জমি জরিপের প্রাথমিক কাজ শেষ, শীঘ্রই শুরু হবে প্লটিং
Last Updated:
সিঙ্গুরে দেড়শো একর জমি পরিষ্কারের কাজ শেষ। কাজের অগ্রগতিতে সন্তুষ্ট মন্ত্রী ফিরহাদ হাকিম থেকে সিঙ্গুরের চাষী সকলেই।
#সিঙ্গুর: সিঙ্গুরে দেড়শো একর জমি পরিষ্কারের কাজ শেষ। কাজের অগ্রগতিতে সন্তুষ্ট মন্ত্রী ফিরহাদ হাকিম থেকে সিঙ্গুরের চাষী সকলেই। এদিন বৃষ্টির জেরা কাজ কিছুটা ব্যাহত হয়। তবে ক্যাম্প অফিস থেকে ম্যাপ ধরে কাজের পর্যালোচনা করেন মন্ত্রী, জেলাশাসক ও প্রশাসনের কর্তারা। এদিনই প্রকল্প এলাকায় নজরদারিতে বসল সিসিটিভি। খুব শীঘ্রই কারখানার সেড সরানোর কাজ শুরু হবে।
advertisement
মুষল বৃষ্টিকে উপেক্ষা করেই সোমবার সিঙ্গুরে জমি পরিষ্কারের কাজ হল। এদিন স্যাটেলাইট ম্যাপিংয়ের কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির জন্য সেই কাজ শেষ করা যায়নি। বৃষ্টির জন্য এদিন উড়ানো যায়নি ড্রোনও। শুরু করা যায়নি প্লটিংয়ের কাজও। সোমবার জমি পরিষ্কারের জন্য কুড়িটা হার্ভেস্টার কাজে লাগান হয়। কিন্তু বৃষ্টির কারণে বারবারই হার্ভেস্টারে ঘাস জড়িয়ে পড়ায় কাজ ব্যাহত হয়। এদিন সিঙ্গুরে যান মন্ত্রী ফিরহাদ হাকিম। অস্থায়ী অফিস থেকে ম্যাপ ধরে কাজের অগ্রগতি খতিয়ে দেখান তিনি। মন্ত্রীকে নিয়ে প্রকল্প এলাকা ঘুরে দেখান হুগলির জেলাশাসক।
advertisement
গোটা প্রকল্প এলাকায় নজরদারির জন্য সিসিটিভি বসানো হয়। প্রকল্প এলাকার ভিতরের পাওয়ার স্টেশন সরানোর কাজ চলছে। খুব শীঘ্রই কারখানার সেড সরানোর কাজ শুরু হবে। কাজের অগ্রগতিতে খুশি সিঙ্গুরের কৃষকরা।
অনিচ্ছুক কৃষকদের পাশে দাঁড়িয়েছে রাষ্ট্রায়াত্ব ব্যাঙ্কগুলি। কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেওয়ার কাজ শুরু হয়েছে।
ইতিমধ্যেই দেড়শো একর জমি পরিষ্কারের কাজ শেষ হয়েছে। বৃষ্টি থামলেই জমি ম্যাপিং শেষ করে, প্লটিংয়ের কাজ শুরু হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 05, 2016 6:49 PM IST

