‘খাবার খাচ্ছিলাম, হঠাৎ দেখি ব্রিজ ভেঙে বাড়ির দিকে ধেয়ে আসছে’, ভীত কলকাতাবাসী !

Last Updated:

এখনও স্তব্দ ! বাকরুদ্ধ ! চোখের ওপর এটা কী দেখলাম ? গোটা রাত ঘুমোতে পারেনি বিবেকানন্দ উড়ালপুল লাগোয়া ভট্টাচার্য পরিবার ৷ চোখ বুঝলেই চোখের সামনে ভেসে উঠছে, সেই ভয়ঙ্কর দৃশ্যগুলো ! ধুলোমাখা গন্ধটা এখনও রয়েছে ৷

#কলকাতা: এখনও স্তব্দ ! বাকরুদ্ধ ! চোখের ওপর এটা কী দেখলাম ? গোটা রাত ঘুমোতে পারেনি বিবেকানন্দ উড়ালপুল লাগোয়া ভট্টাচার্য পরিবার ৷ চোখ বুঝলেই চোখের সামনে ভেসে উঠছে, সেই ভয়ঙ্কর দৃশ্যগুলো ! ধুলোমাখা গন্ধটা এখনও রয়েছে ৷ ‘বড্ড ভয় করছে !’ উৎকন্ঠা নিয়ে ঠিক এমনটিই বলছেন ভট্টাচার্য পরিবারের কর্তা কৌশিক ভট্টাচার্য ৷ কৌশিক কাজ করেন ব্রিটিশ টেলিকমে ৷ রোজ ১২টা নাগাদই বাড়ি থেকে বেরিয়ে অফিসে যান ৷ কিন্তু এক সপ্তাহ হল, অফিস যাওয়ার টাইমে ঘটেছে বদল ৷ ১২টা পরিবর্তে সকাল ১১ টা ৷ তাই ব্রিজ ভাঙার দৃশ্য নিজে চোখে দেখেননি ৷ তবে ভাঙার খবর পেয়েই ছুটে এসেছিলেন বাড়িতে ৷ সব্বাই ঠিক আছে তো?
কৌশিক জানালেন, ‘মা-বাবা ছিল বাড়িতে ৷ ব্রিুজের দিকের ঘরটাতেই বসেছিলেন তাঁরা ৷ বাবার কাছে শুনলাম ভয়ঙ্কর সেই দৃশ্যের কথা ৷’ কৌশিকের বাবা ঘরে বসে খাবার খাচ্ছিলেল ৷ কৌশিকের মা ছিলেন পাশে বসেই হঠাৎই কানফাটা আওয়াজ ৷ কৌশিকের বাবা দেখলেন, বাড়ির দিকে ধেয়ে আসছে নতুন সেতুটি ৷ একটুও না ভেবে, স্ত্রীকে নিয়ে অন্য ঘরে ছুট ৷ প্রাণে বাঁচলেও, ক্ষতি হয়েছে বাড়িটির ৷
advertisement
শুধু কৌশিক নন, বিবেকানন্দ সেতু-র আশে-পাশের প্রচুর মানুষ চাক্ষুষ করেছেন বিভৎস দৃশ্য ৷ আর কেউ ব্রিজের তলায় হারিয়েছেন প্রিয়জনদের ৷ শহর এখনও থমকে ৷ রাত কেটে ভোর হয়েছে ৷ এখনও চলছে উদ্ধারকার্য ৷ তারই মধ্যে পুরনো ছন্দে ফেরার চেষ্টা ব্যস্ত মহানগর ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘খাবার খাচ্ছিলাম, হঠাৎ দেখি ব্রিজ ভেঙে বাড়ির দিকে ধেয়ে আসছে’, ভীত কলকাতাবাসী !
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement