রাজ্যজুড়ে শাসক দলের হাতে আক্রান্ত বিরোধীরা, অভিযোগ সূর্যকান্তের

ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজনৈতিক সংঘর্ষ উত্তপ্ত রাজ্যের বিভিন্ন জেলা ৷ রাজনৈতিক হিংসায় আক্রান্ত হয়েছে বহু মানুষ ৷ রাজ্যজুড়ে বিরোধী কর্মী-সমর্থকদের উপর হামলা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস ৷ শনিবার এমনই অভিযোগ জানালেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তিনি আরও জানান যদি চলতে থাকা সন্ত্রাসের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আক্রান্ত এলাকায় গিয়ে অবস্থান বিক্ষোভ করবে বাম নেতা-কর্মীরা।

আরও পড়ুন...
  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজনৈতিক সংঘর্ষ উত্তপ্ত রাজ্যের বিভিন্ন জেলা ৷ রাজনৈতিক হিংসায় আক্রান্ত হয়েছে বহু মানুষ ৷ রাজ্যজুড়ে বিরোধী কর্মী-সমর্থকদের উপর হামলা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস ৷ শনিবার এমনই অভিযোগ জানালেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তিনি আরও জানান যদি চলতে থাকা সন্ত্রাসের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আক্রান্ত এলাকায় গিয়ে অবস্থান বিক্ষোভ করবে বাম নেতা-কর্মীরা।সিপিএমের রাজ্য দফতরে সাংবাদিক বৈঠকে সূর্যকান্ত জানান, ‘পোলিং এজেন্টদের উপর হামলা হচ্ছে ৷ মহিলাদের উপরও আক্রমণও হচ্ছে ৷ সমস্ত স্তরের নেতা-কর্মীরা আক্রান্ত হচ্ছেন ৷ এবং যারা আক্রান্ত হচ্ছেন তাদের উপর মিথ্যা মামলা করা হচ্ছে ৷ ’সন্ত্রাসের তীব্র নিন্দা করে তিনি জানান, জেলা প্রশাসনের কাছে সব জানানো হবে৷  প্রয়োজনে শান্তি মিছিলও করা হবে ৷এই বিষয়ে বাম-কংগ্রেস রাজ্যপালকে স্মারকলিপি জমা দেবে ৷ জেলাশাসকদেরও স্মারকলিপি দেওয়া হবে হবে বলে জানিয়েছেন সূর্যকান্ত ৷তিনি আরও বলেন, ‘এভাবে আক্রমণ দুর্বলতার পরিচয় ৷ আক্রমণ যত হবে, প্রতিবাদ তত হবে ৷ প্রতিরোধও ততই হবে ৷ ’

    First published:

    Tags: Battle For The States, Bengal Polls, Bengali News, ETV News Bangla, Opposition, Suryakanta Mishra, TMC, West Bengal Assembly Election 2016, সূর্যকান্ত মিশ্র