এভারেস্টের চূড়ায় মোহনবাগান !
Last Updated:
সম্প্রতি এভারেস্ট অভিযানে গিয়ে প্রাণ হারিয়েছেন এরাজ্যের একাধিক অভিযাত্রী ৷ তবে সামিট সেরে সাফল্যের সঙ্গে ফিরে এসেছেন যাঁরা , তাঁদের মধ্যে একজন দেবরাজ দত্ত ৷ এভারেস্ট অভিযান সেরে আসার পাশাপাশি বাগান সমর্থকদেরও ‘দিল’ জয় করে নিতে সফল এই ডাই-হার্ড মোহনবাগান ফ্যান ৷
#কলকাতা: গত বছর আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর এবছর আবার ফেডারেশন কাপ ৷ পরপর দু’বছর দেশের দুই সেরা ট্রফি এখন বাগান তাঁবুতে ৷ এই সাফল্যের সেলিব্রেশনটা তো জমিয়ে করতেই হবে ৷
সম্প্রতি এভারেস্ট অভিযানে গিয়ে প্রাণ হারিয়েছেন এরাজ্যের একাধিক অভিযাত্রী ৷ তবে সামিট সেরে সাফল্যের সঙ্গে ফিরে এসেছেন যাঁরা , তাঁদের মধ্যে একজন দেবরাজ দত্ত ৷
এভারেস্ট অভিযান সেরে আসার পাশাপাশি বাগান সমর্থকদেরও ‘দিল’ জয় করে নিতে সফল এই ডাই-হার্ড মোহনবাগান ফ্যান ৷ গত ১৯ মে শৃঙ্গে পৌঁছে সবুজ-মেরুণ পতাকাও সেখানে লাগিয়ে দিয়ে এসেছেন দেবরাজ ৷ সকাল ১০ টা বেজে ৪০ মিনিটে এই কাজটি করতে সফল হন এই পর্বতারোহী ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 24, 2016 1:57 PM IST