কী বলছে আজকের খবরের কাগজ ? দেখে নিন

Last Updated:

এক নজরে, একজায়গায় দেখে নিন কলকাতার বিভিন্ন কাগজের সেরা খবর গুলি

প্রতিদিনের ব্যস্ততায় খবর কাগজ খুঁটিয়ে পড়া সম্ভব হয় না ৷ অনেক সময় গুরুত্বপূর্ণ খবর চোখ এড়িয়ে যায় ৷ তাছাড়া একাধিক কাগজও পড়ার মতো সময় কারোর হাতেই নেই ৷ তাই আসুন এক নজরে, একজায়গায় দেখে নিন কলকাতার বিভিন্ন কাগজের সেরা খবর গুলি ৷ বৃহস্পতিবারের গুরুত্বপূর্ণ খবরগুলি হল-
anandabazar11কড়ি ফেলেই জোগাড় জমি,দাবি রাজ্যের
দেশ জুড়ে শিল্প অথবা পরিকাঠামো উন্নয়নের জন্য জমি অধিগ্রহণ কার্যত দু’বছর আগেই থেমে গিয়েছে। কিন্তু তাতে এ রাজ্যে কাজ আটকে থাকছে না বলে নবান্নের দাবি। সমস্যা মেটাতে ২০১৪ সালে জমি কেনার নীতি নেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবং সেই কাজে সাফল্য মিলেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দফতরের কর্তারা।
advertisement
advertisement
জোট করে ভুল করিনি: রাহুল
ভোটের ফল প্রকাশের দিনই জোট নিয়ে কংগ্রেস হাইকম্যান্ডের সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, সিপিএমের সঙ্গে জোট করে জাতীয় রাজনীতিতে ‘বড় ভুল’ করল কংগ্রেস! কিন্তু দিদি এ কথা বললে কী হবে, রাহুল গাঁধী তা মানতে নারাজ। বরং দলের রাজ্য নেতৃত্বকে রাহুল জানিয়ে দিলেন, জোট গড়ার সিদ্ধান্ত নিয়ে আক্ষেপের কোনও প্রশ্ন নেই। দল ঠিক পথেই হেঁটেছিল। হয়তো আরও আগে এই সিদ্ধান্ত নিয়ে বামেদের সঙ্গে সমন্বয় করে চললে আরও ভাল ফল করতে পারত জোট। তাই আগামী দিনে বামেদের সঙ্গে শুধু পশ্চিমবঙ্গে নয়, সংসদীয় রাজনীতিতেও সমঝোতা বজায় রেখে চলবে কংগ্রেস।
advertisement
রাষ্ট্রবিজ্ঞান রান্না শেখায়, প্রথমার উত্তরে বিতর্ক
রাষ্ট্রবিজ্ঞান শেখায় রান্না— রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শীর্ষ স্থানাধিকারিণীর এমন উত্তর ঘিরে উত্তাল বিহার! টেলিভিশন চ্যানেলের ‘স্টিং-অপারেশন’-এ এখানেই থামেননি সেই রুবি রায়। ‘পলিটিক্যাল সায়েন্স’ তাঁর উচ্চারণে হয়েছে ‘প্রডিকাল’। শুধু তাই নয়, উচ্চ মাধ্যমিক সর্বমোট কত নম্বরের মধ্যে হয়, তারও ভুল জবাব দিয়েছেন তিনি। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ওই ভিডিও আগুনের মতো ছড়িয়েছে। সমালোচনার ঝড়ের মুখে পড়ে এ নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে শিক্ষা বিভাগ। বিহারের শিক্ষমন্ত্রী অশোক চৌধুরীও এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর মন্তব্য, ‘‘আমি ভিডিওটি দেখেছি। রীতিমতো উদ্বেগের বিষয়। অবশ্যই তদন্ত হওয়া দরকার।’’ তবে একইসঙ্গে তিনি দাবি করেছেন, এটি ব্যতিক্রমী ঘটনা। বিহারের ছাত্রছাত্রীদের মান যথেষ্ট ভাল।
advertisement
তালাকের অবসান চাইছেন দেশের ৯২% মুসলিম মহিলা
না। আর তিন তালাকে সম্পর্ক ছিন্ন করা যাবে না। ঝেড়ে ফেলা যাবে না দায়িত্ব। ভারতীয় মুসলিম মহিলা আন্দোলনের এই পিটিশনে ইতিমধ্যেই সই করেছেন ৫০,০০০ মুসলিম ধর্মাবলম্বী মানুষ। এর মধ্যে মহিলারা যেমন রয়েছেন, তেমনই রয়েছেন পুরুষরাও। দেশের মোট ৯২ শতাংশ মুসলিম মহিলা আন্দোলনকে সমর্থন করেছেন। ভারতীয় মুসলিম মহিলা আন্দোলনের সহ-প্রতিষ্ঠাতা জাকিয়া সোমান জানান, গুজরাত, মহারাষ্ট্র, রাজস্থান, মধ্যপ্রদেশ, কর্নাটক, তামিলনাড়ু, তেলঙ্গানা, ওড়িশা, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, কেরল ও উত্তরপ্রদেশে চলছে পিটিশনে সই গ্রহণ।
advertisement
