মাঝ আকাশে প্রায় ৩০০ বিমান, এটিসি হারিয়ে ফেলল যোগাযোগ

Last Updated:

মাঝ আকাশে বড় বিপর্যয়ের থেকে রক্ষা পেল কলকাতা বিমানবন্দর ৷ বৃহস্পতি সকালে কিছু মিনিটের জন্য আকাশে থাকা সমস্ত বিমানের সঙ্গে সংযোগ হারিয়ে ফেলে এটিসি ৷ বিমানবন্দর সূত্রে খবর, যান্ত্রিক ত্রুটির কারণে সমস্ত বিমানের সঙ্গে এটিসি-র যোগাযোগ ছিন্ন হয়ে যায় ৷

#কলকাতা: মাঝ আকাশে বড় বিপর্যয়ের থেকে রক্ষা পেল কলকাতা বিমানবন্দর ৷ বৃহস্পতি সকালে কিছু মিনিটের জন্য আকাশে থাকা সমস্ত বিমানের সঙ্গে সংযোগ হারিয়ে ফেলে এটিসি ৷ বিমানবন্দর সূত্রে খবর, যান্ত্রিক ত্রুটির কারণে সমস্ত বিমানের সঙ্গে এটিসি-র যোগাযোগ ছিন্ন হয়ে যায় ৷
তখন মাঝ আকাশে উড়ছে প্রায় ৩০০ বিমান ৷ কিন্তু কন্ট্রোল রুমের সঙ্গে নেই কোনও সংযোগ ৷ যে কোনও মুহূর্তে ঘটতে পারত বড় দুর্ঘটনা ৷ এটিসি জানিয়েছে, মিনিট কয়েকের পরে লিঙ্ক ফিরে এলেও পরিস্থিতি স্বাভাবিক হতে প্রায় দু’ঘণ্টারও বেশি সময় লাগে ৷ বিমান সূত্রে দাবি, BSNL লিঙ্ক না থাকাতেই শুরু হয় সমস্যা ৷ বন্ধ হয়ে যায় সমস্ত তথ্য আদান প্রদান ৷ যশোর রোড এক্সসেঞ্জ থেকে তথ্য না মেলাতেই এই সমস্যা বলে জানা গিয়েছে ৷
advertisement
লিঙ্ক না থাকায় বিমান ওঠানামাতেও সমস্যা হয় ৷ দুর্ঘটনা এড়াতে ম্যানুয়াল পদ্ধতিতে কাজ চালানো হচ্ছে ৷ বুধবারও নেতাজি সুভাষ চন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই সমস্যার মুখোমুখি হয়েছিল ৷ সমস্যা সামাল দিতে এটিসি-র সব কর্মীকে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মাঝ আকাশে প্রায় ৩০০ বিমান, এটিসি হারিয়ে ফেলল যোগাযোগ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement