রাজ্যজুড়ে শাসক দলের হাতে আক্রান্ত বিরোধীরা, অভিযোগ সূর্যকান্তের

Last Updated:

ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজনৈতিক সংঘর্ষ উত্তপ্ত রাজ্যের বিভিন্ন জেলা ৷ রাজনৈতিক হিংসায় আক্রান্ত হয়েছে বহু মানুষ ৷ রাজ্যজুড়ে বিরোধী কর্মী-সমর্থকদের উপর হামলা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস ৷ শনিবার এমনই অভিযোগ জানালেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তিনি আরও জানান যদি চলতে থাকা সন্ত্রাসের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আক্রান্ত এলাকায় গিয়ে অবস্থান বিক্ষোভ করবে বাম নেতা-কর্মীরা।

#কলকাতা: ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজনৈতিক সংঘর্ষ উত্তপ্ত রাজ্যের বিভিন্ন জেলা ৷ রাজনৈতিক হিংসায় আক্রান্ত হয়েছে বহু মানুষ ৷ রাজ্যজুড়ে বিরোধী কর্মী-সমর্থকদের উপর হামলা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস ৷ শনিবার এমনই অভিযোগ জানালেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তিনি আরও জানান যদি চলতে থাকা সন্ত্রাসের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আক্রান্ত এলাকায় গিয়ে অবস্থান বিক্ষোভ করবে বাম নেতা-কর্মীরা।
সিপিএমের রাজ্য দফতরে সাংবাদিক বৈঠকে সূর্যকান্ত জানান, ‘পোলিং এজেন্টদের উপর হামলা হচ্ছে ৷ মহিলাদের উপরও আক্রমণও হচ্ছে ৷ সমস্ত স্তরের নেতা-কর্মীরা আক্রান্ত হচ্ছেন ৷ এবং যারা আক্রান্ত হচ্ছেন তাদের উপর মিথ্যা মামলা করা হচ্ছে ৷ ’
সন্ত্রাসের তীব্র নিন্দা করে তিনি জানান, জেলা প্রশাসনের কাছে সব জানানো হবে৷  প্রয়োজনে শান্তি মিছিলও করা হবে ৷
advertisement
advertisement
এই বিষয়ে বাম-কংগ্রেস রাজ্যপালকে স্মারকলিপি জমা দেবে ৷ জেলাশাসকদেরও স্মারকলিপি দেওয়া হবে হবে বলে জানিয়েছেন সূর্যকান্ত ৷
তিনি আরও বলেন, ‘এভাবে আক্রমণ দুর্বলতার পরিচয় ৷ আক্রমণ যত হবে, প্রতিবাদ তত হবে ৷ প্রতিরোধও ততই হবে ৷ ’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
রাজ্যজুড়ে শাসক দলের হাতে আক্রান্ত বিরোধীরা, অভিযোগ সূর্যকান্তের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement