আলোচনায় বসতে চেয়ে GNLF-এর চিঠি, পাহাড়ে শান্তি ফেরাতে শর্তহীন বৈঠকের ডাক দিল সরকার
Last Updated:
আলোচনায় বসতে চেয়ে GNLF-এর চিঠি, পাহাড়ে শান্তি ফেরাতে শর্তহীন বৈঠকের ডাক দিল সরকার
#কলকাতা: পাহাড়ে বনধের ৬৭ তম দিনে জট কাটার ইঙ্গিত ৷ সরকারের সঙ্গে আলোচনায় বসতে চেয়ে চিঠিতে ইচ্ছা প্রকাশ করেছে GNLF ৷ রাজ্য GNLF-এর পাঠানো সেই চিঠি গ্রহণ করে শর্তহীন বৈঠকের ডাক দিল সরকার ৷ জিএনএলএফ-এর আবেদনে সাড়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
নবান্নে এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ২৯ অগাস্ট পাহাড় নিয়ে আলোচনায় বসার কথা ঘোষণা করেন ৷ নাম না করে মোর্চাকেও এই বৈঠকে যোগদানের জন্য আহবান জানালেন রাজ্যের প্রশাসনিক প্রধান ৷
এদিন নবান্নে সাংবাদিক বৈঠক ডেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমাদের চিঠি দিয়েছে জিএনএলএফ ৷ দার্জিলিঙে অচলাবস্থা কাটাতে অনুরোধ করে পাহাড় পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য উচ্চপর্যায়ের বৈঠকের আবেদন জানিয়ে চিঠি ৷ জিএনএলএফ-এর এই উদ্যোগকে স্বাগত ৷’
advertisement
advertisement
শুধু তাই নয় নাম না করে মোর্চাকেও এই বৈঠকে যোগ দেওয়ার কথা বলে মুখ্যমন্ত্রী বলেন, ‘পাহাড়ের সব রাজনৈতিক দলকে ২৯ অগাস্ট বৈঠকে যোগ দিতে অনুরোধ করব ৷ আমরা তো প্রথম থেকেই বলছি, অচলাবস্থা কাটাতে চাইলে সরকার সঙ্গে আছে ৷’
উল্লেখ্য, বৈঠকে যোগ দেওয়ার জন্য সরকার যেমন কোনও শর্ত চাপায়নি তেমনি জিএনএলএফ কোনও বাড়তি শর্ত দেয়নি ৷ এর আগেই মোর্চার যুগ্ম সম্পাদক তথা কেন্দ্রীয় কমিটির সদস্য বিনয় তামাং জানিয়েছিলেন, রাজ্য সরকারিভাবে আলোচনায় ডাকলে যেতে প্রস্তুত তারা।
advertisement
এদিন মুখ্যমন্ত্রীর প্রস্তাব শোনার পর প্রতিক্রিয়ায় মোর্চা নেতা স্বরাজ থাপা বলেন, ‘আলোচনার প্রস্তাবকে স্বাগত ৷ আমরা তো অনেকদিন আগে থেকেই বলছি ৷ দলের নেতাদের সঙ্গে আমরা কথা বলব ৷ ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানিয়ে দেব ৷ তবে জিএনএলএফ-এর চিঠির কথা জানতাম না ৷’
অতএব প্রায় দীর্ঘ সময়ের অচলাবস্থা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরার পথে প্রথম পদক্ষেপ পাহাড়ের বলাই চলে ৷ বাকিটুকুর জন্য এখন অপেক্ষা করতে হবে ২৯ অগাস্ট পর্যন্ত ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 22, 2017 5:48 PM IST