সাড়ে ১১টা পর্যন্ত কমিশনে জমা পড়ল ৮৬০টি অভিযোগ

Last Updated:

প্রথম দিনের নির্বাচনের তুলনায় সোমবার অভিযোগের সংখ্যা অনেক বেশি ৷ প্রথম চার ঘণ্টায় নির্বাচন কমিশনের কাছে তিনটি জেলা থেকে ৮৬০টি অভিযোগ জমা পড়ল ৷ প্রথম দিনে তিন ঘণ্টায় ৫৬৯টি অভিযোগ জমা পড়েছিল ৷ নির্বাচন কমিশন জানিয়েছেন, জমা পড়া ৮৬০টি অভিযোগের মধ্যে ইতিমধ্যে ৬০০ টি অভিযোগের সমাধান করা সম্ভব হয়েছে ৷

#কলকাতা: বেলা বাড়তেই জমা পড়ছে একের পর এক অভিযোগ ৷ প্রথম দিনের নির্বাচনের তুলনায় সোমবার জমা পড়া অভিযোগের সংখ্যা অনেক বেশি ৷ প্রথম চার ঘণ্টায় নির্বাচন কমিশনের কাছে তিনটি জেলা থেকে  জমা পড়ল ৮৬০টি অভিযোগ ৷ প্রথম দিনে তিন ঘণ্টায় ৫৬৯টি অভিযোগ জমা পড়েছিল ৷ নির্বাচন কমিশন জানিয়েছেন, জমা পড়া ৮৬০টি অভিযোগের মধ্যে ইতিমধ্যে ৬০০ টি অভিযোগের সমাধান করা সম্ভব হয়েছে ৷
নির্বাচন কমিশন সূত্রে খবর, সব থেকে বেশি অভিযোগ জমা পড়েছে পশ্চিম মেদিনীপুর ও বর্ধমান জেলা থেকে ৷ সকাল থেকে বর্ধমানের জামুরিয়া, পশ্চিম মেদিনীপুরের মানস ভুঁইঞার নির্বাচনী কেন্দ্র সবং, সূর্যকান্ত মিশ্রের নির্বাচনী কেন্দ্র নারায়ণগড় এবং বাঁকুড়ার সোনামুখী থেকে একের পর এক উত্তেজনার খবর এসে পৌঁছেছে ৷ এদিন প্রথম দফার প্রথম পর্বের চেয়ে বেশি সংখ্যায় এবং বেশি গুরুতর অভিযোগ জমা পড়েছে ৷
advertisement
সোনামুখীতে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরার অভিযোগ উঠেছে তো জামুরিয়াতে পোলিং এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে ৷ এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ৷ জামুরিয়া থেকে উদ্ধার হয়েছে ব্যাগ ভর্তি বোমাও ৷ একের পর এক জায়গা থেকে পোলিং এজেন্টদের বুথে ঢুকতে না দেওয়ার অভিযোগ এসেছে ৷ কোথাও বিক্ষোভ, কোথাও মারধরের অভিযোগ এসেছে ৷
advertisement
advertisement
নির্বাচনী নির্ঘণ্ট মেনে সোমবার পশ্চিমবঙ্গে শুরু হল ২০১৬ বিধানসভা ভোটের প্রথম দফার দ্বিতীয় পর্ব ৷ নির্বাচন কমিশনের নজরদারিতে সোমবার ১১ এপ্রিল তিনটি জেলায় ৩১টি বিধানসভা কেন্দ্রে ৮৪৬৫টি বুথে মোট ১৬৩ জন প্রার্থীর পাশাপাশি দুই হেভিওয়েট জোট প্রার্থী সূর্যকান্ত মিশ্র এবং মানস ভুঁইঞারও ভাগ্য নির্ধারণ হতে চলেছে ৷ এদিন পশ্চিম মেদিনীপুরের ১৩টি কেন্দ্রে, বাঁকুড়ার ৯টি ও বর্ধমানের ৯টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৭টা থেকে ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
সাড়ে ১১টা পর্যন্ত কমিশনে জমা পড়ল ৮৬০টি অভিযোগ
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement