষ্ট করে বাইরে টেনে ফেলে দেয়।
advertisement
৯০ শতাংশের বেশি ভোট ৬ কেন্দ্রে, রিপোর্ট কমিশনে
কোথাও ৯০ শতাংশের বেশি ভোট পড়লে বিশেষভাবে খতিয়ে দেখে নির্বাচন কমিশন। এবারের বিধানসভা ভোটে ছ’টি বিধানসভা কেন্দ্রে ৯০ শতাংশের বেশি ভোট পড়েছে। সেইসব কেন্দ্রকে বিশেষভাবে খতিয়ে দেখা তো হচ্ছেই, নজিরবিহীনভাবে রাজ্যের ৭৭ হাজার ২৪৬টি বুথের ভিডিওগ্রাফিসহ সব রিপোর্ট নিয়ে প্রত্যেক জেলা থেকে অফিসাররা দিল্লি গিয়েছেন। সেখানে নির্বাচন সদনে সিডি দেখে পুনরায় নির্বাচনের সিদ্ধান্ত নেবেন কমিশনের কর্তারা।
advertisement
যাদবপুর: রাজ্যপালকে রীতি ভেঙে আক্রমণ বাম শিক্ষক সংগঠনের
যাদবপুরকাণ্ড নিয়ে রাজ্যপালের মন্তব্যের তীব্র সমালোচনা করল বামপন্থী অধ্যাপকদের সংগঠন জুটা। নজিরবিহীনভাবে রাজ্যপাল তথা আচার্যের বক্তব্যের সমালোচনা করা হয়েছে। বলা হয়েছে, রাজ্যপাল বিশ্ববিদ্যালয়কে বিশৃঙ্খলার আখড়া হিসাবে চিহ্নিত করায় যাদবপুরের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। গবেষণা বা পড়াশুনার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের মান যথেষ্ট ভালো। অথচ তা নিয়ে তিনি কোনও মন্তব্য করেননি।
কল ড্রপে ক্ষতিপূরণ নয়, সুপ্রিম কোর্টের রায়ে স্বস্তিতে মোবাইল সংস্থাগুলি
কল ড্রপে কোনও ক্ষতিপূরণ দিতে হবে না মোবাইল সংস্থাগুলিকে। টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাইয়ের নির্দেশিকা খারিজ করে এমনই রায় দিল দেশের সর্বোচ্চ আদালত। এদিন বিচারপতি ক্যুরিয়েন যোসেফ ও বিচারপতি আর এফ নরিম্যানের বেঞ্চ জানায়, ট্রাইয়ের নিয়ম বিধিবিরুদ্ধ, খামখেয়ালি, অযৌক্তিক ও অস্বচ্ছ। তাই এই বিধিকে বাতিল করা হল। সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে স্বস্তিতে বিভিন্ন টেলিকম অপারেটররা।
মেডিকেল জয়েন্ট নিয়ে দোটানায় রাজ্য-জয়েন্ট বোর্ড, ফুঁসছেন পরীক্ষার্থীরা
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী রাজ্য মেডিকেল জয়েন্টের বাকি আর মাত্র পাঁচ দিন। ১৭ মে। কিন্তু রাজ্য স্বাস্থ্য দপ্তর ও জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের সিদ্ধান্তহীনতার জন্য এখনও পর্যন্ত রাজ্য সরকার জানালই না, রাজ্যের ৭৫-৮০ হাজার পরীক্ষার্থীর ভবিষ্যৎ কী? রাজ্য জয়েন্ট কি হবে, নাকি হবে না? না হলে রাজ্যও কি ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট)-এর দ্বিতীয় পর্বে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নেবে? কোনটা? চরম দুশ্চিন্তায় থাকা পরীক্ষার্থী ও বাড়ির লোকজন পুরোপুরি বিভ্রান্ত।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 12, 2016 9:55 AM IST