৪০টি বাঘছানার দেহ টাইগার টেম্পলে
বন্ধ হয়ে যেতে পারে তাইল্যান্ডের জনপ্রিয় ‘টাইগার টেম্পল’!
বেআইনি ভাবে প্রজনন, পাচার আর পশু নির্যাতনের একাধিক অভিযোগ আগেই ছিল। এ বার তাইল্যান্ডের কাঞ্চাবুড়ি প্রদেশের ওই বৌদ্ধ মঠে মিলেছে চল্লিশটি বাঘছানার মৃতদেহ। আর তা নিয়ে শোরগোল শুরু হয়েছে বিশ্ব জুড়ে। যদিও পাচার বা নির্যাতনের যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন মঠ কর্তৃপক্ষ। প্রশাসনের একটি সূত্রে খবর, আইনি পদক্ষেপ মেনে মঠটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সেটি বন্ধও করে দেওয়া হতে পারে।
advertisement
bartaman_big11
১০০ দিনের প্রকল্পে আধার বাধ্যতামূলক মানবে না রাজ্য
১০০ দিনের কাজের জন্য যে জব কার্ড রয়েছে, তাতে আধার কার্ডের নম্বর থাকা বাধ্যতামূলক বলে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু এই সিদ্ধান্তে খুশি নন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, রাজ্যের সব মানুষের আধার কার্ড নেই। তাহলে তাঁরা কী করে জব কার্ডে বা নারেগা’র ডেটাবেসে আধার নম্বর দেবেন? ১০০ দিনের কাজের প্রকল্পের শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্টে আধার নম্বর সবার পক্ষে দেওয়া সম্ভব নয়। তাই এটা বাধ্যতামূলক করা উচিত হবে না। সে কারণেই তিনি প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখবেন বলে ঠিক করেছেন। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছে রাজ্য সরকার।
advertisement
সিপিএমের হামলায় উত্তপ্ত বসিরহাট
হামলা এবং পালটা হামলাকে কেন্দ্র করে বুধবার রাজনৈতিক সংঘর্ষে উত্তাল হয়ে উঠল বসিরহাট (উত্তর) বিধানসভা কেন্দ্রের পানিগোবরা। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক এ টি এম আবদুল্লাকে বেধড়ক মারধর করা হয়েছে। প্রথমে সিপিএম হামলা চালিয়েছে বলে অভিযোগ। তারপরই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়।
ফের বাড়ল ফোন, এসি ট্রেন ভাড়া, রেস্তরাঁর বিল সহ পরিষেবার খরচ
মাসের প্রথম দিনেই মধ্যবৃত্তের পকেটে ধাক্কা। মঙ্গলবার মধ্যরাত থেকে বেড়েছে পেট্রল-ডিজেলের দাম। আর বুধবার সকাল থেকে প্রায় প্রতিটি পরিষেবার শুল্ক একধাক্কায় ০.৫ শতাংশ বেড়ে গেল। সৌজন্যে কেন্দ্রীয় সরকারের ‘কৃষি কল্যাণ সেস’। বাজেটে অর্থমন্ত্রী এই করের ঘোষণা করেছিলেন।
পাণ্ডুয়ায় গুলি করে খুন যুবককে, গ্রেপ্তার ২
মঙ্গলবার রাতে বাইকে করে বাড়ি ফেরার সময়ে জিয়াউর রহমান (৩১) নামে এক যুবককে খুব কাছ থেকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। ঘটনার কথা চাউর হতেই পাণ্ডুয়া থানার রামেশ্বরপুর- গোপালপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হলে অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে তাদের ঘেরাও করে বিক্ষোভ দেখায় জনতা।
মদ্যপের উচ্ছৃঙ্খল আচরণের প্রতিবাদ করে প্রহৃত যুবক, অভিযুক্ত তৃণমূল নেতার ভাই
মদ্যপান করে অকথ্য ভাষায় গালিগালাজ করার প্রতিবাদ করায় শুভ রায় নামে এক যুবককে বেধড়ক মারধর করল মদ্যপ যুবকরা। গুরুতর জখম অবস্থায় স্থানীয় মানুষ ও পরিবারের সদস্যরা শুভকে উদ্ধার করে চিকিৎসার জন্য শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে পাঠায়। মঙ্গলবার রাতে রিষড়ার নতুনপল্লির এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
কী বলছে আজকের খবরের কাগজ ? দেখে নিন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement