ফেরার হয়েও কলকাতায় অবাধ যাতায়াত কাদেরের ?

Last Updated:

পয়সাওয়ালা বাড়ির বখাটে ছেলের যাবতীয় গুণ ছিল কাদের খানের। ছোটবেলা থেকেই বেপরোয়া মানসিকতা। পার্ক সার্কাসের নর্থ রেঞ্জের তথাকথিত খারাপ ছেলেদের সঙ্গে ওঠা-বসা, মেলামেশা ক্রমশ পাড়ায় অন্য পরিচিতি এনে দিয়েছিল কাদেরের। এই মানসিকতাই শেষ পর্যন্ত কাদেরকে পৌঁছে দেয় পার্ক স্ট্রিটের মত ঘটনার মূল অভিযুক্তের জায়গায়।

#কলকাতা: পয়সাওয়ালা বাড়ির বখাটে ছেলের যাবতীয় গুণ ছিল কাদের খানের। ছোটবেলা থেকেই বেপরোয়া মানসিকতা। পার্ক সার্কাসের নর্থ রেঞ্জের তথাকথিত খারাপ ছেলেদের সঙ্গে ওঠা-বসা, মেলামেশা ক্রমশ পাড়ায় অন্য পরিচিতি এনে দিয়েছিল কাদেরের। এই মানসিকতাই শেষ পর্যন্ত কাদেরকে পৌঁছে দেয় পার্ক স্ট্রিটের মত ঘটনার মূল অভিযুক্তের জায়গায়।
পার্ক স্ট্রিট কাণ্ডের মূল অভিযুক্ত কাদের খান কোথায় ? স্পষ্ট উত্তর নেই পুলিশের কাছে। গোয়েন্দা সূত্রের খবর,, মোবাইল টাওয়ার লোকেশন অনুযায়ী কখনও তিনি নেপালে, তো কখনও বাংলাদেশে। সত্যি কী দেশ ছেড়েছেন কাদের ? উত্তর এখনও অধরা।
পাঁচ নম্বর নর্থ রেঞ্জ, কলকাতা-১৭। এই বাড়িতেই থাকত কাদের। এখন থাকে কাদেরের পরিবার। কিন্তু কাদের সম্বন্ধে মুখ খুলতে নারাজ তাঁরা।
advertisement
advertisement
কেন এত লুকোছাপা ? এলাকাবাসীর কথাতেই তা কিছুটা স্পষ্ট। এলাকায় বড়লোক পরিবারের বখে যাওয়া ছেলে হিসেবেই পরিচিতি কাদেরের। জেদ, বেপরোয়া মানসিকতা, বখাটে ছেলেদের সঙ্গে নিয়মিত মেলামেশা। এভাবেই কাদেরকে চেনে নর্থ রেঞ্জ।
  • নিয়মিত পার্ক স্ট্রিটের নাইটক্লাবে যাতায়াত ছিল কাদেরের
  • থানার পুলিশ অফিসারদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল
  • advertisement
  • এই ঘনিষ্ঠতাই কাদেরকে প্রথম দিন থেকে বাঁচিয়ে এসেছে
  • প্রথমে সুজেট জর্ডনের অভিযোগ নিতে অস্বীকার করে পার্কস্ট্রিট থানা
  • ঘটনার পরও বেশ কিছুদিন এলাকায় ছিল কাদের
  • দোষী সাব্যস্ত তিন জন ধরা পড়লেও কাদেরের টিকিও ছুঁতে পারেনি পুলিশ
  • একটা সময়ে মুম্বই-এ গা ঢাকা দেয় কাদের
  • advertisement
  • মুম্বই হোটেলের বিল ও আরও কিছু তথ্য সংগ্রহ করে পুলিশ
  • দু-একবার তল্লাশি চালাতে মুম্বই-সহ দেশের বিভিন্ন প্রান্তে যায় পুলিশ
  • পুলিশ পৌঁছনোর আগেই কিভাবে যেন খবর পৌঁছে যেত কাদেরের কাছে
  • এবং ফের গা ঢাকা দিত কাদের
    ২০১২-র ৫ ফেব্রুয়ারি পার্ক স্ট্রিটে সুজেট জর্ডনকে গাড়িতে তুলে ধর্ষণ করা হয়। ঘটনায় উঠে আসে কাদেরের নাম। অভিযোগ দায়েরের পরও কাদের যে তার নিজের পাড়াতেই ছিল, এলাকাবাসীর কথাতেই তা স্পষ্ট।
    advertisement
    একই বাড়িতে থাকে নাসের খান। ২০১২-র ১৮ ফেব্রুয়ারি রুমান খান, সুমিত বাজাজের সঙ্গে গ্রেফতার হয় নাসের খান। এলাকাবাসীর দাবি, কাদের পালিয়েছে বলেই নাসেরকে ধরেছে পুলিশ।
    রেড কর্নার নোটিস জারি করেও কোনও লাভ হয়নি । বার বার বদলেছে কাদেরের মোবাইল টাওয়ার লোকেশন। পুলিশের অনুমান, হয়ত ভোলবদল করেছে কাদের। তার সঠিক অবস্থান নিয়ে এখনও ধন্দে রয়েছে পুলিশ।
    view comments
    বাংলা খবর/ খবর/কলকাতা/
    ফেরার হয়েও কলকাতায় অবাধ যাতায়াত কাদেরের ?
    Next Article
    advertisement
    ‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
    ‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
    • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

    • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

    • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

    VIEW MORE
    advertisement
    advertisement