সবজিতে বিষাক্ত রং, ধৃত ৪

Last Updated:

তাজা দেখাতে সবজিতে রাসায়নিক রং ব্যবহার। টিটাগড়ের তালপুকুর বাজারে হানা দিয়ে চারজনকে গ্রেফতার করল বারাকপুর পুলিশ কমিশনারেটের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।

#টিটাগড়: তাজা দেখাতে সবজিতে রাসায়নিক রং ব্যবহার। টিটাগড়ের তালপুকুর বাজারে হানা দিয়ে চারজনকে গ্রেফতার করল বারাকপুর পুলিশ কমিশনারেটের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। উদ্ধার করা হয়েছে রং করা সবজিও। ধৃতদের দাবি, পাইকারি বাজার থেকে রং করা সবজিই কেনেন তাঁরা। তবে কোথায়, কারা সবজিতে রাসায়নিক মেশাচ্ছে তা জানতে, ধৃতদের জেরা করছে পুলিশ।
আলু-পটল-বেগুন-উচ্ছে বা হরেকরকমের তাজা সবজি। স্বাস্থ্যকরও বটে। বাজারে গিয়ে চোখ টানে বিভিন্ন টাটকা সবজি। কিন্তু সেই সবজিতেই মিশছে বিষ। উজ্জ্বল দেখাতে মেশানো হচ্ছে রাসায়নিক রং। গোপন সূত্রে খবর পেয়ে টিটাগড়ের তালপুকুর বাজারে হানা দেয় বারাকপুর পুলিশ কমিশনারেটের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। গ্রেফতার করা হয় এক মহিলা-সহ তিন বিক্রেতাকে। পালিয়ে যান কয়েকজন।
বিক্রেতাদের দাবি, পাইকারি বাজার থেকে রং করা সবজিই কেনেন তাঁরা।
advertisement
advertisement
কোথায় সবজিতে রাসায়নিক মেশানো হচ্ছে, ধৃতদের জেরা করে তা জানতে চাইছে পুলিশ। চক্রের মূল পান্ডাকে খুঁজছে পুলিশ। উদ্ধার করা হয়েছে কয়েক কেজি রং করা সবজিও।
বাংলা খবর/ খবর/কলকাতা/
সবজিতে বিষাক্ত রং, ধৃত ৪
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement