শহরে আসছেন কানহাইয়া কুমার
Last Updated:
কলকাতায় আসছে কানহাইয়া কুমার ৷ বিধানসভা নির্বাচনের আগে সিপিএম- এর হয়ে শহরে আসছেন JNU-র ছাত্রনেতা কানহাইয়া কুমার ৷ সঙ্গে আসছেন সিপিআই(এম)'র সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ৷
#কলকাতা: কলকাতায় আসছে কানহাইয়া কুমার ৷ বিধানসভা নির্বাচনের আগে সিপিআই(এম)'র হয়ে প্রচার করতে শহরে আসছেন JNU-র ছাত্রনেতা কানহাইয়া কুমার ৷ সঙ্গে আসছেন সিপিআই(এম)'র সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ৷ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ‘দেশবিরোধী’র স্লোগান দেওয়ার অভিযোগে ১২ ফেব্রুয়ারি দিল্লি পুলিশ গ্রেফতার করে কানহাইয়া কুমারকে ৷ রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেফতার হওয়া জেএনইউ-র এই ছাত্রনেতাকে ঘিরে গত কয়েক সপ্তাহ ধরে উত্তাল গোটা দেশ। সংসদ থেকে দিল্লির রাজপথ। কানহাইয়ার মুক্তির দাবিতে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভে সামিল হন হাজার হাজার মানুষ। অবশেষে দু’সপ্তাহ কারাবাসের পর বৃহস্পতিবার তিহার জেল থেকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ধৃত কানহাইয়া কুমার ছাড়া পান ৷ যুব সমাজের বিপুল সমর্থন এখন কানহাইয়ার দিকে ৷ আর সেই সমর্থনকেই রাজ্যে বিধানসভা নির্বাচনে নিজেদের দিকে টানতেই এই কৌশল বামফ্রন্টের বলে মনে করছে ওয়াকিবহল মহল৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 04, 2016 5:33 PM IST