অপ্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদেরও ন্যায্য সুযোগ দেবে SSC-এর নয়া বিধি

Last Updated:

এই বছর অর্থাৎ ২০১৫-১৬ বর্ষেই শেষবার শিক্ষক নিয়োগে সুযোগ পাচ্ছেন অপ্রশিক্ষণপ্রাপ্ত পরীক্ষার্থীরা ৷ উচ্চপ্রাথমিক টেটে সফল অপ্রশিক্ষিত ও প্রশিক্ষিত উভয় পরীক্ষার্থীরাই এবারে শিক্ষকপদে আবেদনের সুযোগ পাবেন ৷

#কলকাতা: এই বছর অর্থাৎ ২০১৫-১৬ বর্ষেই শেষবার শিক্ষক নিয়োগে সুযোগ পাচ্ছেন অপ্রশিক্ষণপ্রাপ্ত পরীক্ষার্থীরা ৷ উচ্চপ্রাথমিক টেটে সফল অপ্রশিক্ষিত ও প্রশিক্ষিত উভয় পরীক্ষার্থীরাই এবারে শিক্ষকপদে আবেদনের সুযোগ পাবেন ৷ মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের নতুন নিয়ম অনুসারে পরের বছর থেকে শুধুমাত্র প্রশিক্ষণপ্রাপ্তরাই শিক্ষকপদে আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবে ৷
এবছর থেকে শিক্ষক নিয়োগে নয়া বিধি চালু করেছে স্কুল শিক্ষা দফতর ৷ সেই অনুযায়ী নম্বর বিভাজনে এসেছে পরিবর্তন ৷ স্কুল সার্ভিস কমিশনের উচ্চপদস্থ আধিকারিকরা জানিয়েছেন, সরকারিভাবে প্রশিক্ষিতদের পাশাপাশি অপ্রশিক্ষণপ্রাপ্ত পরীক্ষার্থীদের ন্যায্য সুযোগ দিতে প্রশিক্ষণের উপর বরাদ্দ ২০ নম্বর কমিয়ে ১০ করা হয়েছে ৷ এতে অপ্রশিক্ষণপ্রাপ্ত যোগ্য প্রার্থীরা প্রশিক্ষিত প্রার্থীদের থেকে খুব বেশ পিছিয়ে পড়বেন না ৷
advertisement
শুধু এতেই নয়, এসএসসি-র নয়া বিধি অনুসারে বেশ অনেকগুলি বিভাগেই বদলেছে নম্বরের বিভাজন ৷ চুড়ান্ত পর্বের মোট ১০০ নম্বরের মধ্যে ৪০ নম্বর রয়েছে টেট পরীক্ষার উপর ৷ আগে টেটের উপর ২০ নম্বর বরাদ্দ ছিল ৷ একইসঙ্গে তাৎপর্যপূর্ণ ভাবে পার্সোনালিটি টেস্টের ২০ নম্বর কমিয়ে ১০ করে দেওয়া হয়েছে ৷
advertisement
ইন্টারভিউয়ের বিবরণ
advertisement
টেটের নম্বর ৪০
ইন্টারভিউ ১০
মাধ্যমিক ১০
উচ্চ-মাধ্যমিক ১০
স্নাতক- ২০
স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে, আপার প্রাইমারিতে মোট ১৪,০৮৮ টি শূন্যপদ রয়েছে ৷ শুক্রবার অর্থাৎ ২৩ সেপ্টেম্বর উচ্চপ্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন ৷ কমিশনের সরকারি ওয়েবসাইটে এদিন থেকেই আবেদন করতে পারবেন টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা ৷ আবেদন করার জন্য লগ ইন করুন http://www.westbengalssc.com
advertisement
বহুদিন ধরে আইনি ফাঁসে আটকে ছিল উচ্চ প্রাথমিকের টেটের ফল ৷ ১৪ সেপ্টেম্বর আদালতের রায়দানের একঘণ্টার মধ্যেই নজিরবিহীন ভাবে উচ্চ প্রাথমিকে টেটের ফল প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন ৷ স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হয় কলকাতা আপার প্রাইমারির টেটের ফল ৷ http://www.westbengalssc.com ওয়েবসাইটে ৫ লক্ষ ৪৩ হাজার পরীক্ষার্থীর রেজাল্ট আপলোড করা হয় ৷
advertisement
রাজ্যের স্কুলগুলিতে শিক্ষক সঙ্কট তীব্র ৷ অবসরের বয়স এসে যাওয়ায় অবসর নিতে বাধ্য হচ্ছেন বহু শিক্ষক ৷  বিষয়াভিজ্ঞ শিক্ষকের পদ শূন্য ৷ অন্য বিষয়ের শিক্ষক-শিক্ষিকাকে নিতে হচ্ছে একাধিক বিষয়ের ক্লাস ৷ ইতিহাস শিক্ষকের শূন্যতা পূরণ করতে ইতিহাস ক্লাস নিচ্ছেন বাংলার শিক্ষিকা ৷ কখনও কখনও অঙ্কের শিক্ষিকাকে ভূগোল পড়ানোর দায়িত্ব নিতে হচ্ছে ৷ রাজ্যের বেশিরভাগ স্কুলে চিত্রটা এমনই ৷ নিয়োগ আইনি জালে অবস্থা সামাল দিতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের আরও ৬ মাসের জন্য নতুন করে নিয়োগ করার কথা ভাবছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ কিন্তু ১৪ সেপ্টেম্বর আদালত টেটের ফলপ্রকাশের উপর থেকে স্থগিতাদেশ তুলে নিলে আশা জাগে উচ্চ প্রাথমিক শিক্ষকপদে আবেদনকারীদের মনে ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
অপ্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদেরও ন্যায্য সুযোগ দেবে SSC-এর নয়া বিধি
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement