কী বলছে আজকের খবরের কাগজ ? দেখে নিন

Last Updated:

এক নজরে, একজায়গায় দেখে নিন কলকাতার বিভিন্ন কাগজের সেরা খবর গুলি ৷

প্রতিদিনের ব্যস্ততায় খবর কাগজ খুঁটিয়ে পড়া সম্ভব হয় না ৷ অনেক সময় গুরুত্বপূর্ণ খবর চোখ এড়িয়ে যায় ৷ তাছাড়া একাধিক কাগজও পড়ার মতো সময় কারোর হাতেই নেই ৷ তাই আসুন এক নজরে, একজায়গায় দেখে নিন কলকাতার বিভিন্ন কাগজের সেরা খবর গুলি ৷ শনিবারের গুরুত্বপূর্ণ খবরগুলি হল-
anandabazar11
রাজ্যেরও নারদ-তদন্ত, দায়িত্বে রাজীব
advertisement
নারদ কাণ্ড নিয়ে জনস্বার্থ মামলা চলছে হাইকোর্টে। গোপন ক্যামেরায় তোলা ফুটেজ খাঁটি কি না, জানতে ফরেন্সিক পরীক্ষার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। স্টিং অপারেশনের সত্যতা খতিয়ে দেখছে‌ লোকসভার এথিক্স কমিটিও। এরই মধ্যে শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, বিষয়টি নিয়ে রাজ্য সরকারও তদন্ত করবে। তদন্তকারী দলের নেতৃত্ব দেবেন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার।
advertisement
কুৎসার বিরুদ্ধে রায়, বললেন ত্রিপাঠীও
তৃণমূলের সরকার ফের ক্ষমতায় আসার পরে নতুন বিধানসভায় রাজ্যপালের প্রথম ভাষণেই ‘মা-মাটি-মানুষে’র জয়ের ভূয়সী প্রশংসা শোনা গেল। বলা হল, বিধানসভা ভোটে রাজ্যের মানুষ কুৎসার রাজনীতির বিরুদ্ধে রায় দিয়েছেন। রাজ্যপালের এমন ভাষণ শুনে বিরোধী শিবিরের অভিযোগ, রাজ্যের সাংবিধানিক প্রধানকে দিয়ে সরাসরি শাসক দলের রাজনৈতিক বক্তব্যই বলিয়ে নেওয়া হয়েছে!
advertisement
রামকৃষ্ণ মিশনে হুমকি, ঢাকার পাশেই দিল্লি
ঢাকার রামকৃষ্ণ মিশনে  জঙ্গি- হুমকির ঘটনাকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে বিষয়টি নিয়ে আজ বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে কথা বলেছেন। আবার এ দিনই বেলুড় রামকৃষ্ণ মিশনের সাধারন সম্পাদক স্বামী সুহিতানন্দ এবং জনসংযোগের ভারপ্রাপ্ত স্বামী শুভকরানন্দ দিল্লি এসে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।
advertisement
মহিলাদের জাপ্টে ধরে পিছলে পালাচ্ছে ‘ভূত’
সন্ধ্যা নামতেই ‘ভূতে’র আতঙ্কে ঘরে ঢুকে যাচ্ছে গোটা গ্রাম। শিশু, মহিলা-কিশোর-কিশোরীরা সিঁটিয়ে ঘরে বসে থাকছেন। পুরুষরা লাঠি বল্লম, দা, কুড়ুল হাতে গোটা গ্রাম পাহারা দিচ্ছেন। ডাঙ্গি, কোহিনূর, উত্তর মহাকালগুড়ি, শালধূরা ও ইন্দিরা কলোনি-সহ শামুকতলার প্রতিটি গ্রামের রাতের ছব এখন এটাই।
bartaman_big11
advertisement
গলা কেটে খুন দুই বোনকে, আটক গৃহশিক্ষক, বাড়ছে রহস্য
বৃহস্পতিবার সন্ধ্যায় মহম্মদবাজারে জনবহুল এলাকায় একটি বাড়িতে রহস্যজনকভাবে গলা কেটে দুই বোনকে খুন করা হয়। মৃতদের নাম সুস্মিতা সাধু(১৫) ও পুষ্পিতা ওরফে সমাপ্তি সাধু(১৩)। রহস্যজনক এই ঘটনাটি জানাজানি হয় সন্ধ্যা সাতটা নাগাদ। মৃত দুই বোনের মা অপর্ণা সাধুই প্রথম তাদের মৃতদেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে নিজের ভাইকে ফোন করে ঘটনার কথা জানান। তাঁর কান্নাকাটি শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। পুলিশ রাতেই মৃতদেহ উদ্ধার করে।
