রেড রোড দুর্ঘটনায় নতুন তথ্য,সাম্বিয়ার ড্রাইভারের মিসিং ডায়েরি!
Last Updated:
রেড রোডে বায়ুসেনার মৃত্যু তদন্তে ফের সামনে এল নতুন তথ্য ৷ গাড়িতে নাকি ছিলেন সাম্বিয়া সোহরবই ! শুক্রবার বৌবাজার থানায় সাম্বিয়ার বন্ধু শানু-র মিসিং ডায়েরি থেকেই এই নতুন তথ্য হাতে আসে পুলিশের ৷ বৌবাজার থানায় মিসিং ডায়েরি করতে গিয়েছিলেন শানুর দিদি ৷
#কলকাতা: রেড রোডে বায়ুসেনার মৃত্যু তদন্তে ফের সামনে এল নতুন তথ্য ৷ গাড়িতে নাকি ছিলেন সাম্বিয়া সোহরবই ! শুক্রবার বৌবাজার থানায় সাম্বিয়ার ড্রাইভার শানু-র মিসিং ডায়েরি থেকেই এই নতুন তথ্য হাতে আসে পুলিশের ৷ বৌবাজার থানায় মিসিং ডায়েরি করতে গিয়েছিলেন শানুর দিদি ৷
শুক্রবার দুপুর নাগাদ বৌবাজার থানায় শানু-র নামে মিসিং ডায়েরি করতে আসেন শানু-র দিদি ৷ পুলিশকে শানু-র দিদি জানান, দুর্ঘটনার পরে শানু তাঁকে ফোন করে বলে, ‘সাম্বিয়ার সঙ্গে গাড়িতে আছি ৷ একটা দুর্ঘটনা হয়ে গিয়েছে ৷’ শানু-র দিদি পুলিশকে এদিন জানান, তারপর থেকেই কোনও খোঁজ নেই শানুর ৷ শানুর দিদি জানিয়েছেন, বুধবার দুর্ঘটনার আগে থেকেই শানু ছিলেন সাম্বিয়ার সঙ্গেই ৷ শানুর দিদির বয়ান, সমস্ত তথ্য আপাতত খতিয়ে দেখছে পুলিশ ৷ ফের জিজ্ঞাসাবাদ করা হবে শানুর দিদিকেও ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 15, 2016 5:51 PM IST