রাজ্যজুড়ে শাসক দলের হাতে আক্রান্ত বিরোধীরা, অভিযোগ সূর্যকান্তের
Last Updated:
ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজনৈতিক সংঘর্ষ উত্তপ্ত রাজ্যের বিভিন্ন জেলা ৷ রাজনৈতিক হিংসায় আক্রান্ত হয়েছে বহু মানুষ ৷ রাজ্যজুড়ে বিরোধী কর্মী-সমর্থকদের উপর হামলা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস ৷ শনিবার এমনই অভিযোগ জানালেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তিনি আরও জানান যদি চলতে থাকা সন্ত্রাসের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আক্রান্ত এলাকায় গিয়ে অবস্থান বিক্ষোভ করবে বাম নেতা-কর্মীরা।
#কলকাতা: ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজনৈতিক সংঘর্ষ উত্তপ্ত রাজ্যের বিভিন্ন জেলা ৷ রাজনৈতিক হিংসায় আক্রান্ত হয়েছে বহু মানুষ ৷ রাজ্যজুড়ে বিরোধী কর্মী-সমর্থকদের উপর হামলা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস ৷ শনিবার এমনই অভিযোগ জানালেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তিনি আরও জানান যদি চলতে থাকা সন্ত্রাসের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আক্রান্ত এলাকায় গিয়ে অবস্থান বিক্ষোভ করবে বাম নেতা-কর্মীরা।
সিপিএমের রাজ্য দফতরে সাংবাদিক বৈঠকে সূর্যকান্ত জানান, ‘পোলিং এজেন্টদের উপর হামলা হচ্ছে ৷ মহিলাদের উপরও আক্রমণও হচ্ছে ৷ সমস্ত স্তরের নেতা-কর্মীরা আক্রান্ত হচ্ছেন ৷ এবং যারা আক্রান্ত হচ্ছেন তাদের উপর মিথ্যা মামলা করা হচ্ছে ৷ ’
সন্ত্রাসের তীব্র নিন্দা করে তিনি জানান, জেলা প্রশাসনের কাছে সব জানানো হবে৷ প্রয়োজনে শান্তি মিছিলও করা হবে ৷
advertisement
advertisement
এই বিষয়ে বাম-কংগ্রেস রাজ্যপালকে স্মারকলিপি জমা দেবে ৷ জেলাশাসকদেরও স্মারকলিপি দেওয়া হবে হবে বলে জানিয়েছেন সূর্যকান্ত ৷
তিনি আরও বলেন, ‘এভাবে আক্রমণ দুর্বলতার পরিচয় ৷ আক্রমণ যত হবে, প্রতিবাদ তত হবে ৷ প্রতিরোধও ততই হবে ৷ ’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 21, 2016 5:48 PM IST