রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি সামাল দিতে মুখ্যমন্ত্রীর নিদান

Last Updated:

ডেঙ্গির প্রকোপ কমাতে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার নবান্নে কলকাতা, বিধাননগর ও হাওড়া পুরসভার মেয়র, চেয়ারম্যান ও স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী।

#কলকাতা: ডেঙ্গির প্রকোপ কমাতে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার নবান্নে কলকাতা, বিধাননগর ও হাওড়া পুরসভার মেয়র, চেয়ারম্যান ও স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। ডেঙ্গি মোকাবিলায় সরকারের নির্দেশিকা সব জায়গায় বলবৎ থাকবে। শুধু বর্ষাই নয়, বছরব্যাপী কর্মসূচি নিতে হবে।
মুখ্যমন্ত্রীর নির্দেশ, পুরসভা, পঞ্চায়েত থেকে শুরু করে স্কুল-কলেজ, অফিস-কাছারি। কোথাও জমা জল রাখা যাবে না।
রাজ্যে ডেঙ্গির বাড়বাড়ন্তে চিন্তিত মুখ্যমন্ত্রী। মঙ্গলবার নবান্নে জরুরি বৈঠক করেন তিনি। কলকাতা, বিধাননগর ও হাওড়া পুরসভার মেয়র, চেয়ারম্যান, পুর আধিকারিক ও স্বাস্থ্য দফতরের কর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। ডেঙ্গি মোকাবিলার জন্য আগেই সরকার একটি গাইডলাইন তৈরি করে। সেই গাইডলাইন ঠিক মতো মানা হচ্ছে কিনা, বৈঠকে জানতে চান মুখ্যমন্ত্রী। ডেঙ্গিতে মৃত্যুর খবর শুনে বৈঠকে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
advertisement
advertisement
পরিস্থিতি সামাল দিতে মুখ্যমন্ত্রীর নিদান,  সরকারি হোক বা বেসরকারি কোনও জায়গায় জমা জল বা আবর্জনা রাখা যাবে না ৷ নির্মীয়মাণ বাড়িতে জমা জল এবং আবর্জনা পরিষ্কার করতে হবে ৷ সরকারির পাশাপাশি বেসরকারি স্কুলগুলিকেও নির্দেশিকা মেনে চলার আবেদন ৷ স্কুলগুলিকে ক্লিনিং প্রোগ্রাম চালু করতে হবে ৷ শহরে যে কোনও প্রকল্প এলাকায় জমা জল পরিষ্কার করতে হবে ৷ এলাকায় সচেতনতা বাড়ান ৷ বাড়ি বাড়ি গিয়ে প্রচার করার নির্দেশ দিয়েছেন তিনি ৷  সচেতনতা বাড়ানোর জন্য বিজ্ঞাপনে জোর দিতে বলেছেন তিনি ৷  সব হাসপাতালে পর্যাপ্ত রক্তের ব্যবস্থা রাখতে বলেছেন মুখ্যমন্ত্রী ৷ মেডিক্যাল ক্যাম্পের সংখ্যা বাড়িয়ে রক্ত পরীক্ষার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন প্রতিটা বরোকে ৷
advertisement
এই নির্দেশিকার ব্যাপারে সমস্ত পঞ্চায়েত, পুরসভা ও কর্পোরেশনগুলিকে জানানো হয়েছে। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত ডেঙ্গি মোকাবিলায় অভিযান চলবে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি সামাল দিতে মুখ্যমন্ত্রীর নিদান
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement