#কলকাতা: ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজনৈতিক সংঘর্ষ উত্তপ্ত রাজ্যের বিভিন্ন জেলা ৷ কোথাও সিপিএম কার্যালয় ভাঙচুর। কোথাও আক্রান্ত তৃণমূল নেতা। কোথাও আবার তৃণমূল-সিপিএম সংঘর্ষে আহত শিশু ৷ শুক্রবারের মতো শনিবারও ছবিটা একই ৷ শনিবার ভোররাতে থেকেই দফায় দফায় শাসক বিরোধী সংঘর্ষে চাঞ্চল্য ছড়িয়েছে বিভিন্ন এলাকায় ৷
কামারহাটিকামারহাটির সিপিএমের শাখা অফিস ভাঙচুরের অভিযোগ। শনিবার ভোররাতে উত্তর বাসুদেবপুরের শাখা অফিসে ঢুকে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। পরে কার্যালয়ে আগুন লাগিয়ে দেয়। তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা হামলা চালায় অভিযোগ। বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে।
কল্যাণী
নদিয়ার কল্যাণীতে আক্রান্ত সিপিএমের পোলিং এজেন্ট। শুক্রবার রাতে সগুনা ২ নম্বর লিচুতলার বাসিন্দা অলোক সরকারের বাড়িতে ২০ থেকে ২৫ জনের দুষ্কৃতীদল হামলা চালায় বলে অভিযোগ। সিপিএমের পোলিং এজেন্ট হওয়ায় তৃণমূল আশ্রিত দুষ্ৃতীরা হামলা চালায় বলে দাবি অলোক সরকাররে।বেলঘরিয়াবেলঘরিয়ায় সিপিএমের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। শনিবার ভোররাতে দেশপ্রিয় নগরের পার্টি অফিসে ঢুকে ভাঙচুর ও লুঠপাট চালায় দুষ্কৃতিরা। বেলঘরিয়া থানায় ঘটনার অভিযোগ দায়ের করেছে সিপিএম।
বারুইপুর বারুইপুরে জেলা কংগ্রেস কার্যালয় দখল। শুক্রবার গভীর রাতে কংগ্রেসের কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের পতাকা লাগানোর পাশাপাশি দেওয়ালে তৃণমূলের কার্যালয় লিখে দেওয়া হয়। হামলার আশঙ্কায় কার্যালয়ে আসছেন না কংেগ্রস নেতা কর্মীরা।
জামুরিয়া জামুড়িয়ায় আক্রান্ত সিপিএম। বালানপুরে সিপিএম কর্মীদের লক্ষ করে বোমাবাজির অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বোমার আঘাতে জখম হন তিন সিপিএম কর্মী। তাদের আসানসোল জেলা হাসপাতালে ভরতি করা হয়েছে। গন্ডগোল এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। হামলার অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
আরামবাগআরামবাগের বাটানাল গ্রামের দক্ষিণ পাড়ায় তৃণণূলের দুষ্কৃতিরা সিপিএম সমর্থকদের বাড়িতে হামলা চালায়। বাড়িতে ভাঙচুর করা হয়। একটি ক্লাবে আগুন লাগিয়ে দেওয়া হয়। ব্যাপক বোমাবাজি করা হয় বলে অভিযোগ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Battle For The States, Bengal Polls, Bengali News, Election, ETV News Bangla, Violence, West Bengal Assembly Election 2016, রাজনৈতিক সংঘর্ষ