আজ ভারত-পাক প্রাক্তনদের সংবর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী
Last Updated:
আজ ইডেনে হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচ ৷ শুধু তো আর ম্যাচ নয়, ম্যাচের এক ঘণ্টা আগের থেকেই শুরু হয়ে যাবে বিভিন্ন অনুষ্ঠান ৷ বৃষ্টি না পড়লে সন্ধে ৬টা ১৫ মিনিটেই শুরু হয়ে যাবে অনুষ্ঠান ৷ উপস্থিত থাকবেন দু’দেশের কিংবদন্তী ক্রিকেটার থেকে শুরু করে অন্যান্য সেলিব্রিটিরা ৷ আজ ইডেনে কী কী থাকছে দেখে নিন
#কলকাতা: আজ ইডেনে হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচ ৷ শুধু তো আর ম্যাচ নয়, ম্যাচের এক ঘণ্টা আগের থেকেই শুরু হয়ে যাবে বিভিন্ন অনুষ্ঠান ৷ বৃষ্টি না পড়লে সন্ধে ৬টা ১৫ মিনিটেই শুরু হয়ে যাবে অনুষ্ঠান ৷ উপস্থিত থাকবেন দু’দেশের কিংবদন্তী ক্রিকেটার থেকে শুরু করে অন্যান্য সেলিব্রিটিরা ৷ আজ ইডেনে কী কী থাকছে দেখে নিন-
১. দু’দেশের জাতীয় সঙ্গীত দিয়েই শুরু হবে অনুষ্ঠান ৷ ভারতের জাতীয় সঙ্গীত গাইবেন অমিতাভ বচ্চন ৷ এবং পাকিস্তানের জাতীয় সঙ্গীত গাওয়ার কথা জনপ্রিয় সুফি গায়ক শাফকাত আমানত আলি ৷
২. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবর্ধনা দেবেন দু’দেশের প্রাক্তন ক্রিকেটারদের ৷ ভারতীয় ক্রিকেটারদের মধ্যে উপস্থিত থাকবেন সচিন তেন্ডুলকর, সুনীল গাভাসকর এবং বীরেন্দ্র সেহওয়াগ ৷ অন্যদিকে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে থাকছেন ইমরান খান, ইনজামাম উল হক , ওয়াকার ইউনিস এবং ওয়াসিম আক্রম ৷
advertisement
advertisement
৩. বক্তব্য রাখবেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর এবং ইমরান খান ৷
৪. টসের পর বৃষ্টি না পড়লে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে শুরু হবে ম্যাচ ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 19, 2016 3:29 PM IST