নারদকাণ্ডে এবার শুভেন্দু, ববি হাকিম, সুব্রত ও কাকলিকে তলব করল ইডি
Last Updated:
#কলকাতা: নারদকাণ্ডে এবার পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তলব করল ইডি। আগামী সোমবার তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও কাকলি ঘোষ দস্তিদার, নগরোন্নায়ন মন্ত্রী ববি হাকিম ও পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কেও ডেকে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট ৷
গত সপ্তাহে নারদকাণ্ডেই জিজ্ঞাসাবাদের জন্য কাকলি ঘোষ দস্তিদার ও পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে তলব করে সিবিআই ৷
ইডি সূত্রে খবর, ফুটেজে শুভেন্দু অধিকারীকে পাঁচ লক্ষ টাকা নিতে দেখা গিয়েছে। ২০১৪-এর, ১৪ এপ্রিল তিনি টাকা নিয়েছিলেন এবং তাঁর এলাকায় ব্যবসা করলে নারদকর্তা ম্যথু স্যমুয়েলকে বিশেষ সুবিধা পাইয়ে দেবেন বলেও, শুভেন্দু অধিকারী আশ্বাস দেন বলে দাবি কেন্দ্রীয় সংস্থার।
advertisement
advertisement
আগেই নারদকাণ্ড মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইডির ডাক পেয়েছেন শোভন চট্টোপাধ্যায়, সুলতান আহমেদ ও ইকবাল আহমেদ ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 19, 2017 7:39 PM IST