ISL 2016: মেন্ডোজা-এলানোকে ছাড়াই খেতাব ধরে রাখতে আত্মবিশ্বাসী মাতেরাজ্জি

Last Updated:

চেন্নাইয়ান এফসি খেতাব ধরে রাখার কাজ শুরু করবে তাদের সেরা স্ট্রাইকার স্টিভেন মেন্ডোজাকে ছাড়াই ৷

#কলকাতা:  চেন্নাইয়ান এফসি খেতাব ধরে রাখার কাজ শুরু করবে তাদের সেরা স্ট্রাইকার স্টিভেন মেন্ডোজাকে ছাড়াই, গতবার যিনি একই সঙ্গে সোনার বুট ও সোনার বল জিতেছিলেন। ব্রাজিলীয় স্ট্রাইকার ব্রুনো পেলিসারিও প্রথম দু’বছর চেন্নাইতে থাকার পর, দল বদলেছেন এবার। কোচ মার্কো মাতেরাজ্জি অবশ্য আরও কয়েকজন বিদেশি স্ট্রাইকার এনেছেন দলে, যাদের মধ্যে আছেন নাইজেরীয় ডুডু ওমাগবেমিও এবং কোচ ভাবছেন, এই নতুন স্ট্রাইকারদের দিয়েই কাজ চলে যাবে।
চেন্নাইয়ানের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ অবশ্য ভারতীয় জেজে লালপেখলুয়ার পারফরম্যান্স, গত ১৮ মাসে যিনি ঘরোয়া এবং আন্তর্জতিক আসরে নিয়মিত গোল পেয়ে ঝড় তুলে দিয়েছেন ভারতীয় ফুটবলে। বিপক্ষ দলের কোচ হোসে মলিনার সবচেয়ে বড় অসুবিধা- তিনি নিজে টিমে নতুন, তাঁর টিমে নতুন ফুটবলারের সংখ্যাও প্রচুর। অর্ণব মণ্ডল আর জুয়েল রাজা বাদে গত বারের কোনও দেশীয় ফুটবলার এ বার নেই এটিকে টিমে। স্প্যানিশ স্টপার পাবলো পাঁজরে চোট পেয়ে দেশে ফিরে যাওয়ায় রক্ষণ নিয়েও চিন্তিত এটিকের স্প্যানিশ কোচ। তাঁকে রেখেই গত দেড় মাস স্ট্র্যাটেজি তৈরি করেছিলেন মলিনা। তাই শেষমুহূর্তে ডিফেন্স কী ভাবে সাজাবেন সেটাই বুঝে উঠতে সমস্যা হচ্ছে তাঁর ৷
advertisement
এই সমস্যা মাতেরাজ্জির একেবারেই নেই। আইএসএলের বাকি সাত টিম কোচ বদলালেও চেন্নাইয়ান রেখে দিয়েছে মাতেরাজ্জিকে। শুধু তাই নয়, চ্যাম্পিয়ন টিমের জেজে-সহ ১৪ ফুটবলারকে রেখে দিয়েছে অভিষেক বচ্চনের টিম। তবে গতবারের দুই সফল বিদেশি মেন্ডোজা এবং এলানোকে ধরে রাখতে পারেনি চেন্নাই টিম। ‘‘আমি তারকা প্রথায় চলি না। টিমই আমার কাছে সব। এ বারও আমাদের টিম যথেষ্ট শক্তিশালী। চ্যাম্পিয়ন হিসাবে নামছি বলে কোনও চাপ নেই। শূন্য থেকে শুরু করছি ভেবেই খেলতে নামব।’’ আর এটিকে-র মার্কি ফুটবলার হেল্ডার পস্তিগা নিয়ে মাতেরাজ্জির সাফ বক্তব্য,  ‘‘পস্তিগা বড় ফুটবলার। তবে ওর জন্য আলাদা কোনও ভাবনা নেই। ও যাতে গতবারের পুনরাবৃত্তি করতে না পারে সেটা মাথায় রাখছি।’’
advertisement
advertisement
Photo Courtesy : Chennaiyin FC Photo Courtesy : Chennaiyin FC
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ISL 2016: মেন্ডোজা-এলানোকে ছাড়াই খেতাব ধরে রাখতে আত্মবিশ্বাসী মাতেরাজ্জি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement