শহরের হোটেল ইন্ডাস্ট্রিতে প্রচুর চাকরির সুযোগ !

Last Updated:

হঠাৎ করেই কলকাতা শহরের হোটেল ইন্ডাস্ট্রিতে একসঙ্গে অনেক কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে ৷

#কলকাতা: কর্মখালি বিষয়টা এই শহরে খুব একটা চোখে পড়ে না ৷ তাও আবার মনের মতো চাকরির ক্ষেত্রে তো একেবারেই নয় ৷ কিন্তু হঠাৎ করেই কলকাতা শহরের হোটেল ইন্ডাস্ট্রিতে একসঙ্গে অনেক কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে ৷ তার কারণ একটাই, শহরে খুব তাড়াতাড়ি উদ্বোধন হতে চলেছে পাঁচ তারা হোটেল জেডব্লিউ ম্যারিয়ট ৷
পাঁচ তারা হোটেলের চেন হিসেবে ম্যারিয়ট গোটা বিশ্বেই অত্যন্ত পরিচিত নাম ৷ ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারেই তৈরি হচ্ছে এই হোটেল ৷ নতুন হোটেলের জন্য স্বভাবতই প্রয়োজন অনেক কর্মীর ৷ শহরের অন্যান্য ছোট-বড় হোটেল থেকে অনেকে ইতিমধ্যেই এখানে চাকরির আবেদন করে ফেলেছেন ৷ শহরে নতুন পাঁচ তারা হোটেল তৈরি হওয়ায় এই ইন্ডাস্ট্রির কর্মীদের জন্য তাই সুখবর ৷ ৬ এবং ৭ অগাস্ট হোটেলের গ্র্যান্ড বলরুমে ওয়াক ইন ইন্টারভিউর ব্যবস্থা করেছে ম্যারিয়াট ৷ আবেদনকারীদের সঙ্গে করে এক কপি resume এবং একটি পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যেতে হবে ইন্টারভিউয়ে ৷ সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে ইন্টারভিউ ৷
advertisement
কোন কোন পদের জন্য আবেদন করা যাবে, সেটাও একবার দেখে নেওয়া যাক ৷ গেস্ট সার্ভিস অ্যাসোসিয়েট হিসেবে ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস, ফ্রন্ট অফিস, হাইসকিপিং, ডেমি শেফ দি পার্টি, ক্যাশিয়ার, ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েটস, সিকিউরিটি অ্যাসোসিয়েটস, স্পা থেরাপিস্ট এবং ফিটনেস ট্রেনার ৷ এই সবক’টি পদের জন্য ইন্টারভিউ নেওয়া হচ্ছে এই দু’দিন ৷ ম্যারিয়টর পাশাপাশি প্রচুর পদে ভেকেন্সি এখন রাজারহাটের সুইস হোটেলেও ৷ তাই আর দেরি কেন, চটপট সিভি নিয়ে ইন্টারভিউটা দিয়েই আসুন ৷
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
শহরের হোটেল ইন্ডাস্ট্রিতে প্রচুর চাকরির সুযোগ !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement