বিকেল ৫টা অবধি গড় ভোটের হার প্রায় ৮৫ শতাংশের কাছাকাছি
Last Updated:
ষষ্ঠদফায় ইভিএমে প্রায় ৮৫ শতাংশের উপর মানুষ নিজেদের মতদান করলেন ৷ বিকেল ৫টা পর্যন্ত দুই জেলায় গড় ভোটের হার ৮৪.২৪ শতাংশ ৷ নির্বাচন কমিশন সূত্রে খবর, বিকেল ৫টা অবধি কোচবিহারে ভোট পড়েছে ৮২.৭১% ৷ পূর্ব মেদিনীপুরের ভোটদানের হার ৮৫.০৯ শতাংশ ৷
#কলকাতা: ষষ্ঠদফায় ইভিএমে ৮০ শতাংশেরও বেশি মানুষ নিজেদের মতদান করলেন ৷ বিকেল ৫টা পর্যন্ত দুই জেলায় গড় ভোটের হার ৮৪.২৪ শতাংশ ৷ নির্বাচন কমিশন সূত্রে খবর, বিকেল ৫টা অবধি কোচবিহারে ভোট পড়েছে ৮২.৭১% ৷ পূর্ব মেদিনীপুরের ভোটদানের হার ৮৫.০৯ শতাংশ ৷
বিধানসভা ভোটের ষষ্ঠ দফায় সপ্তম দিনের ভোটগ্রহণ শুরু হল বৃহস্পতিবার। শেষ দফায় ভোট চলছে ২৫ আসনে । পূর্ব মেদিনীপুরের ১৬ ও কোচবিহারের ৯টি কেন্দ্রে শুরু হয়েছে ভোট গ্রহণ ৷ প্রায় ৫৮ লক্ষের বেশি ভোটার ১৭০ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। এর মধ্যে মহিলা প্রার্থী ১৮। ভোটারের মোট সংখ্যা ৫৮,০৪,০১৯ জন ৷ ষষ্ঠ দফার ভোটেও নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছে কমিশন ৷ আজকের ভোটপ্রক্রিয়া সম্পন্ন হলেই নিশ্চিত হয়ে যাবে আগামী পাঁচ বছরের জন্য কার হাতে থাকবে বাংলার ভবিষ্যৎ ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 05, 2016 6:59 PM IST

