ইস্টবেঙ্গলে পতাকা উত্তোলন,ফুটবলারদের চোখ আই লিগে
Last Updated:
লিগের শেষ ম্যাচের আগেই পতাকা উত্তোলন সেরে ফেলল ইস্টবেঙ্গল।
#কলকাতা: লিগের শেষ ম্যাচের আগেই পতাকা উত্তোলন সেরে ফেলল ইস্টবেঙ্গল। ক্লাব তাঁবুতে ফুটবলারদের সঙ্গে নিয়ে টানা সাত বার লিগ জয়ের উৎসবে মাতলেন লাল-হলুদ কর্তারা। রবিবার বারাসতে এরিয়ানের বিরুদ্ধে নামছে কলকাতা লিগ চ্যাম্পিয়নরা।
লিগের রং লাল-হলুদ। টানা ৭ বার কলকাতা লিগ জয়ের পর শুক্রবারই পতাকা উত্তোলন সেরে ফেলল ইস্টবেঙ্গল। ডার্বির ওয়াকওভারের পরেই সমর্থকেরা নিশ্চিত ছিলেন লিগ এবারও ইস্টবেঙ্গল তাঁবুতেই আসছে। তাই উৎসব থাকলেও তাতে বাড়তি উচ্ছ্বাস রইল না। সমর্থকদের উপস্থিতিও অন্যবারের তুলনায় কম। তবে প্রথা মেনে ডং-মেহতাবদের সঙ্গে পতাকা তুললেন ক্লাব সচিব। সুরজিৎ সেনগুপ্তের মতো প্রাক্তনরাও উপস্থিত ছিলেন। রসগোল্লার ঢাউস হাঁড়িও মজুত ছিল। তবু মিষ্টিমুখ আর আনন্দের মাঝে আই লিগ জেতার দাবিটাই বড় হয়ে দেখা দিল। ফুটবলারদের পাখির চোখও আই লিগে।
advertisement
আই লিগের আগেই সব ফুটবলারকে নিয়ে সাতবার লিগ জয়ের সেলিব্রেশন সারবেন কর্তারা। আমন্ত্রণ জানানো হবে দল ছেড়ে যাওয়া ফুটবলারদেরও।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 16, 2016 5:17 PM IST