অপ্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদেরও ন্যায্য সুযোগ দেবে SSC-এর নয়া বিধি
Last Updated:
এই বছর অর্থাৎ ২০১৫-১৬ বর্ষেই শেষবার শিক্ষক নিয়োগে সুযোগ পাচ্ছেন অপ্রশিক্ষণপ্রাপ্ত পরীক্ষার্থীরা ৷ উচ্চপ্রাথমিক টেটে সফল অপ্রশিক্ষিত ও প্রশিক্ষিত উভয় পরীক্ষার্থীরাই এবারে শিক্ষকপদে আবেদনের সুযোগ পাবেন ৷
#কলকাতা: এই বছর অর্থাৎ ২০১৫-১৬ বর্ষেই শেষবার শিক্ষক নিয়োগে সুযোগ পাচ্ছেন অপ্রশিক্ষণপ্রাপ্ত পরীক্ষার্থীরা ৷ উচ্চপ্রাথমিক টেটে সফল অপ্রশিক্ষিত ও প্রশিক্ষিত উভয় পরীক্ষার্থীরাই এবারে শিক্ষকপদে আবেদনের সুযোগ পাবেন ৷ মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের নতুন নিয়ম অনুসারে পরের বছর থেকে শুধুমাত্র প্রশিক্ষণপ্রাপ্তরাই শিক্ষকপদে আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবে ৷
এবছর থেকে শিক্ষক নিয়োগে নয়া বিধি চালু করেছে স্কুল শিক্ষা দফতর ৷ সেই অনুযায়ী নম্বর বিভাজনে এসেছে পরিবর্তন ৷ স্কুল সার্ভিস কমিশনের উচ্চপদস্থ আধিকারিকরা জানিয়েছেন, সরকারিভাবে প্রশিক্ষিতদের পাশাপাশি অপ্রশিক্ষণপ্রাপ্ত পরীক্ষার্থীদের ন্যায্য সুযোগ দিতে প্রশিক্ষণের উপর বরাদ্দ ২০ নম্বর কমিয়ে ১০ করা হয়েছে ৷ এতে অপ্রশিক্ষণপ্রাপ্ত যোগ্য প্রার্থীরা প্রশিক্ষিত প্রার্থীদের থেকে খুব বেশ পিছিয়ে পড়বেন না ৷
advertisement
শুধু এতেই নয়, এসএসসি-র নয়া বিধি অনুসারে বেশ অনেকগুলি বিভাগেই বদলেছে নম্বরের বিভাজন ৷ চুড়ান্ত পর্বের মোট ১০০ নম্বরের মধ্যে ৪০ নম্বর রয়েছে টেট পরীক্ষার উপর ৷ আগে টেটের উপর ২০ নম্বর বরাদ্দ ছিল ৷ একইসঙ্গে তাৎপর্যপূর্ণ ভাবে পার্সোনালিটি টেস্টের ২০ নম্বর কমিয়ে ১০ করে দেওয়া হয়েছে ৷
advertisement
ইন্টারভিউয়ের বিবরণ
advertisement
টেটের নম্বর ৪০
ইন্টারভিউ ১০
মাধ্যমিক ১০
উচ্চ-মাধ্যমিক ১০
স্নাতক- ২০
স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে, আপার প্রাইমারিতে মোট ১৪,০৮৮ টি শূন্যপদ রয়েছে ৷ শুক্রবার অর্থাৎ ২৩ সেপ্টেম্বর উচ্চপ্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন ৷ কমিশনের সরকারি ওয়েবসাইটে এদিন থেকেই আবেদন করতে পারবেন টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা ৷ আবেদন করার জন্য লগ ইন করুন http://www.westbengalssc.com
advertisement
বহুদিন ধরে আইনি ফাঁসে আটকে ছিল উচ্চ প্রাথমিকের টেটের ফল ৷ ১৪ সেপ্টেম্বর আদালতের রায়দানের একঘণ্টার মধ্যেই নজিরবিহীন ভাবে উচ্চ প্রাথমিকে টেটের ফল প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন ৷ স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হয় কলকাতা আপার প্রাইমারির টেটের ফল ৷ http://www.westbengalssc.com ওয়েবসাইটে ৫ লক্ষ ৪৩ হাজার পরীক্ষার্থীর রেজাল্ট আপলোড করা হয় ৷
advertisement
রাজ্যের স্কুলগুলিতে শিক্ষক সঙ্কট তীব্র ৷ অবসরের বয়স এসে যাওয়ায় অবসর নিতে বাধ্য হচ্ছেন বহু শিক্ষক ৷ বিষয়াভিজ্ঞ শিক্ষকের পদ শূন্য ৷ অন্য বিষয়ের শিক্ষক-শিক্ষিকাকে নিতে হচ্ছে একাধিক বিষয়ের ক্লাস ৷ ইতিহাস শিক্ষকের শূন্যতা পূরণ করতে ইতিহাস ক্লাস নিচ্ছেন বাংলার শিক্ষিকা ৷ কখনও কখনও অঙ্কের শিক্ষিকাকে ভূগোল পড়ানোর দায়িত্ব নিতে হচ্ছে ৷ রাজ্যের বেশিরভাগ স্কুলে চিত্রটা এমনই ৷ নিয়োগ আইনি জালে অবস্থা সামাল দিতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের আরও ৬ মাসের জন্য নতুন করে নিয়োগ করার কথা ভাবছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ কিন্তু ১৪ সেপ্টেম্বর আদালত টেটের ফলপ্রকাশের উপর থেকে স্থগিতাদেশ তুলে নিলে আশা জাগে উচ্চ প্রাথমিক শিক্ষকপদে আবেদনকারীদের মনে ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
September 23, 2016 2:16 PM IST