বৃষ্টির হাত ধরেই শীত শুরু তিলোত্তমায়

Last Updated:

ডিসেম্বরের কলকাতার চেনা ছবি ফিরে এল শহরে। দেরি করে হলেও বৃষ্টির হাত ধরেই নামল পারদ ৷ ভোররাত থেকেই বৃষ্টিতে ভিজেছে কলকাতা-সহ পাশ্ববর্তী এলাকা । এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ৷ তবে আকাশ পরিষ্কার হলে তাপমাত্রা আরও অনেকটাই কমবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর ৷

#কলকাতা: ডিসেম্বরের কলকাতার চেনা ছবি ফিরে এল শহরে। দেরি করে হলেও বৃষ্টির হাত ধরেই নামল পারদ ৷ ভোররাত থেকেই বৃষ্টিতে ভিজেছে কলকাতা-সহ পাশ্ববর্তী এলাকা । এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ৷ তবে আকাশ পরিষ্কার হলে তাপমাত্রা আরও অনেকটাই কমবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর ৷
শুক্রবার সকাল থেকেই মুখ ভার আকাশের ৷ এর সঙ্গে শুরু হয়েছে ঝিরঝিরে বৃষ্টি ৷ এর জেরে আরও জাঁকিয়ে শীত পড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ বুধবার থেকে তাপমাত্রা নামতে শুরু করে তিলোত্তমায় ৷ এক ধাক্কায় প্রায় ৫ ডিগ্রি পারদ নামিয়ে আগমনবার্তা দেয় শীতের। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে । রাজ্যের বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে ৷ দক্ষিণবঙ্গে ফের একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। এর ফলে আবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশে মেঘ জমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
বৃষ্টির হাত ধরেই শীত শুরু তিলোত্তমায়
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement