১০ দিনের মধ্যে প্রাপ্ত নম্বর সহ জয়েন্টের মেধা তালিকা প্রকাশের নির্দেশ আদালতের

File Photo

File Photo

দশদিনের মধ্যে জয়েন্ট মেডিক্যালের মেধা তালিকা প্রকাশের নির্দেশ দিল হাইকোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি গিরিশ গুপ্তর ডিভিশন বেঞ্চ ৷

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: দশদিনের মধ্যে জয়েন্ট মেডিক্যালের মেধা তালিকা প্রকাশের নির্দেশ দিল হাইকোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি গিরিশ গুপ্তর ডিভিশন বেঞ্চ ৷ জয়েন্ট এন্ট্রাস বোর্ডের ওয়েবসাইটে পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বর সহ প্রথম চার হাজার জনের নামের তালিকা প্রকাশ করতে হবে বলে জানিয়ে দিল আদালত ৷

    মেডিক্যাল জয়েন্টের মেধাতালিকায় কারচুপির অভিযোগে কলকাতা হাইকোর্টে দায়ের হয় একটি জনস্বার্থ মামলা ৷ সেই মামলার শুনানিতেই, এক নম্বর থেকে চারহাজার র‍্যাঙ্কে থাকা পরীক্ষার্থীদের রোল নম্বর, জন্ম তারিখ, নাম ও পরীক্ষায় প্রাপ্ত নম্বর-সহ মেধাতালিকা পুনরায় প্রকাশ করার নির্দেশ দিয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি গিরিশ গুপ্তর ডিভিশন বেঞ্চ ৷ এর জন্য দশ দিনের সময়সীমাও বেঁধে দিয়েছে হাইকোর্ট ৷ কিন্তু ইতিমধ্যে ভর্তির জন্য কলেজগুলিতে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ৷ তাই মেধাতালিকায় কোনও পরিবর্তন হলে সে ক্ষেত্রে ভর্তির সময় তৈরি হতে পারে নতুন করে জটিলতা ৷

    গত ২৫ অগাস্ট রাজ্য মেডিক্যাল জয়েন্ট পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় ৷ মেধাতালিকায় ৫০ শতাংশ নম্বর পেয়ে পাশ করেছেন ১২ হাজার ১৮৩ জন ৷ কিন্তু ফল ঘোষণা হওয়ার পরই জয়েন্ট বোর্ডের বিরুদ্ধে অস্বচ্ছতার অভিযোগ ওঠে ৷ এক জয়েন্ট পরীক্ষার্থীর অভিভাবক জয়েন্ট বোর্ডের বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন ৷ সেই মামলায় এদিন হাইকোর্ট জানিয়ে দেয়, মেধাতালিকা প্রকাশেই জনস্বার্থ মামলা নিষ্পত্তি হবে ৷

    First published:

    Tags: Bengali News, Calcutta High Court, ETV News Bangla, Joint Entrance, Joint Entrance Examination Result, Kolkata, Kolkata High court, Medical Joint Entrance, Medical Joint Entrance Examination