১০ দিনের মধ্যে প্রাপ্ত নম্বর সহ জয়েন্টের মেধা তালিকা প্রকাশের নির্দেশ আদালতের

Last Updated:

দশদিনের মধ্যে জয়েন্ট মেডিক্যালের মেধা তালিকা প্রকাশের নির্দেশ দিল হাইকোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি গিরিশ গুপ্তর ডিভিশন বেঞ্চ ৷

#কলকাতা: দশদিনের মধ্যে জয়েন্ট মেডিক্যালের মেধা তালিকা প্রকাশের নির্দেশ দিল হাইকোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি গিরিশ গুপ্তর ডিভিশন বেঞ্চ ৷ জয়েন্ট এন্ট্রাস বোর্ডের ওয়েবসাইটে পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বর সহ প্রথম চার হাজার জনের নামের তালিকা প্রকাশ করতে হবে বলে জানিয়ে দিল আদালত ৷
মেডিক্যাল জয়েন্টের মেধাতালিকায় কারচুপির অভিযোগে কলকাতা হাইকোর্টে দায়ের হয় একটি জনস্বার্থ মামলা ৷ সেই মামলার শুনানিতেই, এক নম্বর থেকে চারহাজার র‍্যাঙ্কে থাকা পরীক্ষার্থীদের রোল নম্বর, জন্ম তারিখ, নাম ও পরীক্ষায় প্রাপ্ত নম্বর-সহ মেধাতালিকা পুনরায় প্রকাশ করার নির্দেশ দিয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি গিরিশ গুপ্তর ডিভিশন বেঞ্চ ৷ এর জন্য দশ দিনের সময়সীমাও বেঁধে দিয়েছে হাইকোর্ট ৷ কিন্তু ইতিমধ্যে ভর্তির জন্য কলেজগুলিতে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ৷ তাই মেধাতালিকায় কোনও পরিবর্তন হলে সে ক্ষেত্রে ভর্তির সময় তৈরি হতে পারে নতুন করে জটিলতা ৷
advertisement
গত ২৫ অগাস্ট রাজ্য মেডিক্যাল জয়েন্ট পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় ৷ মেধাতালিকায় ৫০ শতাংশ নম্বর পেয়ে পাশ করেছেন ১২ হাজার ১৮৩ জন ৷ কিন্তু ফল ঘোষণা হওয়ার পরই জয়েন্ট বোর্ডের বিরুদ্ধে অস্বচ্ছতার অভিযোগ ওঠে ৷ এক জয়েন্ট পরীক্ষার্থীর অভিভাবক জয়েন্ট বোর্ডের বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন ৷ সেই মামলায় এদিন হাইকোর্ট জানিয়ে দেয়, মেধাতালিকা প্রকাশেই জনস্বার্থ মামলা নিষ্পত্তি হবে ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
১০ দিনের মধ্যে প্রাপ্ত নম্বর সহ জয়েন্টের মেধা তালিকা প্রকাশের নির্দেশ আদালতের
Next Article
advertisement
West Bengal Weather Update: ফিরছে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! ঠান্ডা বাড়বে গোটা রাজ্যেই
ফিরছে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! ঠান্ডা বাড়বে গোটা রাজ্যেই
  • দক্ষিণবঙ্গে আগামী দু’দিন সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে

  • ফিরছে শীত

  • জাঁকিয়ে ঠান্ডা গোটা রাজ্যেই

VIEW MORE
advertisement
advertisement