#কলকাতা: সিন্ডিকেট নিয়ে ফের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই বিষয়ে মঙ্গলবার পুলিশকেও কড়া বার্তা দিলেন তিনি।
রাজ্যের আইনরক্ষকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা, ‘সব গুন্ডাদের দমন করতে হবে। বেআইনি কাজ করে মুখ্যমন্ত্রী নাম নিলেও কোনও রেয়াত করা হবে না।’
এদিন পুলিশকর্তাদের সঙ্গে বৈঠকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর। নবান্নে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের কর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। জলাশয় ভরাট, বেআইনি প্রোমোটিংয়ের বিরুদ্ধে রাজ্য পুলিশের ডিজি সুরজিত করপুরকায়স্থ এবং কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারকে কড়া ব্যবস্থা নিতে বলেন মুখ্যমন্ত্রী। বৈঠকে তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের নামে ব্যবসা বাড়াচ্ছেন কেউ কেউ। তাদের বরদাস্ত করা হবে না। ‘গুন্ডামি করলে সবার বিরুদ্ধেই পদক্ষেপ নিতে হবে পুলিশকে ৷ জলাশয় ভরাট করা যাবে না ৷ বেআইনি প্রোমোটিং করা যাবে না ৷’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CM Mamata Banerjee, Complain, Kolkata Police, Syndicate, West bengal Police