বৃদ্ধাশ্রমের আড়ালে মধুচক্রের অভিযোগে প্রোমোটার ও সঙ্গীকে মারধর
Last Updated:
বৃদ্ধাশ্রমের নামে নির্মীয়মাণ বাড়িতে মধুচক্র চালানোর অভিযোগ। পাল্টা জমি নিয়ে বিবাদের অভিযোগ।
#বারুইপুর: বৃদ্ধাশ্রমের নামে নির্মীয়মাণ বাড়িতে মধুচক্র চালানোর অভিযোগ। পাল্টা জমি নিয়ে বিবাদের অভিযোগ। বৃহস্পতিবার রাতে বারুইপুরের কল্যাণপুরের প্রোমোটার ও তাঁর সঙ্গীকে মারধরের ঘটনায় এমন তথ্যই উঠে আসছে। দুপক্ষই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। পুলিশ তদন্ত শুরু করেছে।
বারুইপুরের কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের নিহাটা এলাকা। এখানকার একটি তিনতলা বাড়িকে ঘিরে গোলমালের সূত্রপাত। বাড়িটি স্থানীয় প্রোমোটার বাণীব্রত মণ্ডলের। পাঁচ বছর আগে বৃদ্ধাশ্রম তৈরির জন্য বাড়িটি কেনেন তিনি। বাড়ির কাজ চলছে এখনও। বৃহস্পতিবার রাতে এই বাড়ি ঘিরেই অন্য এক জমি ব্যবসায়ী সুনীল মণ্ডলের সঙ্গে গণ্ডগোল বাধে।
সুনীল মণ্ডলের পরিবারের অভিযোগ, তাঁকে জোর করে বাড়িতে আটকে রাখেন বাণীব্রত। বাণীব্রতর পালটা অভিযোগ, তাঁর বাড়ি দখল করতে দুষ্কৃতিদের নিয়ে তাঁকে আক্রমণ করেন সুনীল। এরপরই গ্রামবাসীরা বাণীব্রতর বাড়ির দরজা ভেঙে সুনীলকে নিয়ে যায়। বানীব্রত ও তাঁর সঙ্গী হরিপদ মণ্ডলকে মারধরও করা হয়।
advertisement
advertisement
গ্রামবাসীদের অভিযোগ, বৃদ্ধাশ্রমের নামে বাড়িতে মধুচক্র চালাতেন বাণীব্রত। এলাকায় বাইরে লোকের যাওয়া আসা বাড়ছিল। বাড়ির সামনে দিয়ে যেতে ভয় পেতেন মহিলারা। শুক্রবার সকালে বাণীব্রতের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান তাঁরা।
অভিযোগ অস্বীকার করেছেন বাণীব্রতর পরিবার।
এই ঘটনায় অভিযুক্ত সুনীল মণ্ডল ওরফে চিটা এলাকার কুখ্যাত দুষ্কৃতি। কয়েকদিন আগেই জেল খেটে বেরয় খুনে অভিযুক্ত সুনীল। সম্প্রতি মাটির ব্যবসা ও জমি কেনা বেচা শুরু করে সে। বৃহস্পতিবার রাতের পর থেকে পলাতক চিটা। পলাতক সুনীলের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 17, 2016 6:03 PM IST