দলকে কড়া বার্তা, নারদা প্রশ্নে রণংদেহী মমতা

Last Updated:

ভোট শেষ। নির্বাচনী লড়াইয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়েছে তৃণমূল কংগ্রেস।

#কলকাতা: ভোট শেষ। নির্বাচনী লড়াইয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়েছে তৃণমূল কংগ্রেস। ভোটে জিতলেও নারদাকান্ড দাঁড়ি টানতে নারাজ মুখ্যমন্ত্রী। বরং নারদাকাণ্ডের পিছনে চক্রান্তের জাল ছিঁড়তে ঝাঁপাবে রাজ্য সরকার। শনিবার নেতাজি ইন্ডোরের কর্মীসভায় তাও স্পষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়। শুক্রবার নারদাকান্ডের তদন্তভার কলকাতা পুলিশ কমিশনারের হাতে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
বিধানসভা নির্বাচনে অন্যতম ইস্যু হয়ে উঠেছিল নারদাকাণ্ড। নারদার স্ট্রিং অপারেশনের সত্যতা জানতে হাইকোর্টে মামলাও হয়। বিরোধীরা গলা ফাটালেও ভোটের বাক্সে অবশ্য নারদাকাণ্ডের প্রভাব পড়েনি। তৃণমূলের বিরুদ্ধে চক্রান্তেই যে নারদাকাণ্ডের ছক কষা হয়, তা নিয়ে এদিন সরব হন তৃণমূল সুপ্রিমো।
নারদার স্ট্রিং অপারেশনে একাধিক একাধিক তৃণমূল নেতাকে টাকা নিতে দেখা গিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, তৃণমূল কখনও এধরণের কাজে জড়িত ছিল না। থাকবেও না।
advertisement
advertisement
নারদার চক্রান্তের পিছনে কারা, কার টাকায় স্ট্রিং অপারেশন হয়, তদন্তে সবটাই স্পষ্ট হবে। ঘোষণা মুখ্যমন্ত্রীর। ভোট মিললেও নারদাকাণ্ডে এবার পাল্টা চাপের রাস্তায় হাঁটতে চলেছে তৃণমূল সরকার। মুখ্যমন্ত্রীর কথাতেই তা স্পষ্ট।
নবান্নে শুক্রবার বিশেষ বৈঠক শেষে নারদ স্টিং কাণ্ডের সত্যতা খতিয়ে দেখতে কলকাতা পুলিশের হাতে তদন্তভার তুলে দিলেন মুখ্যমন্ত্রী ৷
রাজ্যে বিধানসভা নির্বাচনের মুখে প্রকাশিত হওয়া নারদ ভিডিও ক্লিপ রাজনৈতিক মহলে বিতর্কের ঢেউ তোলে ৷ ভিডিও ক্লিপটিতে তৃণমূলের ১১ জন শীর্ষ নেতা- নেত্রীদের লক্ষ লক্ষ টাকা নিতে দেখা যায় ৷ এই ক্লিপ নিয়েই ভোটের আগে তৈরি হয় প্রবল বিতর্ক ৷ শাসক দলের বিরুদ্ধে একযোগে আক্রমণ শানান বিরোধীরা ৷
advertisement
দক্ষিণের সংবাদ সংস্থা নারদ ডট কম দাবি করেন, এই ভিডিও একদম খাঁটি ৷ ২০১৪ সালে লোকসভা নির্বাচনের আগে এই স্টিং অপারেশনটি তারা করেছিলেন বলে দাবি করেন সংস্থার কর্ণধার ম্যাথু স্যামুয়েল ৷
ভোট চলাকালীনই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী জানিয়েছিলেন, ঘটনার তদন্ত করে দেখা হবে আসল ঘটনা কী? ভিডিওতে দেখানো দৃশ্যগুলি কতটা সত্যি তাও দেখা হবে ৷ নারদা নিয়ে প্রশ্নের জবাবে হাওড়ার নির্বাচনী জনসভায় নেত্রী বলেছিলেন, ‘যদি কেউ টাকা নিয়ে থাকে তাহলে সে চোর, দল নয় ৷’ আসল ঘটনার তদন্ত করে দেখার প্রতিশ্রুতি তখনই দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement
এদিন বিশেষ বৈঠকের পর নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘নারদা নিয়ে তদন্ত হবে ৷ আমরা চাই সত্য সামনে আসুক ৷ জানতে চাই স্টিংকাণ্ডের পেছনে কারা আছেন ৷’ একই সঙ্গে তিনি জানান, ‘কেউ যদি সত্যি দোষী হন, তিনি অবশ্যই শাস্তি পাবেন ৷ স্টিংকাণ্ডের পেছনে কোনও চক্রান্ত আছে কিনা, কারা এই চক্রান্তের পেছনে আছে, আগে সেটা জানতে হবে ৷ এখনও বিশ্বাস করি পুরোটাই চক্রান্ত ছিল ৷ কোনও প্ররোচনা ছিল ৷ আমি চাই সত্যটা সামনে আসুক ৷ সব পরিষ্কার হোক ৷’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
দলকে কড়া বার্তা, নারদা প্রশ্নে রণংদেহী মমতা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement