#কলকাতা: ভর্তিতে অনিয়মের অভিযোগ নিয়ে শিক্ষামন্ত্রীর মন্তব্যে বিতর্ক । ময়দানে নেমে দালালচক্রের অভিযোগ ওড়াল সুরেন্দ্রনাথ কলেজ কর্তৃপক্ষ। ভর্তিতে কোনও বেনিয়ম হয়নি বলেই কলেজ অধ্যক্ষের দাবি । সরকারি নির্দেশিকা মেনেই অনলাইনে ছাত্র-ছাত্রীদের ভর্তি নেওয়া হয়েছে বলেও তাঁর দাবি। সুরেন্দ্রনাথ, বঙ্গবাসীতে ভর্তি নিয়ে দুর্নীতির অভিযোগ করেন পার্থ চট্টোপাধ্যায়।
সুরেন্দ্রনাথ, বঙ্গবাসী-সহ একাধিক কলেজে অর্থের বিনিময়ে ভর্তি চলছে। এই অভিযোগ পেয়ে দুই কলেজের জি এস-কে ডেকে পাঠান শিক্ষামন্ত্রী। অনলাইনে ভর্তির পরেও কেন দুর্নীতির অভিযোগ উঠছে ? জানতে চান পার্থ চট্টোপাধ্যায়। দুই কলেজের ছাত্র সংসদ প্রতিনিধিকে এনিয়ে ধমকও দেন তিনি। শিক্ষামন্ত্রীর মন্তব্যেই শুরু হয় বিতর্ক। তাতে ঘোর আপত্তি জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিয়েছেন কলেজের অধ্যক্ষ।
একই সুর কলেজের সাধারণ সম্পাদকের গলাতেও। কলেজ কর্তৃপক্ষের দাবিতে সিলমোহর দিয়েছেন শিক্ষামন্ত্রীও। কয়েকদিন আগে সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তির নামে টাকা নেওয়ার অভিযোগে গ্রেফতার হয় দু’জন। ঘটনায় প্রাক্তনী সংসদের জিএস-কে তলব করেছে কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bribe, College Admission, Surendranath College, সুরেন্দ্রনাথ কলেজ