শহরের টেনিস কোর্টে সানিয়া, লিয়েন্ডার, মহেশ, মার্টিনা

Last Updated:

নয় নয় করে নয় বছর। আবারো কলকাতায় র‍্যাকেট হাতে সানিয়া মির্জা। সেই ২০০৬ তে শেষবার সানফিস্ট ওপেনে নেমে ছিলেন টেনিস সুন্দরী। নয় বছর বাদে ফের শহরে সানিয়া মির্জা ।

#কলকাতা: নয় নয় করে নয় বছর। আবারো কলকাতায় র‍্যাকেট হাতে সানিয়া মির্জা। সেই ২০০৬ তে শেষবার সানফিস্ট ওপেনে নেমে ছিলেন টেনিস সুন্দরী। নয় বছর বাদে ফের শহরে সানিয়া মির্জা ।
তবে শুধু সুন্দরী সানিয়াই নন, তেরো বছরের ব্যবধানে নিজের শহরে টেনিস কোর্টে লিয়েন্ডার পেজ। সঙ্গে কিংবদন্তি মার্টিনা নাভ্রাতিলোভা ও মহেশ ভূপতি। আইপিটিএলের প্রমোশনে মাস্টার্স টেনিসে অংশ নিতে শহরে টেনিস তারকারা। ২০০৩ এ অল ইংল্যান্ড ক্লাবে ঘাসের কোর্টে ঝড় তুলে উইম্বলডন জয়ী জুটি ফের একফ্রেমে। হতে পারে ফান টেনিস। হতে পারে ওয়ান ডে শো। লিয়েন্ডারের পাশে নাভ্রাতিলোভা মানেই তো ঝলমলে কিছু ফোরহ্যান্ড। উপচে পড়া এস সার্ভিস। সানিয়া কিংবা লিয়েন্ডার। লক্ষ্যে অবিচল চ্যাম্পিয়নরা।
advertisement
ডিসেম্বরেই আইপিটিএল। দিল্লিতে চোখের সামনে রজার, রাফা, হিঙ্গিসদের টক্কর। লিয়েন্ডার-সানিয়াদের সামনে রেখে তারই যেন মহড়া সেরে নিল শহর কলকাতা। সঙ্গে সোনার ফ্রেমে বাঁধানো কয়েকটা মুহূর্ত। ইন্ডোরের টেনিস কোর্ট ঝলসে উঠছে লিয়েন্ডারের ফুটওয়ার্কে। নাভ্রাতিলোভার এস আছড়ে পড়ছে বেসলাইন ধরে। নেটের সামনে দাঁড়িয়ে দুরন্ত ভলি টেনিস সুন্দরীর। নভেম্বরের মিডউইকে টেনিস ম্যানিয়ায় মজে থাকবে গোটা তিলোত্তমা।
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
শহরের টেনিস কোর্টে সানিয়া, লিয়েন্ডার, মহেশ, মার্টিনা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement