ফের রাজ্যে খোঁজ মিলল আইএসআই চরের
Last Updated:
ফের পশ্চিমবঙ্গে খোঁজ মিলল আরও এক আইএসআই চরের ৷ সোমবার সকালে হাওড়ার টিকিয়াপাড়ায় সন্দেহভাজন পাক চর ইলিয়াস মহম্মদের বাড়িতে হানা দিল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।
#কলকাতা : ফের পশ্চিমবঙ্গে খোঁজ মিলল আরও এক আইএসআই চরের ৷ সোমবার সকালে হাওড়ার টিকিয়াপাড়ায় সন্দেহভাজন পাক চর ইলিয়াস মহম্মদের বাড়িতে হানা দিল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। বর্তমানে জার্মানিতে থাকায় অধরা ইলিয়াস। তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রচুর ভুয়ো পাসপোর্ট ও ভোটার কার্ড। পুলিশ সূত্রে খবর, জঙ্গিদের জাল পরিচয়পত্র বানিয়ে দিত ইলিয়াস ৷
টিকিয়াপাড়ার নূর মহম্মদ মুন্সি লেনে রবিবার বিকেলে ইলিয়াস মহম্মদের বাড়িতে হানা দেয় কলকাতা পুলিশের টাস্ক ফোর্স। কলকাতা বন্দর এলাকা থেকে কয়েকদিন আগেই আইএসআই-এর ২ গুপ্তচরকে গ্রেফতার করে এসটিএফ। তাদের কাছ থেকেই ইলিয়াস মহম্মদের খোঁজ মেলে। ধৃত ২ জনকে নিয়েই রবিবার তার বাড়িতে হানা দেয় এসটিএফ। পাশের এলাকায় তার শ্বশুরবাড়িতেও হানা দেয় তারা। উদ্ধার হয় বেশ কিছু জাল পাসপোর্ট ও নথিপত্র । একটি কম্পিউটারের হার্ড ডিস্কও বাজেয়াপ্ত করা হয় তার শ্বশুরবাড়ি থেকে। তার দাদা মহম্মদ ফারুখকে সোমবার লালবাজারে তলব করেছে এসটিএফ।
advertisement
জানা গিয়েছে, মাস দেড়েক আগে সপরিবারে জার্মানিতে চলে যায় ইলিয়াস। ইলিয়াসের মোবাইল ও ল্যাপটপ নিয়ে তলব করা হয়েছে । ইলিয়াসের বিরুদ্ধে অভিযোগ, ভুয়ো পাসপোর্ট ও নথিপত্র বানিয়ে পাকিস্তানে লোক পাঠাত ইলিয়াস, পাকিস্তান ছাড়া ভিন দেশে যেতে হলেও নকল পাসপোর্ট তৈরি করে দিত ৷ দীর্ঘদিন ধরে কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে মুহুরির কাজের অভিজ্ঞতা রয়েছে তার ৷ ফলে যে কোনও কাগজপত্র তৈরিতে সিদ্ধহস্ত ছিল ইলিয়াস ৷ পুলিশের অনুমান, ISI এর নির্দেশ মেনেই কাজ করত ইলিয়াস
advertisement
advertisement
ইলিয়াসের খোঁজে বিমানবন্দরসহ বিভিন্ন দফতরেও খোঁজখবর নেওয়া হচ্ছে। জার্মানির কোন শহরে সে রয়েছে তার সন্ধানে রয়েছে এসটিএফ। কয়েকদিন আগেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তথ্য দেয় আইএসআই-এ নাম নথিভুক্ত করতে হাওড়া থেকে সবচেয়ে বেশি পরিমানে রেজিস্ট্রেশন চলছে। সেই তথ্য দৃঢ় হয় ইলিয়সের সন্ধান মেলায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 07, 2015 2:27 PM IST