পদ ছাড়তে নাছোড় মানস ডাকলেন PAC বৈঠক,থাকবে না বাম কংগ্রেস

Last Updated:

মঙ্গলবার পিএসির প্রথম বৈঠক ডাকলেন কমিটির চেয়ারম্যান মানস ভুঁইঞা।

#কলকাতা: মঙ্গলবার পিএসির প্রথম বৈঠক ডাকলেন কমিটির চেয়ারম্যান মানস ভুঁইঞা। সেই বৈঠকে যোগ দেবেন না বাম ও কংগ্রেস বিধায়করা। যদিও সোমবার বিধানসভায় মানসের সঙ্গে সুজন চক্রবর্তীর আলিঙ্গনের ছবি ছিল কৌতূহলের কেন্দ্রবিন্দু।
বাম-কংগ্রেস বিদ্রোহী বিধায়কের বিরুদ্ধে  থাকলেও সরকার পক্ষ রয়েছে তাঁর পাশে। কংগ্রেসের প্রবল চাপের মুখেও পিছু হঠছেন না মানস ভুঁইঞা। পরিষদীয় দলের বৈঠক ডেকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের পদ ছাড়ার জন্য কংগ্রেস তাঁকে অনুরোধ করে । কিন্তু, নাছোড় মানস।
উল্টোদিকে, মানসকে বোঝাতে এখনও তৎপর কংগ্রেস। এদিন বিধায়ক আবাসে যান কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী। সোমেন মিত্র ও প্রদীপ ভট্টাচার্যও মানসের সঙ্গে আলোচনার বার্তা পাঠিয়েছেন। কিন্তু কিছুতেই চিঁড়ে ভেজেনি।
advertisement
advertisement
চাপ কমাতে বামেদের কি পাশে চাইছেন মানস!  সোমবার বিধানসভায় কংগ্রেসের ঘরের সামনে সুজন চক্রবর্তীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি। তাতেই উঠেছে প্রশ্ন ৷ রাজনৈতিক মহলে কৌতূহল, এই ঘটনা কি কাকতালীয়, না পরিকল্পনামাফিক। যদিও বামেরা জানিয়েছে, তারা পিএসির বৈঠকে যাবে না।
কংগ্রেসও মানসের ডাকা বৈঠকে যাবে না বলে সরকারি ভাবে জানিয়েছে। বিদ্রোহী কংগ্রেস বিধায়কের ভরসা এখন শুধু সরকারপক্ষ।
advertisement
মানসের অনড় অবস্থানে স্পষ্ট, তিনি দলের পদত্যাগের অনুরোধ রাখবেন না। আবার দল ছেড়ে ফের ভোটের আসরে নামতে চান না। সে ক্ষেত্রে কংগ্রেস তাঁকে বহিষ্কার করতে পারে। তাতে মানসের বিধায়ক পদ বাতিল হবে না। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সেই কৌশলই নিচ্ছেন এই দুঁদে রাজনীতিবিদ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
পদ ছাড়তে নাছোড় মানস ডাকলেন PAC বৈঠক,থাকবে না বাম কংগ্রেস
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
  • রাতে শীত, দিনে কিছুটা গরম

  • আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই

  • রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই

VIEW MORE
advertisement
advertisement