advertisement
নারদকাণ্ডে এবার সিপি’কে তদন্ত করার নির্দেশ মমতার
ভোটের আগে নারদ ইস্যুতে রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছিল। বিরোধীরা ভোটে একেই বড়সড় ইস্যু করেছিল। যদিও ভোটের ফলে তার কোনও প্রভাব পড়েনি। এবার সাধারণ মানুষের কাছে নিজের ভাবমূর্তি তুলে ধরতে ও প্রকৃত সত্য খুঁজে বার করতে নারদা স্টিংকাণ্ডের পুলিশি তদন্তের নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার ওই তদন্ত করবেন।
advertisement
দীঘার কাছে হলদিয়ার থেকেও বড় বন্দর তৈরি হচ্ছে, সিদ্ধান্ত রাজ্যের
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দীঘার কাছে তাজপুর-শংকরপুরের মাঝে সমুদ্রবন্দর তৈরির সিদ্ধান্ত নিল। যা দ্বিতীয় তৃণমূল সরকারের প্রথম বড় উদ্যোগ। প্রস্তাবিত এই বন্দর হলদিয়া বন্দরের থেকেও বড় হবে। শুক্রবার বিধানসভায় নিজের চেয়ারে বসে ওই বন্দর তৈরির সমীক্ষা রিপোর্ট দেখে তা তৈরির সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী।
ডান চোখের বদলে বাঁ চোখে অপারেশন বৃদ্ধার
বয়সের ভার শরীরে ছাপ ফেললেও, ক’দিন আগেও শান্তিবালা দাস বেশ তরতাজা ছিলেন। ডান চোখে কিছুটা ঝাপসা দেখছেন বলে কাঁচরাপাড়া থেকে নিজেই কল্যাণীতে মেয়ের বাড়িতে চোখের চিকিৎসা করাতে আসেন। ডান চোখের অবস্থা দেখে হাসপাতালের চিকিৎসক অস্ত্রোপচার করার পরামর্শ দেন। ওটি থেকে মা বেরতেই মেয়ের চক্ষু চড়কগাছ।
ei samay
নারদায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ, দায়িত্ব CP-কে
নারদা নিয়ে নীরবতা ভেঙে অবশেষে তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে ৷
ISIS-এর ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক অ্যানোনিমাসের
সাতরঙে রেঙে উঠল আইসিস ট্যুইটার অ্যাকাউন্ট ৷ বিশ্বব্যাপী সন্ত্রাস সৃষ্টিকারী জঙ্গি সংগঠনের ট্যুইটার অ্যাকাউন্টে হ্যাক করল অ্যানোনিমাস ৷ অ্যাকাউন্ট পোয়্ট করা হল এলজিবিটি সংক্রান্ত বিবিধ কনটেন্ট৷
রিও অলিম্পিকে BAN রাশিয়ার অ্যাথলিটরা
নভেম্বর থেকে ঝুলছিল খাঁড়া ৷ তবে সকলেই ভেবেছিলেন, রিও অলিম্পিকের আগে উঠে যাবে নির্বাসন ৷ কিন্তু সেই ধারণাকে নস্যাৎ করে রাশিয়াকে আসন্ন রিও অলিম্পিক থেকে ব্যান করার সিদ্ধান্ত নিল বিশ্ব অ্যাথলেটিক্স নিয়মক সংস্থা (IAAF) ৷
‘জাতপাত নিয়ে যাদের মাথাব্যাথা, তারাই আসলে দেশদ্রোহী’
কোনও নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ নয়, ভারতের আসল দেশদ্রোহী জাতপাতের রাজনীতি ৷ লন্ডন স্কুল অফ ইকনমিকসের আলোটনা সভায় দ্বিধাহীন ভাবে জানিয়ে দিলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
কী বলছে আজকের খবরের কাগজ ? দেখে নিন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement