মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়বেন নেতাজির নাতি চন্দ্র বসু
Last Updated:
বিধানসভা নির্বাচনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চলেছেন নেতাজির নাতি চন্দ্র বসু ৷
#কলকাতা: বিধানসভা নির্বাচনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চলেছেন নেতাজির নাতি চন্দ্র বসু ৷ ভবানীপুর কেন্দ্র বিজেপি-এর হয়ে লড়তে চলেছেন তিনি ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটে দাঁড়ালেও, চন্দ্র বসু মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন না ৷ দিল্লিতে বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণার আগে এমনটাই জানালেন, রাজ্যের বিজেপি নেতৃত্ব দিলীপ ঘোষ, রাহুল সিনহা ৷ কয়েকদিন আগেই বিজেপি যোগ দিয়েছিলেন চন্দ্র বসু ৷
বুধবার বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করার কথা রয়েছে ৷ বিজেপি সূত্রে খবর, প্রথম দফায় ৪৯ জন প্রার্থীদর নাম ঘোষণার সম্ভাবনা ৷ ১২ মার্চ হতে পারে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 09, 2016 7:43 PM IST