কং-বাম জোটে নতুন জট মুর্শিদাবাদ
Last Updated:
কং-বাম জোটে তৈরি হল আরও এক নয়া জট। বৃহস্পতিবার মুর্শিদাবাদ কেন্দ্রে প্রার্থী দিল বামেরা। ফরওয়ার্ড ব্লক প্রার্থী বিভাস চক্রবর্তীকে বামেদের তরফ থেকে দাঁড় করানো হল ওই কেন্দ্রে ৷ ওই আসনে আগেই প্রার্থী দিয়েছে কংগ্রেস। আলিপুরদুয়ার আসন নিয়ে এখনও অব্যাহত কংগ্রেস-আরএসপি দ্বন্দ্ব। জট কাটাতে আলিমুদ্দিনে সিপিএম-আরএসপি বৈঠক। যদিও এসব নিয়ে চিন্তিত নয় কংগ্রেস নেতৃত্ব। তাদের দাবি, এই ধরনের ছোট সমস্যা জোটে হতেই পারে।
#কলকাতা: কং-বাম জোটে তৈরি হল আরও এক নয়া জট। বৃহস্পতিবার মুর্শিদাবাদ কেন্দ্রে প্রার্থী দিল বামেরা। ফরওয়ার্ড ব্লক প্রার্থী বিভাস চক্রবর্তীকে বামেদের তরফ থেকে দাঁড় করানো হল ওই কেন্দ্রে ৷ ওই আসনে আগেই প্রার্থী দিয়েছে কংগ্রেস। আলিপুরদুয়ার আসন নিয়ে এখনও অব্যাহত কংগ্রেস-আরএসপি দ্বন্দ্ব। জট কাটাতে আলিমুদ্দিনে সিপিএম-আরএসপি বৈঠক। যদিও এসব নিয়ে চিন্তিত নয় কংগ্রেস নেতৃত্ব। তাদের দাবি, এই ধরনের ছোট সমস্যা জোটে হতেই পারে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 24, 2016 7:07 PM IST