কাহালোঁর বাড়ি ও অফিসে তল্লাশি, উদ্ধার প্রচুর টাকা
Last Updated:
শুধু ২০ লক্ষ টাকা ঘুষই নয়। হোটেলে বেসরকারি সংস্থার কর্ণধারের ঘর থেকে উদ্ধার হয়েছে নগদ ১১ লক্ষ টাকা। ধৃত কলকাতা বন্দর চেয়ারম্যানের বাড়ি থেকেও উদ্ধার হয় সাড়ে চার লক্ষ টাকা ও গুরুত্বপূর্ণ নথি। গতকালই কুড়ি লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে গ্রেফতার করা হয় কলকাতা বন্দর চেয়ারম্যান আর এস কাহালোঁকে। তাঁকে ঘুষ দেওয়ার অভিযোগে পুলিশের জালে বেসরকারি সংস্থার কর্ণধারও।
#কলকাতা: শুধু ২০ লক্ষ টাকা ঘুষই নয়। হোটেলে বেসরকারি সংস্থার কর্ণধারের ঘর থেকে উদ্ধার হয়েছে নগদ ১১ লক্ষ টাকা। ধৃত কলকাতা বন্দর চেয়ারম্যানের বাড়ি থেকেও উদ্ধার হয় সাড়ে চার লক্ষ টাকা ও গুরুত্বপূর্ণ নথি। গতকালই কুড়ি লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে গ্রেফতার করা হয় কলকাতা বন্দর চেয়ারম্যান আর এস কাহালোঁকে। তাঁকে ঘুষ দেওয়ার অভিযোগে পুলিশের জালে বেসরকারি সংস্থার কর্ণধারও।
বুধবার সন্ধে ভারত ক্যালকাটা কন্টেনার টার্মিনাল লিমিটেড সংস্থার ডিরেক্টর ডি ডি জগতাপ দত্তাজির কাছ থেকে ২০ লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে যান কলকাতা বন্দরের চেয়ারম্যান রাজপাল সিং কাহালোঁ । রাতভর লালবাজারে দু’জনকে জেরা করে পুলিশ। কিন্তু দু’জনের বক্তব্যে বেশ কিছু অসঙ্গতি মেলে। অসঙ্গতি কাটাতে বন্দর চেয়ারম্যানের বাড়ি ও জগতাপ দত্তাজির অফিসে তল্লাশি চালায় আর্থিক দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। তারাতলায় পোর্ট ট্রাস্টের কোয়ার্টারে, কলকাতা বন্দর চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালানো হয়। উদ্ধার হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি সঙ্গে নগদ সাড়ে চার লক্ষ টাকা ।
advertisement
৬ মিডলটন স্ট্রিটের ঠিকানায় জগতাপ দত্তাজির অফিস, ছাবলি টাওয়ারের অষ্টম ফ্লোরে তল্লাশি চালানো হয়। এখান থেকেও মেলে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। জিজ্ঞাসাবাদ করা হয় অফিসের কর্মীদেরও। এদিকে মধ্য কলকাতার পাঁচ তারা হোটেলে দত্তাজির ঘর থেকে আরও ১১ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। যদিও তাঁর আইনজীবীর দাবি, জগতাপ নির্দোষ। দত্তাজির হোটেল রুম থেকে পাওয়া গেছে বেশ কয়েকটি ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং পাশপোর্ট। এই ব্যাঙ্ক স্টেটমেন্টের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য পাওয়ার আশা পুলিশের।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 10, 2016 4:40 PM IST