ফেরার হয়েও কলকাতায় অবাধ যাতায়াত কাদেরের ?
Last Updated:
পয়সাওয়ালা বাড়ির বখাটে ছেলের যাবতীয় গুণ ছিল কাদের খানের। ছোটবেলা থেকেই বেপরোয়া মানসিকতা। পার্ক সার্কাসের নর্থ রেঞ্জের তথাকথিত খারাপ ছেলেদের সঙ্গে ওঠা-বসা, মেলামেশা ক্রমশ পাড়ায় অন্য পরিচিতি এনে দিয়েছিল কাদেরের। এই মানসিকতাই শেষ পর্যন্ত কাদেরকে পৌঁছে দেয় পার্ক স্ট্রিটের মত ঘটনার মূল অভিযুক্তের জায়গায়।
#কলকাতা: পয়সাওয়ালা বাড়ির বখাটে ছেলের যাবতীয় গুণ ছিল কাদের খানের। ছোটবেলা থেকেই বেপরোয়া মানসিকতা। পার্ক সার্কাসের নর্থ রেঞ্জের তথাকথিত খারাপ ছেলেদের সঙ্গে ওঠা-বসা, মেলামেশা ক্রমশ পাড়ায় অন্য পরিচিতি এনে দিয়েছিল কাদেরের। এই মানসিকতাই শেষ পর্যন্ত কাদেরকে পৌঁছে দেয় পার্ক স্ট্রিটের মত ঘটনার মূল অভিযুক্তের জায়গায়।
পার্ক স্ট্রিট কাণ্ডের মূল অভিযুক্ত কাদের খান কোথায় ? স্পষ্ট উত্তর নেই পুলিশের কাছে। গোয়েন্দা সূত্রের খবর,, মোবাইল টাওয়ার লোকেশন অনুযায়ী কখনও তিনি নেপালে, তো কখনও বাংলাদেশে। সত্যি কী দেশ ছেড়েছেন কাদের ? উত্তর এখনও অধরা।
পাঁচ নম্বর নর্থ রেঞ্জ, কলকাতা-১৭। এই বাড়িতেই থাকত কাদের। এখন থাকে কাদেরের পরিবার। কিন্তু কাদের সম্বন্ধে মুখ খুলতে নারাজ তাঁরা।
advertisement
advertisement
কেন এত লুকোছাপা ? এলাকাবাসীর কথাতেই তা কিছুটা স্পষ্ট। এলাকায় বড়লোক পরিবারের বখে যাওয়া ছেলে হিসেবেই পরিচিতি কাদেরের। জেদ, বেপরোয়া মানসিকতা, বখাটে ছেলেদের সঙ্গে নিয়মিত মেলামেশা। এভাবেই কাদেরকে চেনে নর্থ রেঞ্জ।
advertisement
advertisement
এবং ফের গা ঢাকা দিত কাদের
২০১২-র ৫ ফেব্রুয়ারি পার্ক স্ট্রিটে সুজেট জর্ডনকে গাড়িতে তুলে ধর্ষণ করা হয়। ঘটনায় উঠে আসে কাদেরের নাম। অভিযোগ দায়েরের পরও কাদের যে তার নিজের পাড়াতেই ছিল, এলাকাবাসীর কথাতেই তা স্পষ্ট।
advertisement
একই বাড়িতে থাকে নাসের খান। ২০১২-র ১৮ ফেব্রুয়ারি রুমান খান, সুমিত বাজাজের সঙ্গে গ্রেফতার হয় নাসের খান। এলাকাবাসীর দাবি, কাদের পালিয়েছে বলেই নাসেরকে ধরেছে পুলিশ।
রেড কর্নার নোটিস জারি করেও কোনও লাভ হয়নি । বার বার বদলেছে কাদেরের মোবাইল টাওয়ার লোকেশন। পুলিশের অনুমান, হয়ত ভোলবদল করেছে কাদের। তার সঠিক অবস্থান নিয়ে এখনও ধন্দে রয়েছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 12, 2015 5:42 PM IST