নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যেই ১৯ মে রাজ্যে ভোট গণনা
Last Updated:
শান্তিতেই শেষ হয়েছে রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের ভোটপর্ব। ১৯ মে ইভিএম খুলে শুরু হবে ভোট গণনা। ৬ দফা ভোটগ্রহণ পর্বের পর ভোট গণনাও যাতে শান্তিপূর্ণ হয় তার জন্যও যথেষ্ট সাবধানী নির্বাচন কমিশন। কমিশনের তরফে নেওয়া হয়েছে একাধিক সুরক্ষা ব্যবস্থা।
#কলকাতা: শান্তিতেই শেষ হয়েছে রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের ভোটপর্ব। ১৯ মে ইভিএম খুলে শুরু হবে ভোট গণনা। ৬ দফা ভোটগ্রহণ পর্বের পর ভোট গণনাও যাতে শান্তিপূর্ণ হয় তার জন্যও যথেষ্ট সাবধানী নির্বাচন কমিশন। কমিশনের তরফে নেওয়া হয়েছে একাধিক সুরক্ষা ব্যবস্থা।
বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা বাদ দিলে মোটামুটি শান্তিপূর্ণই হয়েছে রাজ্যের ভোটগ্রহণ। এবার নতুন চ্যালেঞ্জের মুখে নির্বাচন কমিশন। সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ভোটগণনার লক্ষ্যে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। ভোট মিটে যাওয়ার পর গণনা পর্যন্ত সময়েও বাড়তি সতর্ক ছিল কমিশন। রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের ভোটগণনার জন্য রয়েছে, ৯০টি গণনা কেন্দ্র ৷ ৩১২ টি স্ট্রং রুমে কড়া পাহারায় সংরক্ষিত রয়েছে ইভিএমগুলি ৷ গণনা কেন্দ্রের ৪,৯৩২টি গণনা টেবিলে চলবে গণনা ৷
advertisement
উল্লেখযোগ্য গণনা কেন্দ্র দেখে নেওয়া যাক এক নজরে,
advertisement
-কলকাতা উত্তরের সাতটি বিধানসভা কেন্দ্রের ( চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা, কাশিপুর-বেলগাছিয়া) গণনা হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে
- কলকাতা বন্দরের গণনা কেন্দ্র সেন্ট টমাস বয়েজ স্কুলে
- ভবানীপুরের গণনা কেন্দ্র শাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাইস্কুল
advertisement
- রাসবিহারীর গণনা কেন্দ্র বালিগঞ্জ গভর্মেন্ট হাইস্কুল
- বালিগঞ্জের গণনা কেন্দ্র ডেভিড হেয়ার ট্রেনিং কলেজ
- কসবা ও যাদবপুরের গণনা কেন্দ্র গীতাঞ্জলি স্টেডিয়াম
- টালিগঞ্জ ও বেহালা পশ্চিমের গণনা কেন্দ্র হেস্টিংস হাউস
- বেহালা পূর্বের গণনা কেন্দ্র ব্রতচারী বৃদ্ধাশ্রম, ঠাকুরপুকুর
advertisement
- বিধাননগর ও রাজারহাট-গোপালপুরের গণনা কেন্দ্র বিধাননগর কলেজ
- ভাঙড়ের গণনা কেন্দ্র সোনারপুর মহাবিদ্যালয়
- খড়দহ, দমদম উত্তর, পানিহাটি, কামারহাটি, বরাহনগরের গণনাকেন্দ্র - গুরু নানক ডেন্টাল কলেজ
- নন্দীগ্রামের গণনা কেন্দ্র হলদিয়া গভর্মেন্ট স্পনসর্ড সেকেন্ডারি স্কুল
- সিঙ্গুরের গণনা কেন্দ্র চন্দননগর গভর্নমেন্ট কলেজ
advertisement
ভোটপর্ব মিটতেই কড়া নিরাপত্তায় স্ট্রং রুমে পৌঁছে গিয়েছে ইভিএম। জোরদার করা হয়েছে স্ট্রং রুমের নিরাপত্তাও। রাজ্যজুড়ে স্ট্রং রুমগুলিতে মোতায়েন রয়েছে ৭৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷ গণনার দিন কেন্দ্রীয় বাহিনীর সঙ্গেই পাহারায় থাকবে রাজ্য পুলিশও ৷ কমিশন সূত্রে খবর, গণনা কেন্দ্রগুলিকে ত্রি-স্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ৷
ভোটগণনা যাতে সু্ষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে হয়, তার জন্য কমিশনের তরফে সবরকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই লক্ষ্যে ইতিমধ্যে একাধিকবার প্রস্তুতি বৈঠকও সেরে ফেলেছেন CEO সুনীল গুপ্তা ও অন্যান্য আধিকারিকরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 11, 2016 5:49 PM IST