‘খাবার খাচ্ছিলাম, হঠাৎ দেখি ব্রিজ ভেঙে বাড়ির দিকে ধেয়ে আসছে’, ভীত কলকাতাবাসী !

Last Updated:

এখনও স্তব্দ ! বাকরুদ্ধ ! চোখের ওপর এটা কী দেখলাম ? গোটা রাত ঘুমোতে পারেনি বিবেকানন্দ উড়ালপুল লাগোয়া ভট্টাচার্য পরিবার ৷ চোখ বুঝলেই চোখের সামনে ভেসে উঠছে, সেই ভয়ঙ্কর দৃশ্যগুলো ! ধুলোমাখা গন্ধটা এখনও রয়েছে ৷

#কলকাতা: এখনও স্তব্দ ! বাকরুদ্ধ ! চোখের ওপর এটা কী দেখলাম ? গোটা রাত ঘুমোতে পারেনি বিবেকানন্দ উড়ালপুল লাগোয়া ভট্টাচার্য পরিবার ৷ চোখ বুঝলেই চোখের সামনে ভেসে উঠছে, সেই ভয়ঙ্কর দৃশ্যগুলো ! ধুলোমাখা গন্ধটা এখনও রয়েছে ৷ ‘বড্ড ভয় করছে !’ উৎকন্ঠা নিয়ে ঠিক এমনটিই বলছেন ভট্টাচার্য পরিবারের কর্তা কৌশিক ভট্টাচার্য ৷ কৌশিক কাজ করেন ব্রিটিশ টেলিকমে ৷ রোজ ১২টা নাগাদই বাড়ি থেকে বেরিয়ে অফিসে যান ৷ কিন্তু এক সপ্তাহ হল, অফিস যাওয়ার টাইমে ঘটেছে বদল ৷ ১২টা পরিবর্তে সকাল ১১ টা ৷ তাই ব্রিজ ভাঙার দৃশ্য নিজে চোখে দেখেননি ৷ তবে ভাঙার খবর পেয়েই ছুটে এসেছিলেন বাড়িতে ৷ সব্বাই ঠিক আছে তো?
কৌশিক জানালেন, ‘মা-বাবা ছিল বাড়িতে ৷ ব্রিুজের দিকের ঘরটাতেই বসেছিলেন তাঁরা ৷ বাবার কাছে শুনলাম ভয়ঙ্কর সেই দৃশ্যের কথা ৷’ কৌশিকের বাবা ঘরে বসে খাবার খাচ্ছিলেল ৷ কৌশিকের মা ছিলেন পাশে বসেই হঠাৎই কানফাটা আওয়াজ ৷ কৌশিকের বাবা দেখলেন, বাড়ির দিকে ধেয়ে আসছে নতুন সেতুটি ৷ একটুও না ভেবে, স্ত্রীকে নিয়ে অন্য ঘরে ছুট ৷ প্রাণে বাঁচলেও, ক্ষতি হয়েছে বাড়িটির ৷
advertisement
শুধু কৌশিক নন, বিবেকানন্দ সেতু-র আশে-পাশের প্রচুর মানুষ চাক্ষুষ করেছেন বিভৎস দৃশ্য ৷ আর কেউ ব্রিজের তলায় হারিয়েছেন প্রিয়জনদের ৷ শহর এখনও থমকে ৷ রাত কেটে ভোর হয়েছে ৷ এখনও চলছে উদ্ধারকার্য ৷ তারই মধ্যে পুরনো ছন্দে ফেরার চেষ্টা ব্যস্ত মহানগর ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘খাবার খাচ্ছিলাম, হঠাৎ দেখি ব্রিজ ভেঙে বাড়ির দিকে ধেয়ে আসছে’, ভীত কলকাতাবাসী !
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement