সিভিক ভলান্টিয়ারের চাকরির মেয়াদ আরও খানিকটা বাড়াল হাইকোর্ট

Last Updated:

হাইকোর্টের রায়ে বেশ খানিকটা স্বস্তিতে সিভিক পুলিশ ৷ চাকরির মেয়াদ আরও বাড়িয়ে দিল কলকাতা হাইকোর্ট ৷

#কলকাতা: হাইকোর্টের রায়ে বেশ খানিকটা স্বস্তিতে সিভিক পুলিশ ৷ চাকরির মেয়াদ আরও বাড়িয়ে দিল কলকাতা হাইকোর্ট ৷ শেষ শুনানিতে অস্থায়ী প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৬ মার্চ পর্যন্ত সিভিক পুলিশের চাকরির সময়সীমা বাড়িয়েছিল ৷ আপাতত সেই সময়সীমা আরও বাড়ল ৷ আদালত জানাল, মামলার নিষ্পত্তি না হওয়া অবধি চাকরিতে বহাল থাকছেন কর্তব্যরত সিভিক ভলান্টিয়াররা ৷
আপাতত চাকরি যাচ্ছে না রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের। সিভিক পুলিশ নিয়োগ নিয়ে দুর্নীতি মামলায় কোনও সিদ্ধান্তে না পৌঁছনো অবধি সিভিক ভলান্টিয়ারদের মেয়াদ বাড়ানোর কথা বলে অস্থায়ী প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷
আশা-আশঙ্কার দোলাচলে সিভিক ভলান্টিয়ারদের ভাগ্য ৷ এর আগে সিঙ্গল বেঞ্চের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ৩১ ডিসেম্বরের মধ্যে রাজ্যের সিভিক ভলান্টিয়াদের নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছিলেন। নিয়োগে স্বচ্ছতা আনতে নতুন কমিটি গঠন, নিয়োগ পদ্ধতির নতুন গাইডলাইন ও তিন মাসের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ দেয় সিঙ্গলবেঞ্চ। সিঙ্গলবেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে স্থগিতাদেশ চেয়ে ডিভিশন বেঞ্চের কাছে আবেদন করে রাজ্য। এরপরই ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় ৬ মার্চ পর্যন্ত সিভিক ভলান্টিয়াদের চাকরি যাচ্ছে না।
advertisement
advertisement
এই মামলার রায়ের সঙ্গে জড়িয়ে রয়েছে প্রায় তিনশোরও বেশি সিভিক পুলিশের ভবিষ্যৎ ৷ তাই তাদের ভবিষ্যতের কথা ভেবে সব দিক খতিয়ে দেখেই সিদ্ধান্ত নিতে চায় আদালত ৷
যদিও এর আগের শুনানিতে রাজ্যের সওয়ালের প্রেক্ষিতে সিভিক ভলান্টিয়ারের নিয়োগের প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন তুলল হাইকোর্ট ৷ সিভিক ভলান্টিয়ার মামলায় রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল হাইকোর্টের সামনে সিভিক ভলান্টিয়ার নিয়োগে রিভিউ কমিটির প্রয়োজনীয়তা নিয়ে সওয়াল করেন ৷ তিনি বলেন, ‘সিভিক ভলান্টিয়ার নিয়ে রিভিউ কমিটি গড়া সিঙ্গল বেঞ্চের এক্তিয়ার বহি‍র্ভূত কাজ ৷ বিধানসভা এ কাজ করতে পারে ৷’
advertisement
এর পরিপ্রেক্ষিতেই অস্থায়ী প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের পাল্টা প্রশ্ন ছিল, ‘রাজ্যে সিভিক ভলান্টিয়ার নিয়োগের প্রয়োজনীয়তা কী? তারা কীভাবে পুলিশের ডিউটি করে? পুলিশি ক্ষমতা কীভাবে পায় তারা?’
প্রশ্নের উত্তরে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান, ‘সিভিক ভলান্টিয়ার রাজ্য পুলিশের আওতাভুক্ত নয় ৷ পুলিশের কিছু কাজে সহযোগিতা করে ৷ উৎসবের মরশুমে ভিড় সামলানোর মতো কিছু কাজ থাকে তাদের ৷ ’
advertisement
আগামী দিনে সিভিক পুলিশ নিয়োগে দুর্নীতি রুখতেই রিভিউ কমিটি গড়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
সিভিক ভলান্টিয়ারের চাকরির মেয়াদ আরও খানিকটা বাড়াল হাইকোর্ট
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement